শুভব্রত মুখার্জি: এই মুহূর্তে স্বপ্নের ফর্মে ব্যাটিং করছেন শুভমন গিল। সদ্য শেষ হওয়া নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে দুরন্ত ব্যাট করেছেন তিনি। ওয়ানডে হোক কিংবা টি-২০ ফর্ম্যাট। দুই ফর্ম্যাটেই ব্যাট হাতে দাপট দেখিয়েছেন তিনি। ব্যাট হাতে ওয়ানডেতে দ্বিশতরান করার পরে টি-২০তে ভারতের ইতিহাসে এক ইনিংসে সর্বাধিক রান সংগ্রাহকও হয়েছেন তিনি। সামনেই রয়েছে অস্ট্রেলিয়া সিরিজ। আর এই সিরিজের প্রথম টেস্টে গিলকে দলের বাইরে রাখাটাই অকল্পনীয় বিষয় বলে মনে করছেন প্রাক্তন ভারতীয় নির্বাচক সাবা করিম। তিনি চান রোহিতের সঙ্গে ইনিংস ওপেন করুক গিল।
প্রসঙ্গত সাবা করিম মনে করিয়ে দিয়েছেন বাংলাদেশের বিরুদ্ধে শেষ টেস্ট সিরিজেও গিল ভালো ফর্মে ছিলেন। টেস্টে নিজের প্রথম শতরানও করেছেন বাংলাদেশের বিরুদ্ধে। ফলে তাঁর মতে অজিদের বিরুদ্ধে রোহিত শর্মার সঙ্গে গিলের উচিত ইনিংস ওপেন করা। তাঁর মতে কেএল রাহুলকে সেক্ষেত্রে মিডল অর্ডারে খেলানো যেতে পারে। সাবা করিম মনে করেন শ্রেয়স আইয়ারের অনুপস্থিতিতে সূর্যকুমার যাদবকে দলে খেলাতে গিয়ে গিলকে প্রথম একাদশ থেকে বাদ দেওয়াটা কখনওই যুক্তিসঙ্গত নয়।
উল্লেখ্য ৯ ফেব্রুয়ারি থেকে শুরু হবে ভারত বনাম অস্ট্রেলিয়া সিরিজ। নাগপুরে প্রথম ম্যাচে মুখোমুখি হবে দুই দল। ইন্ডিয়া নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে সাবা করিম বলেছেন 'বর্তমান ফর্মের কথা মাথায় রেখে শ্রেয়স আইয়ারের অনুপস্থিতিতে সূর্যকুমার যাদবকে নয় শুভমন গিলকে অবশ্যই খেলানো উচিত। গিল প্রথম টেস্টে বাংলাদেশের বিপক্ষে শতরান করেছিল। কীকরে তাহলে তুমি গিলকে বাদ দিতে পার? প্রথম একাদশে ওঁর থাকাটা অবশ্যই উচিত। ও যদি সুযোগ পায় নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে ও। সময় এসেছে এখন ওঁকে খেলানোর। রোহিত শর্মার সঙ্গে গিলের উচিত ওপেন করা। মিডল অর্ডারে আপনি কেএল রাহুলকে খেলাতে পারেন। কারণ এই মুহূর্তে শ্রেয়স আইয়ারকে পাওয়া যাচ্ছে না।'
প্রসঙ্গত গিল সম্প্রতি নিউজিল্যান্ডের বিপক্ষে তাঁর কেরিয়ারের প্রথম ওয়ানডে দ্বিশতরান করার পাশাপাশি প্রথম টি-২০ শতরানও করেছেন। পাশাপাশি বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজে রাহুল মাত্র ৫৭ রান করেছিলেন। উল্লেখ্য বাংলাদেশের বিরুদ্ধে সেই সিরিজ ভারত ২-০ ফলে জিতেছিল। এবার ঘরের মাঠে চার ম্যাচের টেস্ট সিরিজে মুখোমুখি হবে ভারত ও অস্ট্রেলিয়া।