শুভব্রত মুখার্জি: সম্প্রতি অনবদ্য ফর্মে রয়েছেন ড্যারিল মিচেল। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে একের পর এক দুরন্ত ইনিংস তিনি উপহার দিয়েছেন কিউয়ি দলকে। ৭৩ বছরের ইতিহাসে প্রথম কিউয়ি ক্রিকেটার হিসেবে একটি টেস্ট সিরিজে ৪০০ রান করারও নজির গড়েছেন তিনি। এখন পর্যন্ত পাচ ইনিংসে তিনি ৪৩৩ রান করেছেন। গড় ১৫০.৩৩। সম্প্রতি তিনি প্রাক্তন কিউয়ি তারকা বার্ট সাটক্লিফকেও টপকে গিয়েছেন। এমন আবহে মিচেলের ভূয়সি প্রশংসা করেছেন বর্তমানে আইপিএল ফ্রাঞ্চাইজি রাজস্থান রয়্যালস দলের ডাইরেক্টর অফ ক্রিকেট কুমার সাঙ্গাকারা। তিনি জানিয়েছেন নেটে যে পরিশ্রমটাও করেছে তা অনবদ্য।
চলতি লিডস টেস্টে স্কাই স্পোর্টসের হয়ে ধারাভাষ্য দিতে গিয়ে সাঙ্গাকারা জানিয়েছেন 'প্রতি টিম মিটিংয়ে ও নিজের আই প্যাড নিয়ে আসত। নোটস নেওয়ার পাশাপাশি একাধিক প্রশ্নও করত। প্রশ্ন করতে হবে বলেই করা ব্যাপারটা মোটেও এমন ছিল না। সব বিষয়েও গভীরভাবে যুক্ত থাকত। বায়ো বাবলে দুমাস থাকার সময়ে যেভাবে ও নিজেকে তৈরি করেছে তা অনবদ্য। মাত্র দু-ম্যাচ খেলার পরেও যেভাবে নেটে ও নিজেকে উজাড় করে দিয়েছে তা এককথায় বিশ্বমানের।'
প্রসঙ্গত সদ্য শেষ হওয়া আইপিএলে মাত্র দুটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন মিচেল। এই বছর রাজস্থান রয়্যালস আইপিএলের ফাইনালেও পৌঁছেছিল। ২০০৮ সালের পরবর্তীতে তারা প্রথমবার ফাইনালে পৌঁছয়। তবে শেষ রক্ষা হয়নি। ফাইনালে গুজরাট টাইটানস দলের কাছে তাদের হারতে হয়। ৭ উইকেটে ফাইনাল জিতেছিল হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন গুজরাট।