প্রথমে নেদারল্যান্ডসের লোগান ভ্যান বিকের আগুনে বোলিং। তার পর ম্যাক্স ও'দাউদের দুরন্ত ব্যাটিং। নেপালকে ছত্রখান করে ওডিআই বিশ্বকাপের কোয়ালিফাইং টুর্নামেন্টের সুপার সিক্সে পৌঁছে গেল নেদারল্যান্ডস। আর বিশ্বকাপের মূল পর্বে খেলার স্বপ্ন ভেঙে গেল নেপাল। তারা ছিটকে গেল টুর্নামেন্ট থেকে। গ্রুপ লিগের ৪ ম্যাচের মধ্যে ৩টিতেই হেরেছে তারা। একটিতে জয় পেয়েছে নেপাল।
টস হেরে নেপালকেই প্রথমে ব্যাট করতে পাঠিয়েছিল নেদারল্যান্ডস। শুরু থেকেই তারা কিছুটা নড়বড় করছিল। দলের ৭ রানের মধ্যেই তারা প্রথম উইকেট হারিয়ে বসে থাকে। ওপেন করতে নেমে কুশল ভুরতেল ৪২ বলে ২৭ করে ইনিংস সামলানোর কিছুটা চেষ্টা করেছিলেন। তিনে নেমে ভীম শাকরি ৫৬ বলে ২২ রান করেন। নেপালের হয়ে সর্বোচ্চ রান করেন অধিনায়ক রোহিত পাউদেল। তিনি ৫৫ বলে ৩৩ রান করেন। বাকি সন্দীপ লামিছানে ৩৩ বলে ৬৬ রান করেন। বাকিরা কেউ কুড়ি রানের গণ্ডিই টপকাতে পারেননি। তারা ৪৪.৩ ওভারে মাত্র ১৬৭ রানে অলআউট হয়ে যায়। নেদারল্যান্ডসের হয়ে একাই ৪ উইকেট নিয়েছেন লোগান ভ্যান বিক। ব্যাস ডি'লিড এবং বিক্রমজিৎ সিং ২টি করে উইকেট নিয়েছেন।
আরও পড়ুন: ৪-৫ জন ভালো বন্ধুই যথেষ্ট- অশ্বিনের ‘দলের সতীর্থরা সহকর্মী’ মন্তব্যে কটাক্ষ শাস্ত্রীর
১৬৮ রান তাড়া করতে নেমে সহজেই ২৭.১ ওভারে ৩ উইকেটে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ডাচেরা। দুই ওপেনার মিলে প্রথম উইকেটে ৮৬ রান করে নেদারল্যান্ডস। বিক্রমজিৎ সিং ৪৩ বলে ৩০ রান করে সাজঘরে ফিরে গেলেও, আর এক ওপেনার ম্যাক্স লড়াই চালিয়ে যান। তিনি ৮টি চার এবং চারটি ছক্কার সাহায্যে ৭৫ বলে ৯০ রানের দুরন্ত ইনিংস খেলেন। তিনিই নেদারল্যান্ডসের জয়ের ভিত গড়ে দেন। চারে নেমে ব্যাস ডি'লিড ৩৯ বলে ৪১ করে দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন। ১৩৭ বল বাকি থাকতে ৩ উইকেট হারিয়ে ১৬৮ রান করে ফেলে নেদারল্যান্ডস। নেপালের হয়ে লামিছানে ২টি উইকেট নিয়েছেন। গুলসন ঝা নিয়েছেন এক উইকেট।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।