অভিনব বিন্দ্রা বা নীরজ চোপড়াদের সাফল্য আদৌ সাধারণ মানুষকে খেলাধূলার ক্ষেত্রে কতটা উদ্বুদ্ধ করেন? পড়াশোনার বাইরে খেলাটাকেও গুরুত্ব দিতে শিখেছেন সাধারণ মানুষ? নাকি এখনও পুঁথিগত শিক্ষাটাই তাঁদের কাছে সব?
বুধবার ২০২১ এইচটি লিডারশিপ সামিটের (HT Leadership Summit 2021) দ্বিতীয় দিনে অতিথি হিসেবে ছিলেন নীরজ চোপড়া এবং অভিনব বিন্দ্রা। ভার্চুয়াল আড্ডায় এই প্রসঙ্গে নীরজ চোপড়া বলেন, ‘আমাদের দেশের মানুষ কিন্তু ভোর চারটেয় উঠেও অলিম্পিক্স দেখেছে। এটা তো প্লাস পয়েন্ট। তাই মানুষ যে উদ্বুদ্ধ হচ্ছেন না, এমনটা বলা যায় না।’
এর পাশাপাশি তিনি মনে করেন, খেলাধূলায় সাধারণ মানুষের আগ্রহ বাড়লেও পরিকাঠামোর অভাব রয়েছে। নীরজ ‘মানসিকতার কিন্তু পরিবর্তন হচ্ছে। স্টেডিয়ামগুলিতে গেলে দেখা যাবে, অনেক বাচ্চা বিভিন্ন খেলার সঙ্গে যুক্ত। তবে বিশেষ করে গ্রামের কাছাকাছি স্টেডিয়ামের অভাব রয়েছে।’
এ দিকে অভিনব বিন্দ্রা মনে করেন, নীরজের এই সাফল্য আরও বেশি মানুষকে উৎসাহিত করবে খেলাধূলার প্রতি। তিনি বলেওছেন, ‘যখন আমি সোনা পেয়েছিলাম, তখন সাংবাদিক সম্মেলনে আমার প্রথম উত্তর ছিল, আশা করি এই সাফল্য অন্যদের জন্যও দরজা খুলে দেবে। আমি ওর (নীরজের) সোনা জেতার পর খুব খুশি হয়েছিলাম। মনে হয়েছিল, আমার সেই দিনের কথা সার্থক হয়েছে। নিজের সোনা পাওয়ার চেযেও বেশি খুশি হয়েছিলাম। এত দিন যেখানে যেতাম, সকলে পরিচয় করিয়ে দিতে যে একমাত্র স্বর্ণপদক জয়ী ক্রীড়াবিদ বলে। সেটা উপভোগ করতাম। তবে আশা করি, নীরজের এই সোনাও অন্যদের উদ্বুদ্ধ করবে। আমাদের অবশ্যই আরও সোনা জয় প্রয়োজন।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।