খাতায়কলমে আন্তর্জাতিক ক্রিকেটার। অথচ আইসিসির নিয়ম না জেনেই ভারতীয়দের ট্রোল করলেন পাকিস্তানের মহিলা ক্রিকেটার আইমান আনোয়ার। পালটা ভারতীয় নেটিজেন ট্রোল করায় ওই পাকিস্তানি ক্রিকেটার দাবি করলেন, ভারতকে তো হারিয়েছি।
রবিবার টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তানের ম্যাচের শেষ ওভারে ফ্রি-হিটে বোল্ড হন বিরাট কোহলি। দৌড়ে তিন রান নেন ভারতীয়রা। তা নিয়ে মাঠেই তীব্র প্রতিবাদ জানাতে থাকেন বাবর আজম, মহম্মদ রিজওয়ান, মহম্মদ নওয়াজরাও। সোশ্যাল মিডিয়ায় পাকিস্তানিদের একাংশও দাবি করতে থাকেন, ফ্রি-হিটে বোল্ড হলে বল ডেড হয়ে যায়। তাই সেই বলে যে তিন রান নিয়েছেন বিরাটরা, সেটা মোটেও বৈধ নয়।
সেই তালিকায় ছিলেন পাকিস্তানের মহিলা দলের সদস্য আনোয়ারও। তিনি বলেন, 'নো বল, ফ্রি হিটে বোল্ড, তিন রান - হাহাহা। যেভাবে বেশি বাউন্ডারির নিরিখে বিশ্বকাপ জিতেছিল ইংল্যান্ড, খানিকটা সেরকমই হল। জেন্টলনম্যানস গেমের নিয়ম কখনও কখনও কঠোর নয়।' (আরও নিয়ম জানতে পড়ে নিন হিন্দুস্তান টাইমস বাংলার এই প্রতিবেদন – ক্লিক করুন এখানে)
আনোয়ারের টুইটের জবাবে এক ভারতীয় নেটিজেন বলেন, 'আরে বোন, ক্যাচ ধরে নিলেও তো ফ্রি-হিটে রান যোগ করা হয়। সেইমতো বোল্ড হলেও তো তাই হবে। বাই হিসেবে দেওয়া হয়।' তাতে পালটা আনোয়ার বলেন, 'ক্যাচ হলে তো দৌড়াতে পারি। কিন্তু বোল্ড হওয়া মানে ডেড বল হয়ে যাওয়া।'
পাকিস্তানি মহিলা ক্রিকেটারের উত্তরের পালটা এক ভারতীয় নেটিজেন বলেন, 'কীভাবে আপনি আন্তর্জাতিক ক্রিকেটে খেলার সুযোগ পেলেন? আপনি তো নো বলের নিয়মও জানেন না। অশিক্ষারও একটা মাত্রা থাকে। (ইন্টারনেটে) গিয়ে গুগল করে নিন।' তারপরই একেবারে ঝগড়ার স্তরে নেমে আসেন ওই পাকিস্তানি মহিলা ক্রিকেটার। তিনি বলেন, ‘তাও আমি তোমাদের মহিলা দলকে হারাতে সক্ষম হয়েছি।’
উল্লেখ্য, চলতি মাসে মহিলা এশিয়া কাপে হরমনপ্রীত কৌরদের হারিয়ে দিয়েছিল পাকিস্তান। অতিরিক্ত পরীক্ষা-নিরীক্ষায় গিয়ে ১৩ রানে হেরে গিয়েছিলেন স্মৃতি মন্ধানারা। তাতে অবশ্য ভারতের এশিয়া কাপ জয় আটকায়নি। শ্রীলঙ্কাকে উড়িয়ে এশিয়া কাপ জিতেছিল ভারত। সেমিফাইনাল থেকেই ছিটকে গিয়েছিল পাকিস্তান। যে জয় নিয়ে আনোয়ার এত বড়াই করেছেন, সেটা টি-টোয়েন্টি ক্রিকেটে ভারতের বিরুদ্ধে ১৩ নম্বর ম্যাচে তৃতীয় জয় ছিল পাকিস্তানকে। শুধু তাই নয়, ভারতকে ছয় বছর পর হারানোর স্বাদ পেয়েছিলেন আনোয়াররা।