মোহালিতে সিরিজের প্রথম টি-২০ ম্যাচে বিশাল রানের ইনিংস গড়েও হারতে হয় ভারতকে। নাগপুরে ৮ ওভারে কমে দাঁড়ানো ম্যাচে দুর্দান্ত জয় তুলে নিয়ে সিরিজে সমতা ফেরায় টিম ইন্ডিয়া। এই অবস্থায় হায়দরাবাদের তৃতীয় টি-২০ ম্যাচটি রূপ নেয় ফাইনালের। শেষমেশ নির্ণায়ক তৃতীয় ম্যাচ জিতে সিরিজের দখল নেন রোহিত শর্মারা।
সরিজের সেরা অক্ষর
তিন ম্যাচে ১০ ওভার বল করে ৬৩ রানের বিনিময়ে ৮টি উইকেট নেওয়ার সুবাদে সিরিজের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন অক্ষর প্যাটেল।
ম্যাচের সেরা সূর্যকুমার
৫টি চার ও ৫টি ছক্কার সাহায্যে ৩৬ বলে ৬৯ রানের দুর্দান্ত ইনিংস খেলার সুবাদে ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন সূর্যকুমার যাদব।
সিরিজ জিতল ভারত
মোহালির প্রথম ম্যাচে জয় তুলে নেয় অস্ট্রেলিয়া। নাপুরের দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজে সমতা ফেরায় ভারত। হায়দরাবাদের তৃতীয় ম্যাচ জিতে ২-১ ব্যবধানে তিন ম্যাচের টি-২০ সিরিজের দখল নেয় টিম ইন্ডিয়া।
৬ উইকেটে ম্যাচ জয় ভারতের
শেষ ৪ বলে জিততে ভারতের দরকার ছিল ৫ রান। শেষ ওভারের তৃতীয় বলে ১ রান নেন কার্তিক। চতুর্থ বলে কোনও রান দেননি স্যামস। ২ বলে ভারতের দরকার ছিল ৪ রান। পঞ্চম বলে চার মেরে ভারতের জয় নিশ্চিত করেন হার্দিক পান্ডিয়া। অস্ট্রেলিয়ার ৭ উইকেটে ১৮৬ রানের জবাবে ব্যাট করতে নেমে ভারত ১৯.৫ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় ১৮৭ রান তুলে নেয়। ১ বল বাকি থাকতে ৬ উইকেটে ম্যাচ জেতে টিম ইন্ডিয়া। হার্দিক পান্ডিয়া ২টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১৬ বলে ২৫ রান করে অপরাজিত থাকেন। কার্তিক ১ বলে ১ রান করে নট-আউট থাকেন।
কোহলি আউট
শেষ ওভারে ড্যানিয়েল স্যামসের প্রথম বলে ছক্কা মারেন বিরাট কোহলি। দ্বিতীয় বলে ফিঞ্চের হাতে ধরা পড়েন তিনি। ৩টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ৪৮ বলে ৬৩ রান করে মাঠ ছাড়েন কোহলি। ভারত ১৮২ রানে ৪ উইকেট হারায়। ব্যাট করতে নামেন দীনেশ কার্তিক। জয়ের জন্য ৪ বলে ৫ রান দরকার টিম ইন্ডিয়ার।
শেষ ওভারে ১১ রান দরকার ভারতের
১৯তম ওভারে হ্যাজেলউডের প্রথম বলে ছক্কা মারেন হার্দিক পান্ডিয়া। দ্বিতীয় বলে ১ রান নেন তিনি। পঞ্চম বলে ২ রান নেন কোহলি। শেষ বলে ১ রান নেন বিরাট। ওভারে মোট ১০ রান ওঠে। ১৯ ওভার শেষে ভারতের স্কোর ৩ উইকেটে ১৭৬ রান। জিততে শেষ ওভারে তাদের দরকার ১১ রান। কোহলি ৫৭ ও পান্ডিয়া ২১ রানে ব্যাট করছেন। হ্যাজেলউড ৪ ওভারে ৪০ রানের বিনিময়ে ১টি উইকেট দখল করেন।
