বাংলা নিউজ > ময়দান > টি২০ বিশ্বকাপ > IND vs ZIM: বিরাট জয় ভারতের, গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে বিশ্বকাপের সেমিফাইনালে রোহিতরা
দর্শকদের অভিবাদন স্বীকার করছেন কোহলি। ছবি- এপি (AP)

IND vs ZIM: বিরাট জয় ভারতের, গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে বিশ্বকাপের সেমিফাইনালে রোহিতরা

India vs Zimbabwe T20 World Cup Live Score: সুপার টুয়েলভের শেষ ম্যাচে জিম্বাবোয়েকে বিধ্বস্ত করে টিম ইন্ডিয়া। দুর্দান্ত হাফ-সেঞ্চুরি করেন লোকেশ রাহুল ও সূর্যকুমার যাদব। পালা করে উইকেট তোলেন শামি, অশ্বিন, হার্দিকরা।

সুপার টুয়েলভের শেষ ম্যাচে মাঠে নামার আগেই ভারতের সেমিফাইনালের টিকিট নিশ্চিত হয়ে গিয়েছিল। অন্যদিকে বিশ্বকাপ থেকে আগেই বিদায় নিশ্চিত হয়ে গিয়েছিল জিম্বাবোয়ের। তবে তাই বলে নিছক গুরুত্বহীন ছিল না গ্রুপ টু-এর শেষ ম্যাচটি। কেননা ভারত বনাম জিম্বাবোয়ে ম্যাচের ফলাফলের উপর নির্ভর করছিল গ্রুপ চ্যাম্পিয়ন হবে কারা। এক নম্বরে থেকে সেমিফাইনালে যেতে হলে জিম্বাবোয়ের বিরুদ্ধে জয় তুলে নেওয়া জরুরি ছিল রোহিত শর্মাদের। প্রত্যাশা মতোই লিগের শেষ ম্যাচে জিম্বাবোয়েকে হারিয়ে দেয় টিম ইন্ডিয়া।

06 Nov 2022, 05:11:09 PM IST

ম্যাচের সেরা সূর্যকুমার

৬টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ২৫ বলে অপরাজিত ৬১ রানের দুর্দান্ত ইনিংস খেলার সুবাদে ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হন সূর্যকুমার যাদব।

06 Nov 2022, 05:09:27 PM IST

গ্রুপ চ্যাম্পিয়ন ভারত

জিম্বাবোয়েকে হারিয়ে গ্রুপ টু-এর এক নম্বর দল হিসেবে সেমিফাইনালে ওঠে ভারত। ৫ ম্যাচে তারা সংগ্রহ করে ৮ পয়েন্ট। ৫ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে দু'নম্বর দল হিসেবে শেষ চারে জায়গা করে নেয় পাকিস্তান। সুতরাং, সেমিফাইনালে ভারত মাঠে নামবে গ্রুপ ওয়ানের দু'নম্বর দল ইংল্যান্ডের বিরুদ্ধে।

06 Nov 2022, 04:53:31 PM IST

বিরাট জয় ভারতের

১৭.২ ওভারে অক্ষর প্যাটেলের বলে তাঁর হাতেই ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন চাতারা। ভারতের ৫ উইকেটে ১৮৬ রানের জবাবে ব্যাট করতে নেমে জিম্বাবোয়ে ১১৫ রানে অল-আউট হয়ে যায়। ৭১ রানের বিশাল ব্যবধানে ম্যাচ জেতে টিম ইন্ডিয়া।

06 Nov 2022, 04:49:02 PM IST

সিকন্দর রাজা আউট

১৬.৪ ওভারে হার্দিক পান্ডিয়ার বলে সূর্যকুমার যাদবের হাতে ধরা পড়েন সিকন্দর রাজা। ২৪ বলে ৩৪ রান করেন তিনি। মারেন ৩টি চার। জিম্বাবোয়ে ১১১ রানে ৯ উইকেট হারায়। ব্যাট করতে নামেন ব্লেসিং মুজারাবানি। হার্দিক ৩ ওভারে ১৬ রানের বিনিময়ে ২টি উইকেট নিয়েছেন।

