শুভব্রত মুখার্জি : এশিয়ান টিটি চ্যাম্পিয়ানশিপের পুরুষ ডাবলস বিভাগ থেকে দুটি ব্রোঞ্জ পদক জিততে সমর্থ হলেন ভারতীয় প্যাডলাররা। শরথ কমল এবং জি সাথিয়ানের জুটির পাশাপাশি হারমিৎ দেশাই এবং মানব থাক্কারও ব্রোঞ্জ পদক জেতেন ভারতের হয়ে। ফলে সোমবার এশিয়ান টিটি চ্যাম্পিয়ানশিপের মঞ্চ থেকে দুটি ব্রোঞ্জ পদক জিততে সমর্থ হয় ভারত।
দিনের প্রথম সেমিফাইনালে পঞ্চম বাছাই দক্ষিণ কোরিয়ার জুটির কাছে হারতে হয় অষ্টম বাছাই ভারতীয় জুটিকে। উজিন জ্যাঙ্গ এবং জঙ্গন লিমএর জুটির কাছে ৪-১১, ৬-১১, ১২-১০, ১১-৯, ১১-৮ ফলে হারতে হয় মানব এবং হারমিৎ জুটিকে। অন্য দিকে ভারতীয় জুটি শরথ কমল এবং জি সাথিয়ান ৫-১১, ৯-১১ এবং ১১-১৩ ফলে হেরে যান জাপানি জুটি ইউকিয়া ইডা এবং সুনসুকে টোগামির কাছে। ৩৩ মিনিটে ম্যাচটি তাঁরা হেরে যান।
তবে হেরেও ভারতীয় প্যাডলাররা নজির গড়েছেন। গত সপ্তাহে দলগত বিভাগে ব্রোঞ্জ জয়ের পরে এই সপ্তাহে পুরুষ বিভাগে দুটি ব্রোঞ্জ পেল ভারতীয় প্যাডলাররা। যদিও ফাইনালে না পৌঁছানোর আক্ষেপ থাকছেই। তবুও তিনটি ব্রোঞ্জ জয়ের ফলে এশিয়ান টিটিতে নজির গড়া জয় ভারতীয় টিটিকে সামনের দিকে যে নয়া দিশা দেখাবে, তা বলাই বাহুল্য।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।