বাংলা নিউজ > ময়দান > 2024 T20 WC-এ রোহিত নন, অধিনায়ক হবেন হার্দিক- বড় দাবি রবি শাস্ত্রীর

2024 T20 WC-এ রোহিত নন, অধিনায়ক হবেন হার্দিক- বড় দাবি রবি শাস্ত্রীর

হার্দিক পাণ্ডিয়া।

রবি শাস্ত্রী মনে করেন যে, ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপের মতো, যখন মহেন্দ্র সিং ধোনির অধীনে তরুণ প্লেয়ারদের নিয়ে ভারত একটি অপেক্ষাকৃত নতুন দল তৈরি করেছিল, ২০২৪ টুর্নামেন্টেও একই ঘটনা ঘটবে।

ভারতের প্রাক্তন প্রধান কোচ রবি শাস্ত্রী মনে করছেন যে, অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া আগামী বছর অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে নেতৃত্ব দেবেন। এবং হার্দিকের নেতৃত্বেই হয়তো তরুণ একটি টিম ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপের পুনরাবৃত্তি করবে।

গত বছরের সেমিফাইনাল থেকে ভরত ছিটকে যাওয়ার পর থেকেই অবশ্য সিনিয়রদের বাদ দিয়ে জুনিয়রদের নিয়ে দল তৈরি করে খেলানোর প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। রবি শাস্ত্রীর দাবি অনুযায়ী, হার্দিক ফিট থাকলে ওকেই পাকাপাকি ভাবে অধিনায়ক করা উচিত।

প্রাক্তন ভারতীয় অলরাউন্ডার আরও বলেছেন যে, হার্দিকের নেতৃত্বে তিনি পরের বছর ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে বেশ কয়েক জন নতুন মুখ আশা করছেন। ইএসপিএন ক্রিকইনফোতে রবি শাস্ত্রী দাবি করেছেন, ‘আমি মনে করি নতুনদের নিয়েই টিম তৈরি হবে।’

আরও পড়ুন: ছন্দে নেই, তবু IPL-এ ছক্কা হাঁকানোর রেকর্ড করে ফেললেন রোহিত, এবি-কে পিছনে ফেললেন, পোলার্ডের ঘাড়ে নিঃশ্বাস

তিনি যোগ করেছেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপ আসছে এবং তরুণদের মধ্যে প্রচুর প্রতিভা রয়েছে। এই বছরের আইপিএলে আমরা কিছু উঠতি নতুন প্রতিভা দেখেছি। নতুন মুখ থাকবে, তবে নতুন দল নয়। ও (হার্দিক) ইতিমধ্যেই ভারতের অধিনায়ক, তাই ও ফিট থাকলে, ওকেই নেতৃত্ব পাকাপাকি ভাবে দিয়ে দেওয়া উচিত।’

রবি শাস্ত্রী মনে করেন যে, ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপের মতো, যখন মহেন্দ্র সিং ধোনির অধীনে তরুণ প্লেয়ারদের নিয়ে ভারত একটি অপেক্ষাকৃত নতুন দল তৈরি করেছিল, ২০২৪ টুর্নামেন্টেও একই ঘটনা ঘটবে।

আরও পড়ুন: এক বালতি দুধে এক ফোঁটা চোনা- জরিমানার কবলে পড়তে হল জস বাটলারকে

সে বার সচিন তেন্ডুলকর, সৌরভ গঙ্গোপাধ্যায়, রাহুল দ্রাবিড়রা সরে দাঁড়ানোয় নতুনদের রেখে ২০০৭ সালে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে তুলনায় অনভিজ্ঞ দল গড়া হয়েছিল। ভারত চ্যাম্পিয়ন হয়। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে সেই আশাই করছেন রবি শাস্ত্রী।

‘এখন ওরা ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপকেই লক্ষ্য করবে। এবং প্রতিভা সনাক্ত করবে। এবং হার্দিক অধিনায়ক হিসেবে এগিয়ে থাকবে। পাশাপাশি হার্দিকের আইডিয়া আলাদা হতে পারে। ও আইপিএলে একটি ফ্র্যাঞ্চাইজির অধিনায়ক হিসেবে বাকি সব দলের ক্রিকেটারদের দেখছে। ওর ইনপুট নিশ্চিত ভাবেই থাকবে। ও দল নিয়ে মাঠে নামবে। ফলে ওর মতামতকে গুরুত্ব দিয়ে শোনা উচিত।’

শাস্ত্রী যোগ করেছেন, ‘হার্দিক ওর নিজের ক্ষমতা সম্পর্কে অত্যন্ত আত্মবিশ্বাসী এবং ও যদি ফিট থাকে, তবে একটি বিশাল পার্থক্য তৈরি করে দেবে।’

তবে রবি শাস্ত্রী এ কথাও বলেছেন, ‘ওডিআই বিশ্বকাপ শেষ না হওয়া পর্যন্ত টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা ভাবা হবে না, এবং তার পরে টি-টোয়েন্টি নিয়ে ভাবার জন্য যথেষ্ট সময় আছে।’

বন্ধ করুন