২ ওভারে ভারতের দরকার ২১ রান
১৮তম ওভারে প্যাট কামিন্সের বলে ১১ রান সংগ্রহ করে ভারত। ১টি চার মারেন হার্দিক পান্ডিয়া। ১৮ ওভার শেষে ভারতের স্কোর ৩ উইকেটে ১৬৬ রান। জয়ের জন্য ১২ বলে ২১ রান দরকার টিম ইন্ডিয়ার। কোহলি ৫৪ ও হার্দিক ১৪ রানে ব্যাট করছেন। কামিন্স ৪ ওভারে ৪০ রান খরচ করে ১টি উইকেট নিয়েছেন।
৩ ওভারে ভারতের দরকার ৩২ রান
১৭তম ওভারে ড্যানিয়েল স্যামস ৭ রান খরচ করেন। ১৭ ওভার শেষে টিম ইন্ডিয়ার স্কোর ৩ উইকেটে ১৫৫ রান। জয়ের জন্য শেষ ৩ ওভারে ৩২ রান দরকার ভারতের। কোহলি ৫১ ও পান্ডিয়া ৮ রানে ব্যাট করছেন।
হাফ-সেঞ্চুরি কোহলির
৩টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৩৭ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন বিরাট কোহলি। ১৬ ওভার শেষে টিম ইন্ডিয়ার স্কোর ৩ উইকেটে ১৪৮ রান। কোহলি ৫০ ও পান্ডিয়া ৩ রানে ব্যাট করছেন।
৫ ওভারে ৪৪ রান দরকার ভারতের
১৫তম ওভারে কামিন্সের বলে ১টি ছক্কা মারেন কোহলি। ওভারে ৯ রান ওঠে। ১৫ ওভার শেষে ভারতের স্কোর ৩ উইকেটে ২৪৩ রান। কোহলি ৪৮ রানে ব্যাট করছেন। জয়ের জন্য শেষ ৫ ওভারে ৪৪ রান দরকার টিম ইন্ডিয়ার।
সূর্যকুমার আউট
১৪তম ওভারে হ্যাজেলউডের প্রথম বলে চার মারেন সূর্যকুমার। তৃতীয় বলে ছক্কা হাঁকান তিনি। ওভারের শেষ বলে বাউন্ডারি লাইনে ফিঞ্চের হাতে ধরা পড়েন যাদব। ৫টি চার ও ৫টি ছক্কার সাহায্যে ৩৬ বলে ৬৯ রান করে মাঠ ছাড়েন সূর্যকুমার। ভারত ১৩৪ রানে ৩ উইকেট হারায়। কোহলি ৪০ রানে ব্যাট করছেন। ব্যাট করতে নামেন হার্দিক পান্ডিয়া।
ঝোড়ো হাফ-সেঞ্চুরি সূর্যকুমারের
১২.৪ ওভারে অ্যাডাম জাম্পার বলে ছক্কা হাঁকিয়ে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন সূর্যকুমার যাদব। ৪টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ২৯ বলে ৫০ রানের গণ্ডি টপকে যান তিনি। পরের বলে ফের ছক্কা মারেন যাদব। ওভারে মোট ১৫ রান ওঠে। ১৩ ওভার শেষে ভারতের স্কোর ২ উইকেটে ১২২ রান। সূর্যকুমার ৫৮ ও কোহলি ৩৯ রানে ব্যাট করছেন। জাম্পা ৪ ওভারে ৪৪ রান খরচ করেও কোনও উইকেট পাননি।
কৃপণ ওভার গ্রিনের
১২তম ওভারে ক্যামেরন গ্রিন মাত্র ৪ রান খরচ করেন। টিম ইন্ডিয়ার স্কোর ২ উইকেটে ১০৭ রান। সূর্যকুমার ৪৪ ও কোহলি ৩৮ রানে ব্যাট করছেন। গ্রিন ২ ওভারে ৯ রান খরচ করেছেন।