06 Nov 2022, 04:43:15 PM IST

রিচার্ড আউট

১৫.৫ ওভারে অশ্বিনের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন রিচার্ড নগারাভা। ২ বলে ১ রান করেন তিনি। জিম্বাবোয়ে ১০৬ রানে ৮ উইকেট হারায়। ব্যাট করতে নামেন চাতারা। অশ্বিন ৪ ওভারে ২২ রানের বিনিময়ে ৩টি উইকেট দখল করেন।

06 Nov 2022, 04:41:07 PM IST

অশ্বিনের দ্বিতীয় শিকার মাসাকাদজা

১৫.১ ওভারে অশ্বিনের বলে রোহিত শর্মার হাতে ধরা পড়েন ওয়েলিংটন মাসাকাদজা। ৭ বলে ১ রান করেন তিনি। জিম্বাবোয়ে ১০৪ রানে ৭ উইকেট হারায়। ব্যাট করতে নামেন রিচার্ড নগারাভা।

06 Nov 2022, 04:37:27 PM IST

১০০ টপকাল জিম্বাবোয়ে

১৫তম ওভারে ৮ রান খরচ করেন অক্ষর প্যাটেল। ১টি চার মারেন সিকন্দর রাজা। ১৫ ওভার শেষে জিম্বাবোয়ের স্কোর ৬ উইকেটে ১০৪ রান। রাজা ৩০ রানে ব্যাট করছেন। অক্ষর ৩ ওভারে ৩৬ রান খরচ করেছেন।

06 Nov 2022, 04:31:50 PM IST

রায়ানকে ফেরালেন অশ্বিন

১৩.২ ওভারে অশ্বিনের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন রায়ান বার্ল। ২২ বলে ৩৫ রান করেন তিনি। মারেন ৫টি চার ও ১টি ছক্কা। জিম্বাবোয়ে ৯৬ রানে ৬ উইকেট হারায়। ব্যাট করতে নামেন ওয়েলিংটন মাসাকাদজা। অশ্বিন ৩ ওভারে ২০ রানের বিনিময়ে ১টি উইকেট দখল করেন। সিকন্দর ২৩ রানে ব্যাট করছেন।

06 Nov 2022, 04:28:16 PM IST

অক্ষরকে জোড়া বাউন্ডারি রায়ানের

১৩তম ওভারে অক্ষর প্যাটেলের বলে জোড়া বাউন্ডারি মারেন রায়ান বার্ল। ওভারে মোট ১৩ রান ওঠে। ১৩ ওভার শেষে জিম্বাবোয়ের স্কোর ৫ উইকেটে ৯৪ রান। রায়ান ৩৫ ও সিকন্দর ২২ রানে ব্যাট করছেন।

06 Nov 2022, 04:25:50 PM IST

অশ্বিনের ওভারে ৬ রান

১২তম ওভারে অশ্বিন ৬ রান খরচ করেন। ১টি চার মারেন রায়ান। জিম্বাবোয়ের স্কোর ৫ উইকেটে ৮১ রান। রায়ান ২৬ রানে ব্যাট করছেন।

06 Nov 2022, 04:21:30 PM IST

খরুচে ওভার অক্ষরের

১১তম ওভারে প্রথমবার বল হাতে নেন অক্ষর প্যাটেল। তাঁর ওভারে ১৬ রান ওঠে। ১টি চার মারেন সিকন্দর রাজা। ১টি ছক্কা হাঁকান রায়ান বার্ল। ১১ ওভার শেষে জিম্বাবোয়ের স্কোর ৫ উইকেটে ৭৫ রান। রায়ান ২০ ও সিকন্দর ১৮ রানে ব্যাট করছেন।

06 Nov 2022, 04:15:04 PM IST

৫০ টপকাল জিম্বাবোয়ে

দশম ওভারে দলগত ৫০ রানের গণ্ডি টপকায় জিম্বাবোয়ে। অর্ধেক ইনিংস শেষে তাদের সংগ্রহ ৫ উইকেটে ৫৯ রান। জয়ের জন্য শেষ ১০ ওভারে জিম্বাবোয়ের দরকার ১২৮ রান। রায়ান ১৪ ও সিকন্দর ৯ রানে ব্যাট করছেন। অশ্বিন নিজের প্রথম ওভারে ১২ রান খরচ করেন। ১টি চার মারেন রায়ান ও ১টি চার মারেন সিকন্দর।

