বাংলা নিউজ > ময়দান > টি২০ বিশ্বকাপ > BAN vs ENG: পালটা লড়াই চালাতেই পারলেন না শাকিবরা, বিশ্বকাপে ফের হার বাংলাদেশের
দাপুটে জয় ইংল্যান্ডের। ছবি- আইসিসি।

BAN vs ENG: পালটা লড়াই চালাতেই পারলেন না শাকিবরা, বিশ্বকাপে ফের হার বাংলাদেশের

বাংলাদেশের বিরুদ্ধে ৮ উইকেটের দাপুটে জয় ইংল্যান্ডের।

প্রথম রাউন্ডের শুরুতেই স্কটল্যান্ডের কাছে হারতে হয়েছিল বাংলাদেশকে। তবে পরের দু'টি ম্যাচে ওমান ও পাপুয়া নিউ গিনিকে হারিয়ে সুপার টুয়েলভে জায়গা করে নেয় তারা। যদিও সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচেই শ্রীলঙ্কার কাছে হারের মুখ দেখতে হয়েছে শাকিব আল হাসানদের। এবার সুপার টুয়েলভে নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ মাঠে নামে ইংল্যান্ডের বিরুদ্ধে, যারা নিজেদের প্রথম ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে বিধ্বস্ত করেছে। শেষমেশ বাংলাদেশকে একতরফাভাবে হারিয়ে দেন মর্গ্যানরা। 

27 Oct 2021, 06:54:17 PM IST

ম্যাচের সেরা জেসন রয়

৫টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৩৮ বলে ৬১ রানের অনবদ্য ইনিংস খেলার সুবাদে ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হন ব্রিটিশ ওপেনার জেসন রয়।

27 Oct 2021, 06:35:45 PM IST

৮ উইকেটে জয় ইংল্যান্ডের

বাংলাদেশের ৯ উইকেটে ১২৪ রানের জবাবে ব্যাট করতে নেমে ইংল্যান্ড ১৪.১ ওভারে ২ উইকেটের বিনিময়ে ১২৬ রান তুলে ম্যাচ জিতে যায়। ৩৫ বল বাকি থাকতে ৮ উইকেটে জয় নিশ্চিত করেন মর্গ্যানরা। ডেভিড মালান ৩টি বাউন্ডারির সাহায্যে ২৫ বলে ২৮ রান করে অপরাজিত থাকেন। ১টি বাউন্ডারির সাহায্যে ৪ বলে ৮ রান করে নট-আউট থাকেন জনি বেয়ারস্টো।

27 Oct 2021, 06:27:30 PM IST

জেসনকে ফেরালেন শরিফুল

১২.৫ ওভারে শরিফুল ইসলামের বলে নাসুমের হাতে ধরা পড়েন জেসন রয়। ৫টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৩৮ বলে ৬১ রান করে ক্রিজ ছাড়েন ব্রিটিশ ওপেনার। ক্রিজে নতুন ব্যাটসম্যান জনি বেয়ারস্টো। ইংল্যান্ড ১১২ রানে ২ উইকেট হারায়। ১৩ ওভারে ইংল্যান্ড ১১৪/২।

27 Oct 2021, 06:23:01 PM IST

হাফ-সেঞ্চুরি জেসনের, ১২ ওভারে ইংল্যান্ড ১০৪/১

ইংল্যান্ড ১২তম ওভারে ১ উইকেটের বিনিময়ে দলগত ১০০ রানের গণ্ডি টপকে যায়। ১২ ওভার শেষে ইংল্যান্ডের স্কোর ১০৪/১। ৫টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৩৩ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন জেসন রয়। তিনি ৫৪ রানে ব্যাট করছেন। ২১ রানে অপরাজিত রয়েছেন ডেভিড মালান।

