অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০ বিশ্বকাপের সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারতে হলেও ব্যক্তিগত পারফর্ম্যান্সে নজর কাড়েন এডেন মার্করাম। প্রথমে চাপের মুখে ব্যাট হাতে লড়াকু ইনিংস উপহার দেন মার্করাম। পরে ফিল্ডিং করার সময় অবিশ্বাস্য একটি ক্যাচ ধরেন তিনি।
ইনিংসের ১৫তম ওভারে এনরিখ নরকিয়ার বলে স্টিভ স্মিথের যে ক্যাচটি ধরেন মার্করাম, সেটিকে নিঃসন্দেহে চলতি টি-২০ বিশ্বকাপের সেরা ক্যাচ বলা চলে।
মার্করামের অবিশ্বাস্য ক্যাচের ভিডিও দেখতে ক্লিক করুন:- https://www.t20worldcup.com/video/2303521
১৪.৫ ওভারে নরকিয়ার বল লেগ-সাইডে তুলে মারেন স্মিথ। লং-অন বাউন্ডারি থেকে ডানদিকে অনেকটা দৌড়ে গিয়ে শরীর ছুঁড়ে দিয়ে ক্যাচ ধরেন মার্করাম। স্মিথকে সাজঘরে ফিরতে হয় ব্যক্তিগত ৩৫ রানের মাথায়।
তার আগে মার্করাম ব্যাট হাতে দলের হয়ে সর্বোচ্চ ৪০ রান করেন। একপ্রান্ত দিয়ে পরপর উইকেট হারাতে থাকলেও মার্করামের জন্যই দক্ষিণ আফ্রিকা ১০০ টপকাতে সক্ষম হয়। যদিও তাতে হার এড়াতে পারেনি দক্ষিণ আফ্রিকা।
প্রথমে ব্যাট করে প্রোটিয়ারা নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটের বিনিংয়ে ১১৮ রান তোলে। জবাবে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া ১৯.৪ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ১২১ রান তুলে ম্যাচ জিতে যায়।