১০০ টপকাল ভারত
১১তম ওভারে কামিন্সের বলে ১২ রান তোলে ভারত। ওভারের শেষ বলে ছক্কা মারেন সূর্যকুমার যাদব। ১১ ওভার শেষে ভারতের স্কোর ২ উইকেটে ১০৩ রান। সূর্যকুমার ২২ বলে ৪২ রান করেছেন। ২৬ বলে ৩৬ রান করেছেন কোহলি।
১০ ওভারে ৯৬ রান দরকার ভারতের
১০ ওভারের খেলা শেষ। ভারতের স্কোর ২ উইকেটে ৯১ রান। জয়ের জন্য শেষ ১০ ওভারে ৯৬ রান দরকার ভারতের। স্যামসের ওভারে ১টি অনবদ্য ছক্কা হাঁকান সূর্যকুমার। ১০ রান ওঠে ওভারে। সূর্যকুমার ১৭ বলে ৩১ রান করেছেন। কোহলি ২৫ বলে ৩৫ রান করেছেন। কোহলি ৩টি চার ও ২টি ছক্কা মেরেছেন। সূর্যকুমার ৪টি চার ও ১টি ছক্কা মেরেছেন।
জাম্পার ওভারে ১৪ রান তোলে ভারত
নবম ওভারে বল করতে আসেন জাম্পা। তৃতীয় বলে স্টেপ-আউট করে দুর্দান্ত একটি ছক্কা মারেন কোহলি। পঞ্চম বলে চার মারেন সূর্যকুমার যাদব। ওভারে মোট ১৪ রান ওঠে। ৯ ওভার শেষে ভারতের স্কোর ২ উইকেটে ৮১ রান। কোহলি ৩৩ ও সূর্যকুমার ২৩ রানে ব্যাট করছেন।
ম্যাক্সওয়েলের বলে জোড়া বাউন্ডারি সূর্যকুমারের
অষ্টম ওভারে বল করতে আসেন গ্লেন ম্যাক্সওয়েল। তাঁর ওভারে পরপর ২টি চার মারেন সূর্যকুমার যাদব। ওভারে মোট ১২ রান ওঠে। ৮ ওভার শেষে ভারতের স্কোর ২ উইকেটে ৬৭ রান। কোহলি ২৬ ও সূর্যকুমার ১৬ রানে ব্যাট করছেন।
জাম্পার ওভারে ৫ রান
সপ্তম ওভারে অ্যাডাম জাম্পা ৫ রান খরচ করেন। ৭ ওভার শেষে টিম ইন্ডিয়ার স্কোর ২ উইকেটে ৫৫ রান। বিরাট কোহলি ১৮ বলে ২৫ রান করেছেন। ৬ বলে ৬ রান করেছেন সূর্যকুমার।
৫০ ছুঁল ভারত
পাওয়ার প্লে-র ৬ ওভারে ভারতের স্কোর ২ উইকেটে ৫০ রান। হ্যাজেলউডের বলে ১টি চার ও ১টি ছক্কা মারেন কোহলি। তিনি ১৫ বলে ২২ রান করেছেন। মেরেছেন ৩টি চার ও ১টি ছক্কা।
গ্রিনের ওভারে ৫ রান
পঞ্চম ওভারে বল করতে আসেন ক্যামেরন গ্রিন। তিনি মোটে ৫ রান খরচ করেন। ওভারের প্রথম বলেই চার মারেন কোহলি। ৫ ওভার শেষে ভারতের স্কোর ২ উইকেটে ৩৯ রান। কোহলি ১১ ও সূর্যকুমার ৪ রানে ব্যাট করছেন।
রোহিতকে ফেরালেন কামিন্স
চতুর্থ ওভারে প্যাট কামিন্সের প্রথম বলে চার মারেন রোহিত শর্মা। চতুর্থ বলে বাউন্ডারি লাইনে স্যামসের হাতে ধরা পড়ে যান হিটম্যান। ২টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১৪ বলে ১৭ রান করে মাঠ ছাড়েন রোহিত। ভারত ৩০ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন সূর্যকুমার যাদব। তিনি ওভারের শেষ বলে চার মারেন। ৪ ওভার শেষে ভারতের স্কোর ২ উইকেটে ৩৪ রান।
জাম্পাকে বাউন্ডারিতে স্বাগত কোহিলর