27 Oct 2021, 06:11:37 PM IST

১০ ওভারে ইংল্যান্ড ৯০/১

১০ ওভার শেষে ইংল্যান্ড ১ উইকেটের বিনিময়ে ৯০ রান তুলেছে। ২৮ বলে ৪৪ রান করে অপরাজিত রয়েছেন জেসন রয়। তিনি ৫টি চার ও ১টি ছক্কা মেরেছেন। ২টি বাউন্ডারির সাহায্যে ১৪ বলে ১৭ রান করে নট-আউট রয়েছেন ডেভিড মালান।

27 Oct 2021, 05:57:34 PM IST

পাওয়ার প্লে-র ৬ ওভারে ইংল্যান্ড ৫০/১

পাওয়ার প্লে-র ৬ ওভারে ১ উইকেট হারিয়ে দলগত ৫০ ছুঁল ইংল্যান্ড। ইংল্যান্ডেরস স্কোর ৫০/১। জেসন রয় ২৩ ও ডেভিড মালান ১ রানে ব্যাট করছেন।

27 Oct 2021, 05:47:26 PM IST

বাটলারকে ফেরালেন নাসুম

৪.৫ ওভারে নাসুমের বলে মইনের হাতে ধরা পড়েন জোস বাটলার। ১টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১৮ বলে ১৮ রান করে মাঠ ছাড়েন বাটলার। ইংল্যান্ড দলগত ৩৯ রানে ১ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান ডেভিড মালান। ৫ ওভারে ইংল্যান্ড ৪০/১। ১২ বলে ১৮ রান করে অপরাজিত রয়েছেন জেসন রয়।

27 Oct 2021, 05:28:07 PM IST

ইংল্যান্ডের রান তাড়া করা শুরু

ইংল্যান্ডের হয়ে ওপেন করতে নামেন জেসন রয় ও জোস বাটলার। বাংলাদেশের হয়ে বোলিং শুরু করেন শাকিব আল হাসান। প্রথম বলেই বাউন্ডারি মারেন জেসন। প্রথম ওভারে ইংল্যান্ড কোনও উইকেচ না হারিয়ে ৭ রান তুলেছে।

27 Oct 2021, 05:19:49 PM IST

বাংলাদেশ ২০ ওভারে ১২৪/৯

বাংলাদেশ নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৪ রান তুলেছে। সুতরাং, জয়ের জন্য ইংল্যান্ডের দরকার ১২৫।

27 Oct 2021, 05:17:24 PM IST

মুস্তাফিজুর আউট

ইনিংসের শেষ বলে বোল্ড হন সদ্য ক্রিজে আসা মুস্তাফিজুর রহমান। ১ বল খেলে কোনও রান সংগ্রহ করতে পারেননি তিনি। পরপর ২ বলে ২টি উইকেট তুলে নেন টাইমাল মিলস। ১টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৯ বলে ১৯ রান করে অপরাজিত থাকেন নাসুম। 

27 Oct 2021, 05:16:30 PM IST

নুরুল আউট

১৯.৫ ওভারে মিলসের বলে বাটলারের দস্তানায় ধরা পড়েন নুরুল। ১৮ বলে ১৬ রান করে ক্রিজ ছাড়েন তিনি। বাংলাদেশ ১২৪ রানে ৪ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান মুস্তাফিজুর।

27 Oct 2021, 05:08:07 PM IST

রশিদের ওভারে ১৭ রান তোলে বাংলাদেশ

১৯ তম ওভারে আদিল রশিদের বলে ১৭ রান তোলে বাংলাদেশ। ২টি ছক্কা ও ১টি চার মারেন নাসুম। ১৯ ওবার শেষে বাংলাদেশের সংগ্রহ ৭ উইকেটে ১১৯ রান। নুরুল ১৩ ও নাসুম ১৯ রানে ব্যাট করছেন।

27 Oct 2021, 05:00:49 PM IST

মেহেদি আউট

১৭.১ ওভারে টাইমাল মিলসের বলে ওকসের হাতে ধরা পড়েন মেহেদি হাসান। ২টি বাউন্ডারির সাহায্যে ১০ বলে ১১ রান করেন তিনি। বাংলাদেশ ৯৮ রানে ৭ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান নাসুম আহমেদ। ১৮ ওভারে বাংলাদেশের স্কোর ১০২/৭। নুরুল ১২ বলে ১২ রান করে ব্যাট করছেন।

