ভারতীয় বক্সার নিখাত জারিন, মনীষা মৌন এবং পারভীন হুডা আজ ইস্তানবুলে আইবিএ মহিলা বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে নিজেদের ম্যাচে জিতে ভারতের জন্য পদক নিশ্চিত করেছেন। নিজ নিজ বিভাগে নিখাত, মনীষারা সেমিফাইনালে উঠেছেন। এই প্রথম বিশ্ব চ্যাম্পিয়নশিপের পদক নিশ্চিত করেছেন তিন ভারতীয় বক্সারই।
নিখাত জারিন ৫২ কেজি বিভাগে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের চার্লি-সিয়ান ডেভিসনকে ৫-০ মতে পরাজিত করেছেন। সেখানে পারভীন একই স্কোর নিয়ে ৬৩ কেজি বিভাগে তাজিকিস্তানের শোইরা জুলকাইনারোভাকে হারিয়েছিলেন। অন্যদিকে মনীষা হারিয়েছেন মঙ্গোলিয়ার নামুউন মনখোরকে। ৫৭ কেজি বিভাগের কোয়ার্টার ফাইনালে ৪-১ ব্যবধানে ‘স্প্লিট’ সিদ্ধান্তে জেতেন মনীষা।
প্রাক্তন জুনিয়র বিশ্ব চ্যাম্পিয়ন নিখাত ব্রাজিলের ক্যারোলিন ডি আলমেইদার বিরুদ্ধে পরবর্তী বাউট লড়বেন। ক্যারোলিনা সর্বসম্মত সিদ্ধান্তে আয়ারল্যান্ডের কার্লি ম্যাকনলকে পরাজিত করেছিলেন নিজের আগের ম্যাচে। এদিকে সেমিফাইনালে ওঠার ফলে ব্রোঞ্জ পদক নিশ্চিত করে ফেলেছেন জারিন। তাঁর লক্ষ্য হবে ক্যারোলিনাকে হারিয়ে ফাইনালে পৌঁছানো। অপরদিকে মনীষা বক্সিং রিঙে নামবেন ইতালির ইরমা টেস্টা-র বিপক্ষে।
এদিকে তিনটি পদক নিশ্চিত হলেও ভারতের বেশ কয়েকজন বক্সার ছিটকে যান টুর্নামেন্ট থেকে। নিতু (৪৮ কেজি), পূজা রানী (৮১ কেজি), অনামিকা (৫০ কেজি), জ্যাসমিন (৬০ কেজি) এবং নন্দিনী (৮১+ কেজি) নিজেদের বিভাগে হেরে বাড়ি ফেরার টিকিট কেটে ফেলেছেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।