তৃতীয় ওভারে বল করতে আসেন অ্যাডাম জাম্পা। প্রথম বলেই চার মারেন বিরাট কোহলি। চতুর্থ বলে চার মারেন রোহিত শর্মা। ওভারে মোট ১০ রান ওঠে। ৩ ওভার শেষে ভারতের স্কোর ১ উইকেটে ২৬ রান। রোহিত ১৩ ও কোহলি ৬ রানে ব্যাট করছেন।
ছক্কা হাঁকানো শুরু রোহিতের
দ্বিতীয় ওভারে জোশ হ্যাজেলউডের শেষ বলে ছক্কা মারেন রোহিত শর্মা। ওভারে লেগ-বাই হিসেবে চার রান পেয়ে যায় ভারত। ২ ওভার শেষে টিম ইন্ডিয়ার স্কোর ১ উইকেটে ১৬ রান। রোহিত ৮ রানে ব্যাট করছেন।
লোকেশ রাহুল আউট
প্রথম ওভারেই লোকেশ রাহুলের উইকেট তুলে নিলেন ড্যানিয়েল স্যামস। ওভারের শেষ বলে বড় শট নেওয়ার চেষ্টা করেন রাহুল। তবে বল আকাশে উঠে যায়। অনেকটা দৌড়ে বল দস্তানাবন্দি করেন ম্য়াথিউ ওয়েড। রাহুল ৪ বলে ১ রান করে মাঠ ছাড়েন। ভারত ৫ রানে ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন বিরাট কোহলি।
ভারতের রান তাড়া শুরু
রোকেশ রাহুলকে নিয়ে ওপেন করতে নামেন রোহিত শর্মা। বোলিং শুরু করেন ড্যানিয়েল স্যামস। ওয়াইড দিয়ে ভারতের রানের খাতা খোলে। দ্বিতীয় বলে ১ রান নেন রোহিত শর্মা।
অস্ট্রেলিয়াকে নাগালের বাইরে যেতে দিল না ভারত
নির্ধারিত ২০ ওভারে অস্ট্রেলিয়া ৭ উইকেটের বিনময়ে ১৮৬ রান তোলে। সুতরাং জয়ের জন্য ভারতের দরকার ১৮৭ রান। ড্যানিয়েল স্যামস ১টি চার ও ২টি ছক্কার সাহায্যে ২০ বলে ২৮ রান করে নট-আউট থাকেন। হার্ষাল ২ ওভারে ১৮ রানের বিনিময়ে ১টি উইকেট নেন।
হাফ-সেঞ্চুরি করে আউট ডেভিড
১৯.১ ওভারে হার্ষালকে ছক্কা মেরে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন টিম ডেভিড। ২টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ২৫ বলে অর্ধশতরানের গণ্ডি টপকাল তিনি। ওভারের তৃতীয় বলে রোহিত শর্মার হাতে ধরা পড়ে যান ডেভিড। অস্ট্রেলিয়া ১৮৫ রানে ৭ উইকেট হারায়। ব্যাট করতে নামেন প্যাট কামিন্স।
৪ ওভারে ৫০ রান খরচ করলেন বুমরাহ
১৯তম ওভারে জসপ্রীত বুমরাহর ওভারে ১৮ রান তোলে অস্ট্রেলিয়া। ১টি ছক্কা ও ১টি চার মারেন স্যামস। ১৮ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ৬ উইকেটে ১৭৯ রান। টিম ডেভিড ৪৮ ও স্যামস ২৭ রানে ব্যাট করছেন। বুমরাহ ৪ ওভারে ৫০ রান করচ করেও কোনও উইকেট পাননি।
ভুবির ওভারে ২১ রান
১৮তম ওভারে ২১ রান খরচ করেন ভুবনেশ্বর কুমার। ওভারের শেষ ৩টি বলে ২টি ছক্কা ও ১টি চার মারেন টিম ডেভিড। ১৮ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ৬ উইকেটে ১৬১ রান। ডেভিড ২২ বলে ৪১ রান করেছেন। ১৬ রান করেছেন স্যামস। ভুবনেশ্বর ৩ ওভারে ৩৯ রানের বিনিময়ে ১টি উইকেট নিয়েছেন।
