প্রথম টেস্টে হইচইয়ের পরে নিজেদের মুখ পুড়েছিল। কিন্তু দ্বিতীয় টেস্টের শুরুতেও একই পথে হাঁটল অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম। দিল্লিতে ভারত-অস্ট্রেলিয়া টেস্টের আগে অজি সংবাদমাধ্যমের একাংশের অভিযোগ, অরুণ জেটলি স্টেডিয়ামের পিচের ছবি নাকি তুলতে দিচ্ছিলেন না কিউরেটর। যদিও বিষয়টি নিয়ে দিল্লি ক্রিকেট বোর্ড বা ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) তরফে কোনও মন্তব্য করা হয়নি।
দিল্লির পিচের চরিত্র কেমন?
ফক্স স্টারের প্রতিবেদন অনুযায়ী, অস্ট্রেলিয়ার তারকা মিচেল স্টার্ক বলেছেন যে ‘(পিচটা) শুষ্ক মনে হচ্ছে। মাঠকর্মীরা বলেছেন যে নেটের (পিচও) একইরকম লাগছে। আমরা যে দু'দিন অনুশীলন করেছি, তখন বল বেশ নীচু হয়ে আসছিল এবং (বল) বেশ টার্ন হচ্ছিল।’ সঙ্গে তিনি বলেন, ‘যদি সেটাই কোনও ইঙ্গিত হয়, তা থেকেই বোঝা যাচ্ছে যে পিচ কীরকম হতে চলেছে। গত কয়েকদিন ধরে পিচটা দেখে মনে হচ্ছে যে একইরকম থাকবে পিচ।’
আরও পড়ুন: ICC Ranking - লাফিয়ে দুইয়ে উঠলেন অশ্বিন, টেস্ট ব়্যাঙ্কিংয়ে বড়সড় উন্নতি রোহিত-জাদেজা-অক্ষরের
ভারত বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট
আগামী শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) থেকে দিল্লিতে ভারত-অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট শুরু হতে চলেছে। নাগপুরে প্রথম টেস্টের আগেও পিচ হইচই করেছিল অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম। অস্ট্রেলিয়ার প্রথম একাদশে একাধিক বাঁ-হাতি ব্যাটার থাকার কারণে নাগপুরের পিচে ‘জালিয়াতি’ করা হয়েছে বলে অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমের তরফে দাবি করা হয়েছিল। তুমুল হইচই হয়েছিল। কিন্তু অস্ট্রেলিয়ার দলের তরফে সেরকম কোনও অভিযোগ করা হয়নি। বরং প্রথম টেস্টে যে পিচে ভারত ৪০০ রান তুলেছিল, সেই পিচে কোনও ইনিংসেই ২০০ রানের গণ্ডি পার করতে ব্যর্থ হয়েছিল অস্ট্রেলিয়া।
আরও পড়ুন: প্রেম-দিবসে বউকে ভুলে অন্য মেয়েকে ভালোবাসার কথা জানিয়ে বসলেন স্মিথ,কী হল তার পর?
তারইমধ্যে দিল্লি টেস্টে স্টার্ক খেলবেন কিনা, তা নিয়ে আপাতত কোনও নিশ্চয়তা মেলেনি। ওই অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, স্টার্ক বলেছেন যে ‘আমার (খেলার) সম্ভাবনা বেশি। (বুধবার) দিনের শেষের দিকে কীরকম পরিস্থিতি থাকে, তার উপর পুরোটা নির্ভর করবে। কীভাবে মেডিক্যাল স্টাফরা পর্যবেক্ষণ করবেন এবং প্যাট (কামিন্স) এবং রনি (কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড) কীভাবে বিষয়টি দেখেন, তার উপর পুরোটা নির্ভর করবে। যাতে খেলতে পারি, সেজন্য আমি সবরকমের চেষ্টা করব।’
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।