27 Oct 2021, 04:51:32 PM IST

ফের বিশ্বসেরা শাকিব

বিশ্বকাপের মাঝেই ফের বিশ্বসেরার মুকুট মাথায় পড়েন শাকিব আল হাসান। তিনি আইসিসির ১ নম্বর টি-২০ অল-রাউন্ডারে পরিণত হন।বিস্তারিত জানতে পড়ুন:- ICC Ranking: ফের বিশ্বসেরা শাকিব, T20 ব়্যাঙ্কিংয়ে কোহলিকে পিছনে ফেললেন পাক তারকা 

27 Oct 2021, 04:48:36 PM IST

লিভিংস্টোনের শিকার মাহমুদুল্লাহ

১৪.৫ ওভারে লিয়াম লিভিংস্টোনের শিকার মাহমুদুল্লাহ। ১টি বাউন্ডারির সাহায্যে ২৪ বলে ১৯ রান করে মাঠ ছাড়েন বাংলাদেশ দলনায়ক। বাংলাদেশ ৮৩ রানে ৬ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান মেহেদি হাসান। ১৫ ওভার শেষে বাংলাদেশের স্কোর ৮৩/৬।

27 Oct 2021, 04:36:21 PM IST

রান-আউট আফিফ

১৪.৪ ওভারে রান-আউট হয়ে সাজঘরে ফেরেন আফিফ হোসেন। ১টি বাউন্ডারির সাহায্যে ৬ বলে ৫ রান করে মাঠ ছাড়েন তিনি। বাংলাদেশ ৭৩ রানে ৫ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান নুরুল হাসান। ১৩ ওভার শেষে বাংলাদেশ ৫ উইকেটের বিনিময়ে ৭৬ রান তুলেছে। মাহমুদুল্লাহ ১৮ বলে ১৭ রান করে ব্যাট করছেন।

27 Oct 2021, 04:26:06 PM IST

মুশফিকুরকে ফেরালেন লিভিংস্টোন

১০.৪ ওভারে মুশফিকুরকে রহিমকে ফেরালেন লিয়াম লিভিংস্টোন। ৩টি বাউন্ডারির সাহায্যে ৩০ বলে ২৯ রান করে এলবিডব্লিউ হন মুশফিক। বাংলাদেশ ৬৩ রানে ৪ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান আফিফ হোসেন।

27 Oct 2021, 04:19:05 PM IST

১০ ওভারে বাংলাদেশ ৬০/৩

১০ ওভার শেষে বাংলাদেশ ৩ উইকেট হারিয়ে ৬০ রান তুলেছে। মুশফিকুর রহিম ২৭ বলে ২৭ রান করেছেন। ১১ বলে ১২ রান করেছেন মাহমুদুল্লাহ।

27 Oct 2021, 03:57:58 PM IST

শাকিবকে ফেরালেন ওকস

৫.২ ওভারে ক্রিস ওকসের বলে রশিদের হাতে ধরা পড়েন পড়েন শাকিব। ৭ বলে ৪ রান করে মাঠ ছাড়েন শাকিব। বাংলাদেশ দলগত ২৬ রানে ৩ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান মাহমুদুল্লাহ। পাওয়ার প্লে-র ৬ ওভারে বাংলাদেশ ৩ উইকেটের বিনিময়ে ২৭ রান তুলেছে।

27 Oct 2021, 03:45:16 PM IST

নইম আউট

লিটনকে ফেরানোর ঠিক পরের বলেই নইমের উইকেট তুলে নিলেন মইন। ৭ বলে ৫ রান করে ওকসের হাতে ধরা পড়েন নইম। বাংলাদেশ ১৪ রানে ২ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান মুশফিকুর রহিম। তি মইনের হ্যাটট্রিকের সম্ভাবনায় জল ঢেলে দেন। ৩ ওভার শেষে বাংলাদেশের স্কোর ১৫/২।