06 Nov 2022, 04:11:24 PM IST

হার্দিকের ওভারে ৮ রান

নবম ওভারে হার্দিক পান্ডিয়া ৮ রান খরচ করেন।  ১টি চার মারেন রায়ান বার্ল। ৯ ওভার শেষে জিম্বাবোয়ের স্কোর ৫ উইকেটে ৪৭ রান। রায়ান ৮ রানে ব্যাট করছেন। হার্দিক ২ ওভারে ১২ রানের বিনিময়ে ১টি উইকেট নিয়েছেন।

06 Nov 2022, 04:04:14 PM IST

টনিকে ফেরালেন শামি

৭.৩ ওভারে মহম্মদ শামির বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন টনি মুনিয়ঙ্গা। ৪ বলে ৫ রান করেন তিনি। মারেন ১টি চার। জিম্বাবোয়ে ৩৬ রানে ৫ উইকেট হারায়। ব্যাট করতে নামেন রায়ান বার্ল। ৮ ওভার শেষে জিম্বাবোয়ের স্কোর ৫ উইকেটে ৩৯ রান। শামি ২ ওভারে ১৪ রানের বিনিময়ে ২টি উইকেট দখল করেন।

06 Nov 2022, 03:59:37 PM IST

এরভাইনকে ফেরালেন হার্দিক

৬.৪ ওভারে হার্দিক পান্ডিয়ার বলে তাঁর হাতেই ধরা দিয়ে সাজঘরে ফেরেন ক্রেগ এরভাইন। ১৫ বলে ১৩ রান করেন তিনি। মারেন ২টি চার। জিম্বাবোয়ে ৩১ রানে ৪ উইকেট হারায়। ব্যাট করতে নামেন টনি মুনিয়ঙ্গা। ৭ ওভার শেষে জিম্বাবোয়ের স্কোর ৪ উইকেটে ৩২ রান।

06 Nov 2022, 03:54:16 PM IST

উইলিয়ামসকে ফেরালেন শামি

৫.৬ ওভারে মহম্মদ শামির বলে ভুবনেশ্বরের হাতে ধরা পড়েন সিয়ান উইলিয়ামস। ১৮ বলে ১১ রান করেন তিনি। মারেন ১টি ছক্কা। জিম্বাবোয়ে পাওয়ার প্লে-র ৬ ওভারে ৩ উইকেটের বিনিময়ে ২৮ রান সংগ্রহ করেছে। ১২ রানে ব্যাট করছেন এরভাইন। ক্রিজে নতুন ব্যাটসম্যান সিকন্দর রাজা।

06 Nov 2022, 03:49:12 PM IST

ভুবির ওভারে ৮ রান

পঞ্চম ওভারে ভুবনেশ্বর কুমার ৮ রান খরচ করেন। ১টি চার মারেন এরভাইন। ৫ ওভার শেষে জিম্বাবোয়ের স্কোর ২ উইকেটে ২১ রান। ১০ বলে ১১ রান করেছেন এরভাইন। ভুবি ৩ ওভারে ১টি মেডেন-সহ ১১ রানের বিনিময়ে ১টি উইকেট নিয়েছেন।

06 Nov 2022, 03:44:25 PM IST

অর্শদীপের ওভারে ৬ রান

চতুর্থ ওভারে অর্শদীপ সিং ৬ রান খরচ করেন। ৪ ওভার শেষে জিম্বাবোয়ের সংগ্রহ ২ উইকেটে ১৩ রান। এরভাইন ৬ বলে ৪ রান করেছেন। উইলিয়ামস ১১ বলে ৪ রান করেছেন।

06 Nov 2022, 03:40:33 PM IST

টাইট ওভার ভুবির

তৃতীয় ওভারে পুনরায় বল করতে আসেন ভুবনেশ্বর কুমার। তাঁর ওভারে ৪ রান ওঠে। ৩ ওভার শেষে জিম্বাবোয়ের স্কোর ২ উইকেটে ৭ রান।