বুমরাহর ওভারে ৬ রান
১৭তম ওভারে জসপ্রীত বুমরাহ ৬ রান খরচ করেন। ১৭ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ৬ উইকেটে ১৪০ রান। টিম ডেভিড ২১ ও ড্যানিয়েল স্যামস ১৬ রান করেছেন। বুমরাহ ৩ ওভারে ৩২ রান খরচ করেছেন।
গিয়ার বদলাচ্ছে অস্ট্রেলিয়া
১৬তম ওভারে হার্দিক পান্ডিয়ার বলে ১টি ছক্কা মারেন ড্যানিয়েল স্যামস। ১টি চার মারেন টিম ডেভিড। ওভারে মোট ১১ রান ওঠে। ১৬ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ৬ উইকেটে ১৩৪ রান। ডেভিড ১৯ ও স্যামস ১২ রান করেছেন।
১৫ ওভারের খেলা শেষ
১৫ ওভারের খেলা শেষ। অস্ট্রেলিয়া ৬ উইকেটে ১২৩ রান সংগ্রহ করেছে। টিম ডেভিড ১২ বলে ১৫ রান করেছেন। চাহাল ৪ ওভারে ২২ রানের বিনিময়ে ১টি উইকেট দখল করেন।
ওয়েডের উইকেট তুললেন অক্ষর
ইংলিসের উইকেট তুলে নেওয়ার পরে সেই ওভারের পঞ্চম বলে (১৩.৫ ওভারে) ম্যাথিউ ওয়েডকেও ফিরিয়ে দেন অক্ষর প্যাটেল। ৩ বলে ১ রান করে সাজঘরে ফেরেন ওয়েড। অস্ট্রেলিয়া ১১৭ রানে ৬ উইকেট হারায়। ব্যাট করতে নামেন ড্যানিয়েল স্যামস। অক্ষর ৪ ওভারে ৩৩ রানের বিনিময়ে ৩টি উইকেট নেন। তিন ম্যাচের সিরিজে মোট ৮টি উইকেট নেন অক্ষর।
ইংলিসকে ফেরালেন অক্ষর
১৩.১ ওভারে অক্ষর প্যাটেলের বলে রোহিত শর্মার হাতে ধরা পড়েন জোশ ইংলিস। ৩টি বাউন্ডারির সাহায্যে ২২ বলে ২৪ রান করে মাঠ ছাড়েন ইংলিস। অস্ট্রেলিয়া ১১৫ রানে ৫ উইকেট হারায়। ব্যাট করতে নামেন ম্য়াথিউ ওয়েড।
হার্ষালকে ছক্কা হাঁকালেন ডেভিড
ইনিংসের ১৩তম ওভারে প্রথমবার বল করতে আসেন হার্ষাল প্যাটেল। দ্বিতীয় বলেই বিশাল ছক্কা হাঁকান টিম ডেভিড। ঠিক তার পরেই হার্ষাল নো-বল করেন। ওভারে মোট ১২ রান ওঠে। ১৩ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ৪ উইকেটে ১১৫ রান। জোশ ইংলিস ২৪ ও টিম ডেভিড ১৩ রানে ব্যাট করছেন।
১০০ টপকাল অস্ট্রেলিয়া
১২তম ওভারে দলগত ১০০ রানের গণ্ডি টপকে যায় অস্ট্রেলিয়া। তাদের স্কোর ৪ উইকেটে ১০৩ রান। চাহালের ওভারে মোট ৮ রান ওঠে। ১টি চার মারেন ইংলিস। তিনি ১৯ বলে ২৩ রান করেছেন। মেরেছেন ৩টি চার।
বুমরাহর ওভারে ৯ রান
১১তম ওভারে জসপ্রীত বুমরাহ ৯ রান খরচ করেন। ওভারের প্রথম বলেই চার মারেন ইংলিস। ১১ ওভার শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৪ উইকেটে ৯৫ রান। ইংলিস ১৬ রানে ব্যাট করছেন। বুমরাহ ২ ওভারে ২৬ রান খরচ করেছেন।
