'আমরাও দেখেছি, আপনারাও দেখেছেন, আমরা সবাই দেখেছি কী ঘটেছে। তাই বাড়তি কিছু বলার নেই।' কেপ টাউনের ডিআরএস বিতর্ক নিয়ে এমনই ইঙ্গিতবহ মন্তব্য করলেন পরশ মামব্রে। টিম ইন্ডিয়ার বোলিং কোচ কার্যত বিরাট কোহলিদের অভিযোগকেই স্বীকৃতি দিলেন তৃতীয় দিনের শেষে সাংবাদিক সম্মেলনে।
অশ্বিনের বলে এলবিডব্লিউ হয়েও ডিন এলগার যেভাবে ডিআরএসের সাহায্য নিয়ে বেঁচে যান, স্বাভাবিকভাবেই সেই প্রসঙ্গে উত্থাপন করা হয় সাংবাদিক সম্মেলনে। ভারতের বোলিং কোচ বলেন, ‘আমরা এটা দেখেছি। আপনারাও দেখেছেন। আমি বিষয়টা দেখার জন্য ম্যাচ রেফারির উপর ছেড়ে দিচ্ছি। এই নিয়ে আমার বাড়তি কিছু বলার নেই, কারণ আমরা সবাই দেখেছি কী ঘটেছে। আমরা বিষয়টা থেকে বেরিয়ে ম্যাচের দিকে তাকাতে চাইছি। প্রত্যেকে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করছে।’
ডিআরএস বিতর্কে হতাশ ভারতীয় ক্রিকেটারদের ব্রডকাস্টারদের উপর ক্ষোভ প্রকাশ প্রসঙ্গে ভারতের বোলিং কোচ জানান যে, ম্যাচের মধ্যে অনেক সময়ই এমন পরিস্থিতি তৈরি হয়, যেখানে আবেগে নিয়ন্ত্রণ থাকে না।
যদিও শুধু ভারতীয় ক্রিকেটাররা বা কোচিং স্টাফরাই বিশেষ এই রিভিউটির যথার্থতা নিয়ে সংশয় প্রকাশ করেন, এমনটা নয়। বরং ফিল্ড আম্পায়ার এরাসমাসকেও অবাক দেখায়। জায়ান্ট স্ক্রিনে বল ট্র্যাকিং দেখার পর এরাসমাসকে স্পষ্ট বলতে শোনা যায় যে, ‘এটা হতেই পারে না।’