06 Nov 2022, 03:34:14 PM IST

চাকাবভাকে ফেরালেন অর্শদীপ

দ্বিতীয় ওভারে বল করতে আসেন অর্শদীপ সিং। তিনি ওভারের চতুর্থ বলে তুলে নেন রেগিস চাকাবভার উইকেট। ৬ বল খেলে খাতা খোলার আগেই বোল্ড হয়ে মাঠ ছাড়েন চাকাবভা। জিম্বাবোয়ে ২ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন সিয়ান উইলিয়ামস। ২ ওভারে জিম্বাবোয়ের স্কোর ২ উইকেটে ৩ রান।

06 Nov 2022, 03:29:51 PM IST

প্রথম বলেই ওয়েসলিকে ফেরালেন ভুবনেশ্বর

ক্রেগ এরভাইনকে সঙ্গে নিয়ে ওপেন করতে নামেন ওয়েসলি মাধেভেরে। বোলিং শুরু করেন ভুবনেশ্বর কুমার। প্রথম বলেই কোহলিরল হাতে ধরা দিয়ে সাজঘরে ফেরেন ওয়েসলি। রানের খাতা খোলার আগেই উইকেটের খাতা খোলে জিম্বাবোয়ে। ব্যাট করতে নামেন চাকাবভা। প্রথম ওভারে কোনও রান ওঠিন। ১টি উইকেট হারায় জিম্বাবোয়ে।

06 Nov 2022, 03:10:29 PM IST

বিরাট ইনিংস ভারতের

নির্ধারিত ২০ ওভারে ভারত ৫ উইকেটের বিনিময়ে ১৮৬ রান সংগ্রহ করে। সূর্যকুমার যাদব ২৫ বলে ৬১ রান করে অপরাজিত থাকেন। তিনি ৬টি চার ও ৪টি ছক্কা মারেন। জয়ের জন্য জিম্বাবোয়ের দরকার ১৮৭ রান।

06 Nov 2022, 03:09:32 PM IST

হাফ-সেঞ্চুরি সূর্যকুমারের

৫টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ২৩ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন সূর্যকুমার যাদব। শেষ ওভারে ২টি ছক্কা ও ১টি চার মারেন তিনি। চলতি বিশ্বকাপে সূর্যকুমারের এটি তৃতীয় হাফ-সেঞ্চুরি।

06 Nov 2022, 03:05:07 PM IST

হার্দিক পান্ডিয়া আউট

১৯.২ ওভারে রিচার্ডের বলে মুজারাবানির হাতে ধরা পড়েন হার্দিক পান্ডিয়া। ১৮ বলে ১৮ রান করেন তিনি। মারেন ২টি চার। ভারত ১৬৬ রানে ৫ উইকেট হারায়। ব্যাট করতে নামেন অক্ষর প্যাটেল।

06 Nov 2022, 03:01:59 PM IST

মুজারাবানির ওভারে ১৩ রান

১৯তম ওভারে ১৩ রান তোলে ভারত। মুজারাবানির ওভারে ১টি চার মারেন হার্দিক। ১টি চার মারেন সূর্যকুমার। ভারতের স্কোর ৪ উইকেটে ১৬৫ রান। সূর্যকুমার ২১ বলে ৪৩ রান করেছেন। ১৫ বলে ১৮ রান করেছেন হার্দিক পান্ডিয়া।

06 Nov 2022, 02:57:29 PM IST

১৫০ টপকাল ভারত

১৮তম ওভারে দলগত ১৫০ রানের গণ্ডি টপকে যায় ভারত। চাতারার ওভারে ১৫ রান সংগ্রহ করে ভারত। ১টি চার ও ১টি ছক্কা মারেন সূর্যকুমার। ১৮ ওভার শেষে টিম ইন্ডিয়ার স্কোর ৪ উইকেটে ১৫২ রান। সূর্যকুমার ১৮ বলে ৩৭ রান করেছেন। তিনি ৪টি চার ও ২টি ছক্কা মেরেছেন। হার্দিক ১২ বলে ১১ রান করেছেন। সূর্যকুমার ২০২২ সালে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ১০০০ রান পূর্ণ করেন। মাত্র ২২টি ইনিংসে এমন কৃতিত্ব অর্জন করেন তিনি।

