শুভব্রত মুখার্জি: ২০২৩ ফরাসি ওপেন গ্রান্ড স্ল্যামে মহিলা বিভাগের নিঃসন্দেহে সেরা চমক ক্যারোলিনা মুচোভা। এই মুহূর্তে বিশ্ব ক্রমতালিকায় ৪৩ নম্বরে থাকা মুচোভা সেমিফাইনালে অ্যারিনা সাবালেঙ্কাকে হারিয়ে সকলকে চমকে দিয়েছিলেন। ফলে ফাইনালে বিশ্ব ক্রমতালিকায় এক নম্বরে থাকা ইগা স্বোয়াতেকের বিরুদ্ধে তিনি যে কঠিন লড়াই দেবেন, তা আগেভাগেই বোঝা গিয়েছিল। শনিবাসরীয় ফাইনালে বাস্তবেও হল তাই। টানটান উত্তেজনার এক ফরাসি ওপেনের ফাইনালের সাক্ষী থাকল দর্শকরা। ইগা স্বোয়াতেক বিরুদ্ধে লড়াই করেও মুচোভাকে হার মানতে হল তাঁর অভিজ্ঞতার কাছে। মুচোভার হৃদয় ভেঙে নিজের ক্যারিয়ারের তৃতীয় ফরাসি ওপেনের শিরোপা জিতলেন পোলিশ তারকা ইগা স্বোয়াতেক।
প্রসঙ্গত গত বছরেও মেয়েদের বিভাগে চ্যাম্পিয়ন হয়েছিলেন ইগা স্বোয়াতেক। এবার সেই খেতাব তিনি ধরে রাখতে সক্ষম হয়েছেন। সেমিফাইনালে চমক জাগানো খেলা খেলেছিলেন ক্যারোলিনা মুচোভা। তাঁর সেই ফর্ম তিনি ফাইনালে ধরে রেখে, শেষ পর্যন্ত লড়াইটা চালালেন। চালালেন শিরোপার লড়াই। দর্শকদের উপহার দিলেন অনবদ্য পারফরম্যান্স। প্রথম সেটে হারের পর ঘুরে দাঁড়ালেন দুর্দান্ত ভাবে। ম্যাচে অসম্ভব ভালো কামব্যাক করেন তিনি। তবে প্রথম গ্র্যান্ড স্ল্যাম জয়ের আশা জাগিয়ে শেষ হাসিটা তিনি হাসতে পারলেন না। তাঁর হৃদয় ভেঙে তাঁকে একরাশ হতাশা উপহার দিলেন ইগা। নিজের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে চাপের মুহূর্তগুলো জিতে শেষ হাসি হাসলেন পোলিশ তারকা। ইগা স্বোয়াতেক ধরে রাখতে সক্ষম হলেন তাঁর ফরাসি ওপেনের মুকুট। ফের ক্লে কোর্ট অর্থাৎ লাল সুড়কির কোর্টের রানি হলেন তিনি।
আরও পড়ুন: জোকারের বুকের মাঝে চিপ লাগানো কেন? প্রশ্নে উত্তাল ফ্রেঞ্চ ওপেনের মঞ্চ, রহস্যটা কী?
এদিন ফিলিপ সাতিঁয়ের কোর্টে প্রথম সেটে অনায়াসে জিতে নেন ইগা স্বোয়াতেক। দ্বিতীয় সেটেও এগিয়েও ছিলেন ইগা। মনে হয়েছিল সহজেই জিতবেন ম্যাচ। এই সময়েই নিজের সেরা খেলাটা তুলে ধরেন র্যাঙ্কিংয়ের ৪৩তম স্থানে থাকা মুচোভা। বারবার পেন্ডুলামের মতন ম্যাচের মোড় বদলাতে থাকে। প্রায় তিন ঘণ্টা ধরে চলে হাড্ডহাড্ডি লড়াই। যে লড়াই শেষে ৬-২, ৫-৭, ৬-৪ গেমে ফাইনালে জিতে ফরাসি ওপেনের মহিলা সিঙ্গেলসের খেতাব জিতলেন ইগা স্বোয়াতেক। সাবালেঙ্কা সেমিফাইনালে হেরে যাওয়াতে আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল বিশ্ব ক্রমতালিকায় এক নম্বরে থাকা। ফলে ফাইনালে অনেকটাই চাপমুক্ত ভাবে খেলতে পেরেছিলেন তিনি। আর শিরোপা জিতে নিয়ে সেই শীর্ষস্থান আরও মজবুত করলেন ইগা। ফলে শেষ চার বছরে তিন নম্বর ফরাসি ওপেনের মহিলা সিঙ্গেলসের শিরোপা জিতলেন তিনি। ২০২০ সালে প্রথম বার ফরাসি ওপেনের ট্রফি জিতেছিলেন তিনি। আর এর পরেই ২০২২ এবং ২০২৩ সালে পরপর দুই বছর শিরোপা জয়ের নজির গড়লেন তিনি। স্পর্শ করলেন ২০০৫-০৭ সালে গড়া জাস্টিন এনা আর্ডেনের নজিরকে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।