বিশ্ব ক্রীড়া মঞ্চে যাঁরা সাফল্য এনে দিয়েছেন, তাঁদের সংবর্ধিত করেছে ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং এন্ড ম্যানেজমেন্ট (IEM-UEM গ্রুপ)। কলকাতা নিউ টাউনের ইউনিভার্সিটি ক্যাম্পাসে মঙ্গলবার ২০২৪ সালের ৫ মার্চ এই অনুষ্ঠানটি হয়। মূলত বাংলার এশিয়ান গেমস পুরস্কার বিজয়ীদের জন্য একটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এই অনুষ্ঠানে এশিয়ান গেমসে সফল হওয়া ক্রীড়াবিদদের উৎসর্গ, কঠোর পরিশ্রম এবং ব্যতিক্রমী পারফরম্যান্সকে কুর্নিশ জানানোই লক্ষ্য ছিল।
অনুষ্ঠানের শুরুতেই বক্তব্য রাখেন অধ্যাপক ড. দেবাশিস মজুমদার। তিনি সবাইকে স্বাগত জানান এবং আন্তর্জাতিক স্তরে ক্রীড়াবিদদের গৌরব অর্জনের দুর্দান্ত কৃতিত্বের কথা উল্লেখ করেন। বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের সচিব জহর দাস এই ধরনের সাফল্যের জন্য উচ্ছ্বসিত প্রশংসা করেছেন। ইউইএম-এর চ্যান্সেলর অধ্যাপক ড. সত্যজিৎ চক্রবর্তীও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বাংলার তারকা তীরন্দাজ, কিছু দিন আগে যিনি অর্জুন পেয়েছেন, সেই অতনু দাসকে প্রথমে সংবর্ধনা দেওয়া হয়। এর পর অতনুর স্ত্রী এবং তারকা মহিলা তীরন্দাজ দীপিকা কুমারীকে সংবর্ধিত করা হয়। এর পরে টেবিল টেনিস জুটি - সুতীর্থা মুখোপাধ্যায় এবং ঐহিকা মুখোপাধ্যায়কে অভিনন্দন জানানো হয়। এশিয়ান গেমসের ব্রোঞ্জ জিতে নয়া ইতিহাস তৈরি করেছিলেন দুই বঙ্গ তনয়া সুতীর্থা মুখোপাধ্যায় ও ঐহিকা মুখোপাধ্যায়। মেহুলি ঘোষের হয়ে সম্মাননা গ্রহণ করেন তাঁর বাবা এবং মা। সুমিত মুখোপাধ্যায় এবং আনুশ আগরওয়ালকেও সংবর্ধিত করা হয়।
এদিন তারকা ক্রীড়াবিদদের প্রথম বারের মতো রাজ্যের কোনও বিশ্ববিদ্যালয় থেকে এভাবে সংবর্ধনা দেওয়া হল। সাধারণ মানুষ মাইনর গেমে উৎসাহ বাড়াতেই এই উদ্যোগ।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।