নিজে ক্রিকেট পাগল। ট্র্যাক এন্ড ফিল্ডের সম্রাট হলে কী হবে! ক্রিকেট তাঁর প্রথম ভালোবাসা। যে কারণে ক্রিকেট নিয়ে তাঁর আগ্রহ যেমন বেশি, তেমনই তিনি ক্রিকেট নিয়ে অনেক খবরও রাখেন।
মঙ্গলবার ২০২১ এইচটি লিডারশিপ সামিটের (HT Leadership Summit 2021) প্রথম দিনে তাঁর সাক্ষাৎকার নেন আয়াজ মেনন। তাঁর কাছে জানতে চাওয়া হয়েছিল, তাঁর পছন্দের তালিকায় কে রয়েছেন। সচিন তেন্ডুলকর না ব্রায়ান লারা। বোল্ট অবশ্য ভোট দেন লারাকে।
আবার লিয়োনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর মধ্যে তিনি বেছে নেন রোনাল্ডোকে। তবে মাইকেল ফেল্পস এবং নিজের মধ্যে তাঁকে বাছতে বলা হলে, একটু যেন দ্বিধায় পড়ে যান বোল্ট। তিনি বলেও ফেলেন, ‘এটা নিয়ে একটু ভাবতে হবে।’ পরে অবশ্য নিজের নামই বলেন। টি-টোয়েন্টি ক্রিকেট এবং টেস্ট ক্রিকেটের মধ্যে বোল্ট টি-টোয়েন্টিকেই বেছে নেন। যে কারণে আইপিএল বোল্টের পছন্দের টুর্নামেন্ট।
বোল্ট অবশ্য ক্রিকেট খেলা দিয়েই নিজের জীবন শুরু করেছিলেন। বড় ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখতেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত তিনি হয়ে গেলেন ট্র্যাক এন্ড ফিল্ডের সম্রাট। পৃথিবীর দ্রুততম মানব।
এই প্রসঙ্গে বোল্ট বলেওছেন, ‘আমকে ট্র্যাক এন্ড ফিল্ডে আনেন আমার ক্রিকেট কোচ। ছোটবেলায় তখন দেশে দু'টো প্রধান খেলা ছিল ক্রিকেট এবং ফুটবল। বাবা ছিলেন মারাত্মক ক্রিকেটের ভক্ত। জামাইকায় আবার ফুটবল নিয়েও উন্মাদনা ছিল। আমি আবার ক্রিকেট খুব ভালোবাসতাম। ক্রিকেটার হতে চাইতাম। কিন্তু আমার ক্রিকেট কোচ লক্ষ্য করেন, ফাস্টবল করার সময়ে আমি খুব জোরে দৌড়ই। তখন ক্রিকেট কোচ বলেন, তোমার ট্র্যাক এন্ড ফিল্ডে যাওয়া উচিত। অবশ্য শুরুর দিকে ক্রিকেট থেকে বেরিয়ে ট্র্যাক এন্ড ফিল্ডে মানিয়ে নিতে অনেকটা সময় লেগেছিল।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।