27 Oct 2021, 03:43:48 PM IST

লিটনকে ফেরালেন মইন

২.২ ওভারে মইন আলির বলে লিয়াম লিভিংস্টোনের হাতে ধরা পড়েন লিটন দাস। ২টি বাউন্ডারির সাহায্যে ৮ বলে ৯ রান করে মাঠ ছাড়েন লিটন। বাংলাদেশ দলগত ১৪ রানে ১ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান সাকিব আল হাসান।

27 Oct 2021, 03:33:28 PM IST

ম্যাচ শুরু

বাংলাদেশের হয়ে ওপেন করতে নামেন লিটন দাস ও মহম্মদ নইম। ইংল্যান্ডের হয়ে নতুন বলে বোলিং শুরু করেন মইন আলি। তৃতীয় বলে ১ রান নিয়ে খাতা খোলেন লিটন। শেষ ২টি বলে জোড়া বাউন্ডারি মারেন তিনি। প্রথম ওভারে বাংলাদেশ কোনও উইকেট না হারিয়ে ১০ রান তুলেছে।

27 Oct 2021, 03:20:21 PM IST

ইংল্যান্ডের প্রথম একাদশ

ইংল্যান্ড গত ম্যাচের উইনিং কম্বিনেশন ধরে রেখে খেলতে নামে। সুতরাং, তারা প্রথম একাদশে কোনও রদবদল করেনি।
প্লেয়িং ইলেভেন: জেসন রয়, জোস বাটলার (উইকেটকিপার), ডেভিড মালান, জনি বেয়ারস্টো, লিয়াম লিভিংস্টোন, ইয়ন মর্গ্যান (ক্যাপ্টেন), মইন আলি, ক্রিস ওকস, ক্রিস জর্ডন, আদিল রশিদ ও টাইমাল মিলস।

27 Oct 2021, 03:18:22 PM IST

বাংলাদেশের প্রথম একাদশ

চোট পেয়ে ছিটকে গিয়েছেন সইফুদ্দিন, ফলে বাংলাদেশকে তাদের প্রথম একাদশে বদল করতেই হতো। সইফের জায়গায় তারা মাঠে নামায় শরিফুলকে।প্লেয়িং ইলেভেন: লিটন দাস, মহম্মদ নইম, শাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ (অধিনায়ক), আফিফ হোসেন, নুরুল হাসান (উইকেটকিপার), মেহেদি হাসান, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান।

27 Oct 2021, 03:07:44 PM IST

বাংলাদেশ শিবিরে ধাক্কা

ইংল্যান্ড ম্যাচের আগেই বাংলাদেশ শিবিরে বড়সড় ধাক্কা। চোটের জন্য বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছেন মহম্মদ সইফুদ্দিন। পরিবর্তে স্কোয়াডে ঢুকেছেন রুবেল হোসেন।

27 Oct 2021, 03:04:34 PM IST

টস জিতল বাংলাদেশ

ইংল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতল বাংলাদেশ। টস জিতে বাংলাদেশ দলনায়ক মাহমুদুল্লাহ প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন। সুতরাং আবু ধাবিতে শুরুতে বল করবে ইংল্যান্ড।