06 Nov 2022, 02:52:02 PM IST

ব্যাট চালাচ্ছেন সূর্যকুমার

১৭তম ওভারে ১২ রান সংগ্রহ করে ভারত। রিচার্ডের বলে ১টি চার ও ১টি ছক্কা মারেন সূর্যকুমার। টিম ইন্ডিয়ার স্কোর ৪ উইকেটে ১৩৭ রান। সূর্যকুমার ১৪ বলে ২৪ রান করেছেন। ৯ রানে ব্যাট করছেন হার্দিক।

06 Nov 2022, 02:47:21 PM IST

বড় ওভার ভারতের

১৬তম ওভারে মোট ১৮ রান সংগ্রহ করে ভারত। মুজারাবানির বলে ২টি চার মারেন সূর্যকুমার। ১টি চার মারেন হার্দিক পান্ডিয়া। লেগ-বাই হিসেবে চার রান উপহার পায় ভারত। ১৬ ওভার শেষে টিম ইন্ডিয়ার স্কোর ৪ উইকেটে ১২৫ রান। সূর্যকুমার ৯ বলে ১৪ রান করেছেন। হার্দিক ৯ বলে ৮ রান করেছেন।

06 Nov 2022, 02:41:58 PM IST

১৫ ওভারের খেলা শেষ

১৫ ওভার শেষে টিম ইন্ডিয়ার স্কোর ৪ উইকেটে ১০৭ রান। সূর্যকুমার ৫ ও হার্দিক ৩ রানে ব্যাট করছেন। মাসাকাদজা ২ ওভারে ১২ রান খরচ করেছেন। সিয়ান উইলিয়ামস ২ ওভারে ৯ রান খরচ করে ২টি উইকেট নিয়েছেন।

06 Nov 2022, 02:37:18 PM IST

ঋষভ পন্ত আউট

১৩.৩ ওভারে সিয়ান উইলিয়ামসের বলে বড় শট নিতে গিয়ে আউট হন ঋষভ পন্ত। বাউন্ডারি লাইনে দুর্দান্ত ক্যাচ ধরেন রায়ান বার্ল। সুযোগ পেয়েও বড় রানের ইনিংস গড়তে পারলেন না পন্ত। ৫ বলে ৩ রান করেন তিনি। ভারত ১০১ রানে ৪ উইকেট হারায়। ব্যাট করতে নামেন হার্দিক পান্ডিয়া। ১৪ ওভার শেষে টিম ইন্ডিয়ার সংগ্রহ ৪ উইকেটে ১০৩ রান। সূর্যকুমার ৪ রানে ব্যাট করছেন।

06 Nov 2022, 02:29:29 PM IST

হাফ-সেঞ্চুরি করেই আউট রাহুল

১২.১ ওভারে সিকন্দর রাজাকে ছক্কা হাঁকিয়ে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন লোকেশ রাহুল। তবে পরের বলেই বাউন্ডারি লাইনে মাসাকাদজার হাতে ধরা পড়ে যান তিনি। ৩টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৩৫ বলে ৫১ রান করেন রাহুলষ ভারত ৯৫ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন ঋষভ পন্ত। ১৩ ওভার শেষে ভারতের স্কোর ৩ উইকেটে ৯৮ রান। সিকন্দর ৩ ওভারে ১৮ রানের বিনিময়ে ১টি উইকেট নিয়েছেন।

06 Nov 2022, 02:26:32 PM IST

বিরাট কোহলি আউট

১১.৫ ওভারে সিয়ান উইলিয়ামসের বলে বড় শট নিতে গিয়ে রায়ানের হাতে ধরা পড়েন বিরাট কোহলি। ২৫ বলে ২৬ রান করেন বিরাট। তিনি ২টি চার মারেন। ভারত ৮৭ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন সূর্যকুমার যাদব। ১২ ওভার শেষে ভারতের স্কোর ২ উইকেটে ৮৯ রান। লোকেশ ৪৫ রানে ব্যাট করছেন।

