দীর্ঘ প্রতীক্ষার অবসান। বহু আলোচনার পরে অবশেষে শুরু আমিরশাহির নতুন টি-২০ লিগ আইএল টি-২০ বা ইন্টারন্যাশনাল লিগ টি-২০। প্রথম ম্যাচেই দুবাই ক্যাপিটালসের মুখোমুখি আবু ধাবি নাইট রাইডার্স।
দুবাই ক্যাপিটালসের স্কোয়াডে রয়েছেন ইউসুফ পাঠানের মতো ভারতীয় সুপারস্টার। অন্যদিকে নাইট রাইডার্সের ঘরের ছেলে সুনীল নারিন, আন্দ্রে রাসেলরা মাঠে নামছেন চেনা ফ্র্যাঞ্চাইজির হয়ে। স্বাভাবিকভাবেই টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ ঘিরে ক্রিকেটপ্রেমীদের আগ্রহ তুঙ্গে।
আপাতত দেখে নেওয়া যাক ক্যাপিটালস বনাম নাইট রাইডার্স আইএল টি-২০'র উদ্বোধনী ম্যাচ কবে, কোথায়, কখন অনুষ্ঠিত হবে। জেনে নেওয়া যাক কোন চ্যানেলে ও অনলাইনে কোথায় দেখা যাবে ম্যাচের সরাসরি সম্প্রচার।
কবে অনুষ্ঠিত হবে দুবাই ক্যাপিটালস বনাম আবু ধাবি নাইট রাইডার্স ম্যাচ: ১৩ জানুয়ারি, ২০২৩ (শুক্রবার)।
কোথায় অনুষ্ঠিত হবে ইন্টারন্যাশনাল লিগ টি-২০'র উদ্বোধনী ম্যাচ: দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে (দুবাই)।
কখন শুরু হবে ম্যাচ: ভারতীয় সময় অনুযায়ী রাত ৮টা ১৫ মিনিটে শুরু হবে ম্যাচ। টস অনুষ্ঠিত হবে ৭টা ৪৫ মিনিটে।
ভারতে কোন কোন চ্যানেলে দেখা যাবে ম্যাচের সরাসরি সম্প্রচার: আইএল টি-২০'র ম্যাচগুলি ভারতে সরাসরি দেখা যাবে জি নেটওয়ার্কে। দুবাই ক্যাপিটালস ও আবু ধাবি নাইট রাইডার্সের মধ্যে ম্যাচটি সম্প্রচারিত হবে Zee Zest, Zee Zest HD, &FLIX, &FLIX HD, &PicturesHD, Zee Cinema, Zee Cinema HD, Zee Cinema Hindi, Zee Bangla ও Zee Thirai চ্যানেলে।
মোবাইলে ও অনলাইনে কোথায় দেখবেন লাইভ স্ট্রিমিং: Zee5 ওয়েবসাইট ও অ্যাপে দেখা যাবে ম্যাচের অনলাইন স্ট্রিমিং।
আরও পড়ুন:- Ranji Trophy: বরোদাকে হারিয়ে লিগ টেবিলের এক নম্বরে বাংলা, নক-আউট কি নিশ্চিত মনোজদের?
দুবাই ক্যাপিটালসের স্কোয়াড: রোভম্যান পাওয়েল (ক্যাপ্টেন), আকিফ রাজা, ফ্য়াবিয়ান অ্যালেন, রবি বোপারা, চিরাগ সুরি, নিরোশন ডিকওয়েলা, জস গিয়ানানি, হজরত লুকমান, হজরতউল্লাহ জাজাই, চামিকা করুণারত্নে, ফ্রেড ক্লাসেন, ড্যান লরেন্স, মুজিব উর রহমান, জর্জ মুন্সি, ইউসুফ পাঠান, ভানুকা রাজাপক্ষে, জো রুট, দাসুন শানাকা, সিকন্দর রাজা, ইসুরু উদানা, রবিন উথাপ্পা ও ওলি হোয়াইট।
আবু ধাবি নাইট রাইডার্সের স্কোয়াড: সুনীল নারিন (ক্যাপ্টেন), চরিথ আসালঙ্কা, আলি খান, মার্চেন্ট ডি'ল্যাঙ্গ, ধনঞ্জয়া ডি'সিলভা, কনর এস্তারহুইজেন, ফাহাদ নওয়াজ, ব্র্যান্ডন গ্লভার, আকিল হোসেন, কলিন ইনগ্রাম, লাহিরু কুমারা, কেনার লুইস, ত্রেভিন ম্যাথিউ, মাতিউল্লাহ খান, রবি রামপাল, রেমন রেইফার, আন্দ্রে রাসেল, সাবির আলি, পল স্টার্লিং ও জাওয়ার ফরিদ।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।