শুভব্রত মুখার্জি: ২০২২ সালটা প্রফেশনাল কেরিয়ারে দুর্দান্ত কেটেছে রাফায়েল নাদালের। অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা জয় দিয়ে পথ চলা শুরু হয়েছিল তার। পরবর্তীতে নজির গড়ে তার প্রিয় লাল সুড়কির কোর্টে জেতেন তার কেরিয়ারের ২২ তম গ্রান্ড স্ল্যাম। পাশাপাশি ১৪তম ফরাসি ওপেন জয়েরও নজির গড়েন তিনি। তবে সদ্য শেষ হওয়া উইম্বলডনের সেমিফাইনালে না খেলেই নাম প্রত্যাহার করতে হয়েছিল তাকে। তলপেটের মাংসপেশিতে টান ধরার কারণে তিনি খেলতে পারেননি সেমিফাইনাল ম্যাচ। এবারের উইম্বলডনের খেতাব জিতে ২১টি খেতাবে পৌঁছে গিয়েছেন নোভাক জকোভিচ। মাত্র ১টি গ্রান্ড স্ল্যাম খেতাব দূরে রয়েছেন তিনি। প্রাক্তন টেনিস তারকা অ্যান্ডি রডিক, রাফায়েল নাদাল সম্বন্ধে বলতে গিয়ে জানিয়েছেন এই বয়সেও নাদাল যে এমন শক্তিশালী টেনিস খেলছেন তা তার কাছে অবিশ্বাস্য।
একটি পডকাস্টে রডিক জানিয়েছেন 'আমি জানি না কিভাবে এই জিনিসটাকে (নাদালের ৩৬ বছর বয়সেও শক্তিশালী টেনিস) নিয়ে ভবিষ্যতবাণী করব। আমি জানি না শরীর বা স্বাস্থ্য নিয়ে আমি কিভাবে ভবিষ্যতবাণী করব। আমি তাদের মধ্যে অন্যতম ছিলাম যারা বিশ্বাস রাখিনি এই বয়সেও রাফা এমন টেনিস খেলতে পারবে। ৩০ বছর বয়স পেরিয়েও এমন শারীরিক সক্ষমতা দেখাতে পারবে ভাবিনি। একেবারে আমার 'ডামি'। এই বয়সেও ও (নাদাল) স্ল্যাম জিতছে। এই মুহূর্তে ২২টা গ্রান্ড স্ল্যাম জয়ও হয়ে গিয়েছে।'
প্রসঙ্গত নাদাল আগেই জানিয়েছিলেন কিভাবে পায়ের পাতার চোট তাকে সমস্যায় ফেলছে। গোটা ফরাসি ওপেনেই তাকে পায়ের ব্যথার সঙ্গে লড়াই চালিয়ে যেতে হয়েছে। ইনজেকশন নিয়ে খেলেই শিরোপা জিতেছিলেন তিনি। তারপরেই উইম্বলডনে তাকে পড়তে হল তলপেটের মাংসপেশির চোটে। তিনি পায়ের পাতায় যে চোটে ভুগছেন তাকে ডাক্তারি পরিভাষায় বলে 'মুলার ওয়েস' সিনড্রোম। এই রোগে হাড়ে রক্ত চলাচল বন্ধ হয়ে গিয়ে যন্ত্রণা বাড়ে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।