06 Nov 2022, 02:23:05 PM IST

সিকন্দরের ওভারে ৬টি সিঙ্গল

১১তম ওভারে সিকন্দর রাজার ৬টি বলে ৬টি সিঙ্গল নেন দুই ভারতীয় তারকা। টিম ইন্ডিয়ার স্কোর ১ উইকেটে ৮৫ রান। রাহুল ৪৪ ও বিরাট কোহলি ২৫ রানে ব্যাট করছেন।

06 Nov 2022, 02:18:20 PM IST

অর্ধেক ইনিংস শেষ

১০ ওভারের খেলা শেষ। অর্ধেক ইনিংস শেষে ভারতের খাতায় রয়েছে ৭৯ রান। মাত্র ১ উইকেট হারিয়েছে টিম ইন্ডিয়া। লোকেশ রাহুল ২৯ বলে ৪১ রান করেছেন। তিনি ৩টি চার ও ২টি ছক্কা মেরেছেন। বিরাট কোহলি ১৮ বলে ২২ রান করেছেন। তিনি ২টি চার মেরেছেন। 

06 Nov 2022, 02:14:29 PM IST

টাইট ওভার সিকন্দর রাজার

নবম ওভারে সিকন্দর রাজা মাত্র ৩ রান খরচ করেন। ৯ ওভার শেষে টিম ইন্ডিয়ার সংগ্রহ ১ উইকেটে ৭১ রান। রাহুল ২৬ বলে ৩৫ রান করেছেন। ১৫ বলে ২০ রান করেছেন কোহলি।

06 Nov 2022, 02:12:00 PM IST

রায়ানকে চার-ছক্কায় স্বাগত রাহুলের

অষ্টম ওভারে বল করতে আসেন রায়ান বার্ল। ওভারে ১টি চার ও ১টি ছক্কা মারেন লোকেশ রাহুল। ওভারে মোট ১৪ রান ওঠে। ৮ ওভার শেষে ভারতের স্কোর ১ উইকেটে ৬৮ রান। লোকেশ ৩৪ ও কোহলি ১৮ রানে ব্যাট করছেন।

06 Nov 2022, 02:08:24 PM IST

৫০ টপকাল ভারত

সপ্তম ওভারে দলগত ৫০ রানেক গণ্ডি টপকে যায় ভারত। বল করতে আসেন ওয়েলিংটন মাসাকাদজা। ওভারের দ্বিতীয় বলে চার মারেন কোহলি। ওভারে মোট ৮ রান ওঠে। ভারতের স্কোর ১ উইকেটে ৫৪ রান। কোহলি ১০ বলে ১৭ রান করেছেন। মেরেছেন ২টি চার। রাহুল ১৯ বলে ২১ রান করেছেন।   

06 Nov 2022, 02:01:33 PM IST

পাওয়ার প্লে-র খেলা শেষ

পাওয়ার প্লে-র ৬ ওভার শেষে ভারতের স্কোর ১ উইকেটে ৪৬ রান। ষষ্ঠ ওভারে মুজারাবানি ১০ রান খরচ করেন। ওভারের দ্বিতীয় বলে চার মারেন লোকেশ রাহুল। তিনি ১৭ বলে ২০ রান করেছেন। মেরেছেন ১টি চার ও ১টি ছক্কা। ৬ বলে ১০ রান করেছেন বিরাট কোহলি। তিনি ১টি চার মেরেছেন।

06 Nov 2022, 01:57:05 PM IST

চাতারার ওভারে ৫ রান

পঞ্চম ওভারে চাতারা মাত্র ৫ রান খরচ করেন। ৫ ওভার শেষে ভারতের স্কোর ১ উইকেটে ৩৬ রান। ১৩ বলে ১৪ রান করেছেন লোকেশ রাহুল। ৪ বলে ৬ রান করেছেন বিরাট কোহলি।