স্মিথকে ফেরালেন চাহাল
৯.২ ওভারে যুজবেন্দ্র চাহালের বলে স্টিভ স্মিথকে স্টাম্প আউট করেন দীনেশ কার্তিক। ১টি বাউন্ডারির সাহায্যে ১০ বলে ৯ রান করে মাঠ ছাড়েন স্মিথ। অস্ট্রেলিয়া ৮৪ রানে ৪ উইকেট হারায়। ব্যাট করতে নামেন টিম ডেভিড। ১০ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ৪ উইকেটে ৮৬। ১০ রানে ব্যাট করছেন ইংলিস।
কার্যকরী বোলিং হার্দিকের
নবম ওভারে হার্দিক পান্ডিয়া ৭ রান খরচ করেন। তৃতীয় বলে চার মারেন ইংলিস। ৯ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ৩ উইকেটে ৮৩ রান। স্টিভ স্মিথ ৯ ও জোশ ইংলিস ৮ রানে ব্যাট করছেন।
রান-আউট ম্যাক্সওয়েল
৭.৪ ওভারে রান-আউট হয়ে মাঠ ছাড়েন গ্লেন ম্যাক্সওয়েল। অক্ষর প্যাটেলের থ্রোয়ে বল সরাসরি স্টাম্পে গিয়ে লাগে। তবে তার আগেই স্টাম্পে গ্লাভস লাগিয়ে বসেন কার্তিক। দীনেশের গ্লাভস লেগে ১টি বেল পড়ে গেলেও দ্বিতীয় বেল অক্ষত থাকে। অক্ষরের থ্রোয়ে বল স্টাম্পে লাগার পরে সেই বেলটি পড়ে। সেকারণেই রান-আউট হয়ে মাঠ ছাড়তে হয় ম্যাক্সওয়েলকে। ১১ বলে ৬ রান করে মাঠ ছাড়েন ম্যাক্সওয়েল। অস্ট্রেলিয়া ৭৫ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন জোশ ইংলিস। ৮ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ৩ উইকেটে ৭৬। স্মিথ ৯ রানে ব্যাট করছেন। চাহাল নিজের প্রথম ওভারে ৫ রান খরচ করেন।
স্টিভ স্মিথের ক্যাচ ছাড়লেন অক্ষর
সপ্তম ওভারে হার্দিক পান্ডিয়ার প্রথম বলে চার মারেন স্টিভ স্মিথ। তৃতীয় বলে পয়েন্টে স্মিথের সহজ ক্যাচ ছাড়েন অক্ষর প্যাটেল। ওভারে ৫ রান ওঠে। ৭ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ২ উইকেটে ৭১ রান।
পাওয়ার প্লে-র খেলা শেষ
পাওয়ার প্লে-র ৬ ওভারে অস্ট্রেলিয়া ২ উইকেটে ৬৬ রান সংগ্রহ করেছে। অক্ষর প্যাটেলের ওভারের শেষ বলে চার মারেন ম্য়াক্সওয়েল। তিনি ৪ রানে ব্যাট করছেন।
গ্রিনকে ফেরালেন ভুবি
৪.৬ ওভারে ভুবনেশ্বর কুমারের বলে লোকেশ রাহুলের হাতে ধরা পড়েন ক্যামেরন গ্রিন। ৭টি চার ও ৩টি ছক্কার সাহায্যে মাত্র ২১ বলে ৫২ রান করেন তিনি। অস্ট্রেলিয়া ৬২ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন গ্লেন ম্যাক্সওয়েল।
ঝোড়ো হাফ-সেঞ্চুরি গ্রিনের
৭টি চার ও ৩টি ছক্কার সাহায্যে মাত্র ১৯ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন ক্যামেরন গ্রিন। চলতি সিরিজে এটি তাঁর দ্বিতীয় অর্ধশতরান। তিনি মোহালিতেও হাফ-সেঞ্চুরি করেছিলেন।
