বাংলা নিউজ > ময়দান > টি২০ বিশ্বকাপ > শামির পাশে দাঁড়িয়ে সরব হলেন ভারতের বিরুদ্ধে পাকিস্তানকে জেতানোর অন্যতম স্তম্ভ

শামির পাশে দাঁড়িয়ে সরব হলেন ভারতের বিরুদ্ধে পাকিস্তানকে জেতানোর অন্যতম স্তম্ভ

মহম্মদ রিজওয়ান এবং মহম্মদ শামি।

শামিকে নিয়ে জঘন্য ইঙ্গিত করে আক্রমণ করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তাঁকে ম্যাচের পর পাকিস্তানে চলে যেতে বলার পাশপাশি, তিনি এমন পারফর্ম করতে কত টাকা নিয়েছেন, এমনই কদর্য ভাষায় আক্রমণ করা হয়েছে। 

এ বার মহম্মদ শামির পাশে দাঁড়িয়ে সরব হলেন পাকিস্তানের তারকা উইকেটকিপার ব্যাটসম্যান মহম্মদ রিজওয়ান। যিনি ভারতের বিরুদ্ধে পাকিস্তানকে জেতানোর অন্যতম স্তম্ভ ছিলেন।

রবিবার পাকিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ১০ উইকেটে বাজে ভাবে হেরেছে ভারত। ভারত প্রথমে ব্যাট করে তাও ১৫১ রানের লক্ষ্য রেখেছিল পাকিস্তানের সামনে। এটা যে খুব সহজ চ্যালেঞ্জ ছিল, তা কিন্তু নয়। তবে ভারতের বিশ্ববন্দিত ফাস্ট বোলিং আক্রমণকে এই ম্যাচে একদমই নির্বিষ দেখিয়েছে। এমন কী স্পিনাররাও যে কিছু করে উঠতে পেরেছেন, তাও নয়। তবে দলের হতাশাজনক পারফরম্যান্সের পরেই নেটপাড়ার একাংশের জঘন্য আক্রমণের শিকার হয়েছেন ভারতের তারকা ফাস্ট বোলার মহম্মদ শামি।

সত্যি কথা বলতে, মহম্মদ শামি পাকিস্তানের বিরুদ্ধে মোটেও ভাল পারফরম্যান্স করতে পারেনি। ৩.৫ ওভার বল করে ৪৩ রান দেন তিনি। ভারতীয় বোলারদের মধ্যে তিনিই সবচেয়ে বেশি রান দিয়েছেন। কিন্তু রবিবার পুরো দলটাই ব্যর্থ হয়েছে। একা শামি নন। তা সত্ত্বেও শামিকে নিয়ে জঘন্য ইঙ্গিত করে আক্রমণ করা হয়েছে। তাঁকে ম্যাচের পর পাকিস্তানে চলে যেতে বলার পাশপাশি, তিনি এমন পারফর্ম করতে কত টাকা নিয়েছেন, এমনই কদর্য ভাষায় আক্রমণ করা হয়েছে।

এর বিরুদ্ধে সরব হয়ে রিজওয়ান টুইটে লিখেছেন, ‘একজন খেলোয়াড়কে তাঁর দেশ এবং তার জনগণের জন্য যে ধরনের চাপ, সংগ্রাম এবং ত্যাগ স্বীকার করতে হয় তা অপরিসীম। মহম্মদ শামি একজন তারকা এবং প্রকৃতপক্ষে বিশ্বের সেরা বোলারদের একজন। প্লিজ নিজের দেশের তারকাকে সম্মান করুন। এই খেলা মানুষকে এক করে। সেটা ভেদাভেদ করা উচিত নয়।’

রবিবার টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠান পাক অধিনায়ক বাবর আজম। প্রথমে ব্যাট করতে নেমেই দলের ১ রানের মাথায় রোহিত শর্মাকে ফেরান শাহিন আফ্রিদি। ১ বল খেলে শূন্য রানে আউট হন তিনি। এর পর আফ্রিদি ফেরান কেএল রাহুলকে। তখন দলের রান মাত্র ৬। দলের ৩১ রানের মাথায় আউট হন সূর্যকুমার যাদব। একমাত্র বিরাট কোহলির ৪৯ বলে ৫৭ এবং ঋষভ পন্তের ৩০ বলে ৩৯ রানের সৌজন্যে ১৫১ রান করে ভারত। বিরাট, পন্ত ছাড়া বাকিরা কেউ ১৫ রানের গণ্ডি টপকাতে পারেননি।

জবাবে ব্যাট করতে নেমে ১৩ বল বাকি থাকতে ১০ উইকেটে সহজে ম্যাচ জিতে নেয় পাকিস্তান। ৫৫ বলে ৭৯ রান করে অপরাজিত থাকেন মহম্মদ রিজওয়ান। ৫২ বলে ৬৮ রান করে অপরাজিত থাকেন বাবর আজম। ১৭.৫ ওভারে কোনও উইকেট না হারিয়ে ১৫২ রান করে নেয় পাকিস্তান।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

দলীপে দুই ইনিংসে 50+ রুতুরাজের,দল সবার ওপরে!মায়াঙ্কের কাছে হারল শ্রেয়সের India D বাঁকুড়া হাসপাতালে কাজে ফিরলেন জুনিয়র চিকিৎসকরা, রবিবার থেকেই উঠল কর্মবিরতি কালীঘাট-বেলুড়মঠ, কাশী-বৈদ্যনাথধামের পর্যটনে জোর দিতে ৬ নয়া বন্দে ভারত, রইল রুট অনুরাগের ছবিতে আবারও জুটি বাঁধতে চলেছেন কার্তিক-তৃপ্তি! আর কী কী চমক থাকছে? আরজি কর তদন্তে এবার সিবিআইয়ের ব়্যাডারে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল ভারতীয় দলে ধোনির প্রথম দিন গুলো কেমন ছিল? মাহির অজানা গল্প বললেন আকাশ চোপড়া ৫দিনের টেস্টে ১ বলও গড়ায়নি! তাই পরের সিরিজের প্রস্তুতি সেড়েছেন কিউয়ি-আফগান দল… 'পুলিশ নিজের কাজ করেনি', সন্দীপ-অভিজিৎকে নিয়ে আদালতে বিস্ফোরক CBI যৌন হেনস্থার ৬০% অভিযোগ পরিচালকদের বিরুদ্ধে, স্বরূপের মন্তব্য়ে মানহানির নোটিশ বিকিনি পরে স্বামী নিকের সঙ্গে সূর্যে আলোয় গা ভিজিয়ে রোম্যান্টিক মোডে প্রিয়াঙ্ক

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.