06 Nov 2022, 01:50:16 PM IST

রোহিত শর্মা আউট

৩.৫ ওভারে মুজারাবানির বলে মাসাকাদজার হাতে ধরা পড়েন রোহিত শর্মা। তার আগের বলেই চার মারেন হিটম্যান। ১৩ বলে ১৫ রান করে ক্রিজ ছাড়েন রোহিত। তিনি মোট ২টি বাউন্ডারি মারেন। ভারত ২৭ রানে ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন বিরাট কোহলি। তিনি ক্রিজে এসে প্রথম বলেই চার মারেন। ৪ ওভার শেষে ভারতের স্কোর ১ উইকেটে ৩১ রান। রাহুল ১১ রানে ব্যাট করছেন।

06 Nov 2022, 01:45:25 PM IST

রিচার্ডকে ছক্কা হাঁকালেন রাহুল

প্রথম ওভার মেডেন নিলেও তৃতীয় ওভারে পুনরায় বল করতে এসে ১২ রান খরচ করেন রিচার্ড। ওভারের চতুর্থ বলে ছক্কা হাঁকান লোকেশ রাহুল। ৩ ওভার শেষে ভারতের স্কোর বিনা উইকেটে ১৮ রান। রাহুল ১১ ও রোহিত ৭ রানে ব্যাট করছেন।

06 Nov 2022, 01:41:02 PM IST

খাতা খুলল ভারত

দ্বিতীয় ওভারে বল করতে আসেন চাতারা। চতুর্থ বলে ১ রান নিয়ে খাতা খোলেন রোহিত শর্মা। সুতরাং, ইনিংসের ১০ নম্বর বলে রানের খাতা খোলে ভারত। পঞ্চম বলে ১ রান নেন লোকেশ। শেষ বলে চার মারেন রোহিত। ২ ওভার শেষে ভারতের স্কোর বিনা উইকেটে ৬ রান।

06 Nov 2022, 01:32:51 PM IST

ম্যাচ শুরু

রোহিত শর্মার সঙ্গে ভারতীয় ইনিংসের গোড়াপত্তন করতে নামেন লোকেশ রাহুল। বোলিং শুরু করেন রিচার্ড নগারাভা। প্রথম ওভারে কোনও রান সংগ্রহ করতে পারেনি ভারত। ৬ বল খেলেও খাতা খুলতে পারেননি লোকেশ রাহুল।

06 Nov 2022, 01:14:14 PM IST

জিম্বাবোয়ের প্রথম একাদশ

ওয়েসলি মাধেভেরে, ক্রেগ এরভাইন (ক্যাপ্টেন), রেগিস চাকাবভা (উইকেটকিপার), সিয়ান উইলিয়ামস, সিকন্দর রাজা, টনি মুনিয়ঙ্গা, রায়ান বার্ল, ওয়েলিংটন মাসাকাদজা, রিচার্ড নগারাভা, টেন্ডাই চাতারা ও ব্লেসিং মুজারাবানি।

06 Nov 2022, 01:08:28 PM IST

ভারতের প্রথম একাদশ

লোকেশ রাহুল, রোহিত শর্মা (ক্যাপ্টেন), বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, ঋষভ পন্ত (উইকেটকিপার), অক্ষর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, ভুবনেশ্বর কুমার, মহম্মদ শামি ও অর্শদীপ সিং।

06 Nov 2022, 01:06:45 PM IST

সুযোগ পেলেন পন্ত

জিম্বাবোয়ের বিরুদ্ধে শেষ লিগ ম্যাচে মাঠে নামার সুযোগ পেয়ে গেলেন ঋষভ পন্ত। রিজার্ভ বেঞ্চে বসতে হল দীনেশ কার্তিককে। ভারতীয় দল তাদের প্রতম একাদশে এই একটি মাত্র রদবদল করে।

06 Nov 2022, 01:04:55 PM IST

টস জিতল ভারত

জিম্বাবোয়ের বিরুদ্ধে বিশ্বকাপের সুপার টুয়েলভের ম্যাচে টস জিতল ভারত। টস জিতে রোহিত শর্মা শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নেন। সুতরাং, মেলবোর্নে রান তাড়া করবে জিম্বাবোয়ো।