৫০ টপকাল অস্ট্রেলিয়া
ফিঞ্চ আউট হওয়ার পরে চতুর্থ ওভারের শেষ ৩টি বলে পরপর ৩টি চার মারেন ক্যামেরন গ্রিন। ৪ ওভারেই ৫০ রানের গণ্ডি টপকে যায় অস্ট্রেলিয়া। তাদের স্কোর ১ উইকেটে ৫৬ রান। গ্রিন ১৮ বলে ৪৯ রান করেছেন।
ফিঞ্চকে ফেরালেন অক্ষর
৩.৩ ওভারে অক্ষর প্যাটেলের বলে হার্দিক পান্ডিয়ার হাতে ধরা পড়েন অ্যারন ফিঞ্চ। ১টি বাউন্ডারির সাহায্যে ৬ বলে ৭ রান করে মাঠ ছাড়েন তিনি। অস্ট্রেলিয়া ৪৪ ওভারে ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন স্টিভ স্মিথ।
বুমরাহকে জোড়া ছক্কা মারেন গ্রিন
তৃতীয় ওভারে জসপ্রীত বুমরাহর বলে ১টি চার ও ২টি ছক্কা মারেন ক্যামেরন গ্রিন। ওভারে মোট ১৭ রান ওঠে। ৩ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর বিনা উইকেটে ৪০ রান। ক্যামেরন গ্রিন ১৫ বলে ৩৭ রান করেছেন।
অক্ষরের ওভারে ১১ রান ওঠে
দ্বিতীয় ওভারে বল করতে আসেন অক্ষর প্য়াটেল। ওভারের দ্বিতীয় ও পঞ্চম বলে জোড়া বাউন্ডারি মারেন গ্রিন। ওভারে মোট ১১ রান ওঠে। ২ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর বিনা উইকেটে ২৩ রান। গ্রিন ১০ বলে ২১ রান করেছেন। ২ রান করেছেন ফিঞ্চ।
ঝড়ের গতিতে ইনিংস শুরু অস্ট্রেলিয়ার
ক্যামেরন গ্রিনকে নিয়ে ইনিংসের ওপেন করতে নামেন অ্যারন ফিঞ্চ। বোলিং শুরু করেন ভুবনেশ্বর কুমার। প্রথম বলে ২ রান নেন গ্রিন। দ্বিতীয় বলে ছক্কা হাঁকান তিনি। তৃতীয় বলে চার মারেন গ্রিন। প্রথম ওভারে ১২ রান ওঠে।
অস্ট্রেলিয়ার প্রথম একাদশ
অ্যারন ফিঞ্চ (ক্যাপ্টেন), ক্যামেরন গ্রিন, স্টিভ স্মিথ, গ্লেন ম্য়াক্সওয়েল, জোশ ইংলিস, টিম ডেভিড, ম্য়াথিউ ওয়েড (উইকেটকিপার), প্যাট কামিন্স, ড্যানিয়েল স্যামস, অ্যাডাম জাম্পা ও জোস হ্যাজেলউড।
ভারতের প্রথম একাদশ
রোহিত শর্মা (ক্যাপ্টেন), লোকেশ রাহুল (ভাইস ক্যাপ্টেন), বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, দীনেশ কার্তিক (উইকেটকিপার), অক্ষর প্যাটেল, যুজবেন্দ্র চাহাল, হার্ষাল প্যাটেল, ভুবনেশ্বর কুমার ও জসপ্রীত বুমরাহ।
দলে ফিরলেন ভুবনেশ্বর
প্রত্যাশা মতোই তৃতীয় ম্যাচে ভারত তাদের প্রথম একাদশে একটি রদবদল করে। দলে ফেরেন ভুবনেশ্বর কুমার। তাঁকে জায়গা ছেড়ে দেন ঋষভ পন্ত।
টস জিতল ভারত
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের তৃতীয় তথা শেষ টি-২০ ম্যাচে টস জিতল ভারত। টস জিতে রোহিত শর্মা শুরুতে ব্যাট করার আমন্ত্রণ জানান অস্ট্রেলিয়াকে। সুতরাং, হায়দরাবাদে রান তাড়া করবে টিম ইন্ডিয়া।