27 Oct 2021, 02:44:13 PM IST

ঘুরে দাঁড়ানোর লড়াই শাকিবদের

গ্রুপ-১'এর অপর যোগ্যতা অর্জনকারী দল শ্রীলঙ্কার বিরুদ্ধে তুলনায় সহজ ম্যাচ দিয়ে সুপার টুয়েলভের অভিযান শুরু করেছিল বাংলাদেশ। যদিও জয় তুলে নিতে পারেনি তারা। স্বাভাবিকভাবেই গ্রুপের বাকি চারটি ম্যাচে তুলনায় কঠিন প্রতিপক্ষের মুখোমুখি হতে হবে শাকিব আল হাসানদের। প্রথম ম্যাচের পরাজয় থেকে ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে এবার বাংলাদেশের প্রতিপক্ষ লিগ টপার ইংল্যান্ড। আগের ম্যাচে ইংল্যান্ড যেভাবে বিধ্বস্ত করেছে ক্যারিবিয়ানদের, তাতে কাজটা সহজ হবে না শাকিবদের। এই অবস্থায় প্রশ্ন উঠছে একটাই, মর্গ্যানদের বিরুদ্ধে ঘুরে দাঁড়িয়ে জয়ে ফিরতে পারবে বাংলাদেশ?

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

বুমরাহের থেকে পার্পল ক্যাপ দখল হর্ষালের, কমলা টুপির লড়াইয়ে দুইয়ে উঠলেন নারিন রেকর্ড যাত্রী, এসি কামরায় 'টিকিটবিহীনদের ভিড়', বিয়ের সানাইতে কান ঝালাপালা রেলের মাতৃত্বকালীনের সাথে ২ বছরের চাইল্ড কেয়ার ছুটি কি প্রাপ্য মহিলাদের? যা বলল SC মিঠুন-বিতর্কে কুণালের নিশানায় দেব! কল্যান-কাঞ্চনের পর ফের কোন্দল টিএমসি-তে সিংহ-কন্যা-তুলা-বৃশ্চিকের কেমন কাটবে শনিবার? জানুন রাশিফল মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে শনিবার? জানুন রাশিফল হেরেও দুইয়ে কলকাতা, KKR vs PBKS ম্যাচের পরে IPL 2024-এর পয়েন্ট তালিকা ছক্কার ছড়াছড়ি, ৪ ওপেনারের ৫০, ইডেনের KKR vs PBKS ম্যাচের ৫টি সর্বকালীন রেকর্ড প্রথম সল্ট-নারিন ঝড়, পরে প্রভসিমরন-বেয়াস্টো সুনামি, চার ওপেনার মিলে লিখলেন নজির ২৬২ তাড়া করে জয়, T20-তে ইতিহাস PBKS-এর, IPL-এও RR-এর নজির ভেঙে হল নয়া রেকর্ড

Latest IPL News

স্বার্থপর পুরো! রিঙ্কুর আগে নেমে রোষের মুখে KKR-র শ্রেয়স, রেহাই পেলেন না গম্ভীরও গ্যালারিতে বল গেল ১৮বার, আইপিএলের ইতিহাসে ইডেনে সর্বোচ্চ ২৬১ রান তুলল কেকেআর একই IPL-এ প্রথমবার ৩ অর্ধশতরান নারিনের! অরেঞ্জ ক্যাপের তালিকায় দুইয়ে বয়স বাড়ছে,তাই তরুণদের সুযোগ দেওয়া উচিত, বিরাট-রোহিতদের বার্তা যুবরাজের বিশ্বকাপ ফাইনালের ব্যাটে স্প্রিং লাগানো ছিল? অবশেষে জবাব দিলেন রিকি পন্টিং IPL-এর গত মরশুমে ৯০০-এর কাছাকাছি রান করেও যদি দলে সুযোগ না পাই… বার্তা শুভমনের হার্দিক নয়, বিশ্বকাপে এই ধ্বংসাত্মক অল-রাউন্ডারকে চাইই চাই ভারতের, দাবি যুবরাজের আমাকে একটা বল তো খেলতে দাও:- বাবরদের অনুশীলনে কাতর আবেদন পাকিস্তানের নির্বাচকের নাইট রাইডার্সে নিশাচর প্রাণী,দিনে ঘুমোয়,রাতে জাগে, কাদের কথা বললেন ওয়াসিম আক্রম? বেটিং অ্যাপে IPL স্ট্রিমিং! তামান্নাকে সমন মহারাষ্ট্র সাইবার সেলের;এড়ালেন সঞ্জু

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.