06 Nov 2022, 12:48:14 PM IST

সুপার টুয়েলভে জিম্বাবোয়ের পারফর্ম্যান্স

১. দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচ মাঝপথেই বৃষ্টিতে ভেস্তে যায়।
২. পাকিস্তানকে ১ রানে পরাজিত করে।
৩. বাংলাদেশের কাছে ৩ রানে পরাজিত হয়।
৪. নেদারল্যান্ডসের কাছে ৫ উইকেটে হার মানে।

06 Nov 2022, 12:32:13 PM IST

সুপার টুয়েলভে ভারতের পারফর্ম্যান্স

১. পাকিস্তানকে ৪ উইকেটে পরাজিত করে।
২. নেদারল্যান্ডসের বিরুদ্ধে ৫৬ রানে জয় তুলে নেয়।
৩. দক্ষিণ আফ্রিকার কাছে ৫ উইকেটে পরাজিত হয়।
৪. বাংলাদেশকে ডাকওয়ার্থ-লুইস নিয়মে ৫ উইকেটে হারিয়ে দেয়।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

মিঠুন-বিতর্কে কুণালের নিশানায় দেব! কল্যান-কাঞ্চনের পর ফের কোন্দল টিএমসি-তে সিংহ-কন্যা-তুলা-বৃশ্চিকের কেমন কাটবে শনিবার? জানুন রাশিফল মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে শনিবার? জানুন রাশিফল হেরেও দুইয়ে কলকাতা, KKR vs PBKS ম্যাচের পরে IPL 2024-এর পয়েন্ট তালিকা ছক্কার ছড়াছড়ি, ৪ ওপেনারের ৫০, ইডেনের KKR vs PBKS ম্যাচের ৫টি সর্বকালীন রেকর্ড প্রথম সল্ট-নারিন ঝড়, পরে প্রভসিমরন-বেয়াস্টো সুনামি, চার ওপেনার মিলে লিখলেন নজির ২৬২ তাড়া করে জয়, T20-তে ইতিহাস PBKS-এর, IPL-এও RR-এর নজির ভেঙে হল নয়া রেকর্ড সাজেশন পড়া ক্যাপ্টেন্সি, জঘন্য বোলিং- কোন কোন কারণে ২৬১ রান তুলেও হারল KKR? মোদীকে ভোটপ্রক্রিয়া থেকে দূরে রাখুন, আবেদন দিল্লি হাইকোর্টে, কারণটা কী? সামনেই আদৃত-কৌশাম্বির বিয়ে, এদিকে সৌমিতৃষা লিখলেন, ‘মনে খারাপ, মুখে মিষ্টি…'

Latest IPL News

স্বার্থপর পুরো! রিঙ্কুর আগে নেমে রোষের মুখে KKR-র শ্রেয়স, রেহাই পেলেন না গম্ভীরও গ্যালারিতে বল গেল ১৮বার, আইপিএলের ইতিহাসে ইডেনে সর্বোচ্চ ২৬১ রান তুলল কেকেআর একই IPL-এ প্রথমবার ৩ অর্ধশতরান নারিনের! অরেঞ্জ ক্যাপের তালিকায় দুইয়ে বয়স বাড়ছে,তাই তরুণদের সুযোগ দেওয়া উচিত, বিরাট-রোহিতদের বার্তা যুবরাজের বিশ্বকাপ ফাইনালের ব্যাটে স্প্রিং লাগানো ছিল? অবশেষে জবাব দিলেন রিকি পন্টিং IPL-এর গত মরশুমে ৯০০-এর কাছাকাছি রান করেও যদি দলে সুযোগ না পাই… বার্তা শুভমনের হার্দিক নয়, বিশ্বকাপে এই ধ্বংসাত্মক অল-রাউন্ডারকে চাইই চাই ভারতের, দাবি যুবরাজের আমাকে একটা বল তো খেলতে দাও:- বাবরদের অনুশীলনে কাতর আবেদন পাকিস্তানের নির্বাচকের নাইট রাইডার্সে নিশাচর প্রাণী,দিনে ঘুমোয়,রাতে জাগে, কাদের কথা বললেন ওয়াসিম আক্রম? বেটিং অ্যাপে IPL স্ট্রিমিং! তামান্নাকে সমন মহারাষ্ট্র সাইবার সেলের;এড়ালেন সঞ্জু

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.