মাইলস্টোনের সামনে ম্য়াক্সওয়েল-হ্যাজেলউড
গ্লেন ম্য়াক্সওয়েল ১টি ছক্কা মারলেই আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ১০০টি ছক্কা হাঁকানোর মাইলস্টোন ছোঁবেন। জোশ হ্যাজেলউড ২টি উইকেট নিয়ে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ৫০টি উইকেটের মাইলস্টোন ছুঁয়ে ফেলবেন।
প্রথম একাদশে বদল করতে পারে ভারত
নাগপুরে ৮ ওভারের ম্যাচ খেলা হয়। তাই ৪টি বোলারেই কাজ মিটে যাবে বলে ভুবনেশ্বর কুমারকে বসিয়ে রাখে টিম ইন্ডিয়া। তবে হায়দরাবাদে বাড়তি বোলার লাগবেই ভারতের। তাই নির্ণায়ক ম্যাচ হলেও ভারত উইনিং কম্বিনেশন ভেঙে প্রথম একাদশে রদবদল করতে পারে। সেক্ষেত্রে ঋষভ পন্তকে ফের রিজার্ভ বেঞ্চে চলে যেতে হতে পারে। দীনেশ কার্তিক নাগপুরে ২ বল খেলেই মন জিতে নেন। তাই তাঁর মাঠে নামা কার্যত নিশ্চিত।
টস ফ্যাক্টর নাও হতে পারে
টস জিতে রান তাড়া করো এবং ম্য়াচ জেতো, এমন ছবি নাও দেখা যেতে পারে হায়দরাবাদে। রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে টস ফ্যাক্টর নাও হতে পারে। কেননা ২০১৮ সালের আইপিএলের শুরু থেকে এই মাঠে মোট ১৬টি টি-২০ ম্যাচ খেলা হয়েছে। শুরুতে ব্যাট করা দল জিতেছে ৮টি ম্যাচ। পরে ব্যাট করা দল জিতেছে বাকি ৮টি ম্য়াচ।
সিরিজের দ্বিতীয় ম্যাচের ফলাফল
নাগপুরে ভিজে আউটফিল্ডের জন্য ম্যাচ শুরু হয় নির্ধারিত সময়ের অনেক দেরিতে। ফলে ২০ ওভারের ম্যাচ কমে দাঁড়ায় ৮ ওভার প্রতি ইনিংসে। প্রথমে ব্যাট করে অস্ট্রেলিয়া ৫ উইকেটের বিনিময়ে ৯০ রান তোলে। ম্যাথিউ ওয়েড ৪৩ ও অ্যারন ফিঞ্চ ৩১ রান করেন। অক্ষর প্যাটেল ২টি উইকেট নেন। পালটা ব্যাট করতে নেমে ভারত ৪ উইকেটে ৯২ রান তুলে ম্যাচ জিতে যায়। রোহিত শর্মা ৪৬ রান করেন। ৩টি উইকেট নেন অ্যাডাম জাম্পা।
সিরিজের প্রথম ম্যাচের ফলাফল
মোহালিতে শুরুতে ব্যাট করে ভারত ৬ উইকেটে ২০৮ রানের বিশাল ইনিংস গড়ে তোলে। লোকেশ রাহুল ৫৫, সূর্যকুমার যাদব ৪৬ ও হার্দিক পান্ডিয়া ৭১ রান করেন। ন্যাথন এলিস ৩টি ও জোশ হ্যাজেলউড ২টি উইকেট নেন। পালটা ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া ৬ উইকেটে ২১১ রান তুলে ম্যাচ জিতে যায়। ক্যামেরন গ্রিন ৬১, স্টিভ স্মিথ ৩৫ ও ম্যাথিউ ওয়েড ৪৫ রান করেন। অক্ষর প্যাটেল ৩টি ও উমেশ যাদব ২টি উইকেট নেন। ভারত ৪ উইকেটে পরাজিত হয়।