নাগপুর টেস্টের দুর্দান্ত পারফর্ম্যান্সের সুবাদে ফের বিশ্বসেরা বোলার হওয়ার দিকে এক পা এগিয়ে গেলেন রবিচন্দ্রন অশ্বিন। আইসিসির সদ্য প্রকাশিত ব়্যাঙ্কিং অনুযায়ী তিনি টেস্ট বোলারদের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসেন।
এক্ষেত্রে অশ্বিনের সামনে রয়েছেন কেবল অজি দলনায়ক প্য়াট কামিন্স, যাঁর সঙ্গে রবিচন্দ্রনের রেটিং পয়েন্টের ফারাক (২১ পয়েন্টের) খুব বেশি নয়। কামিন্সের সংগ্রহে রয়েছে ৮৬৭ পয়েন্ট। অশ্বিনের পকেটে রয়েছে ৮৪৬ পয়েন্ট। চলতি বর্ডার-গাভাসকর ট্রফির বাকি ৩টি টেস্টে দুর্দান্ত পারফর্ম্যান্স মেলে ধরতে পারলে অশ্বিন ২০১৭ সালের পরে ফের আইসিসির এক নম্বর টেস্ট বোলারে পরিণত হবেন।
ব্যক্তিগত টেস্ট ব়্যাঙ্কিংয়ে বড়সড় লাফ দিয়েছেন রবীন্দ্র জাদেজা। নাগপুর টেস্টের দুই ইনিংস মিলিয়ে জাদেজা ৭টি উইকেট নিয়েছেন। দীর্ঘদিন পরে আন্তর্জাতিক ক্রিকেটের আঙিনায় ফিরে আসা জাদেজা টেস্ট বোলারদের তালিকায় ১৬ নম্বরে উঠে আসেন।
টেস্ট বোলারদের তালিকার প্রথম কুড়িতে ভারতের আরও তিন ক্রিকেটার অবস্থান করছেন। পাঁচ নম্বরে রয়েছেন জসপ্রীত বুমরাহ। মহম্মদ শামি অবস্থান করছেন ১৮ নম্বরে। ২০ নম্বরে রয়েছেন অক্ষর প্যাটেল। উমেশ যাদব ৩১ ও মহম্মদ সিরাজ ৪১ নম্বরে রয়েছেন।
টেস্ট ব্যাটসম্যানদের তালিকায় উল্লেখযোগ্য উন্নতি করেছেন রোহিত শর্মা। নাগপুরের সেঞ্চুরির সুবাদে তিনি ১০ থেকে ২ ধাপ উঠে ৮ নম্বরে অবস্থান করছেন। ঋষভ পন্ত রয়েছেন ৭ নম্বরে। টেস্ট ব্যাটসম্যানদের তালিকায় বিরাট কোহলি ১৬, শ্রেয়স আইয়ার ১৭, চেতেশ্বর পূজারা ২৬, মায়াঙ্ক আগরওয়াল ২৭, রবীন্দ্র জাদেজা ৩২, অজিঙ্কা রাহানে ৪০ ও লোকেশ রাহুল ৫২ নম্বরে রয়েছেন।
টস্টের এক নম্বর ব্যাটসম্যানের মুকুট ধরে রেখেছেন মার্নাস ল্য়াবুশান। দ্বিতীয় স্থানে রয়েছেন স্টিভ স্মিথ। তিনে বাবর আজম, চারে ট্রেভিস হেড, পাঁচে জো রুট, ও ছয় নম্বরে কেন উইলিয়ামসন অবস্থান করছেন।
টেস্ট অল-রাউন্ডারদের তালিকায় বিরাট লাফ দিয়েছেন অক্ষর প্যাটেল। তিনি ১৩ নম্বর থেকে ৬ ধাপ উঠে এসে সাত নম্বরে অবস্থান করছেন। টেস্ট অল-রাউন্ডারদের প্রথম দুইয়ে রয়েছেন দুই ভারতীয় তারকা। জাদেজা এক নম্বর ও অশ্বিন দুই নম্বর স্থান ধরে রেখেছেন। বাংলাদেশের শাকিব আল হাসান রয়েছেন টেস্ট অল-রাউন্ডারদের তালিকার তিন নম্বরে।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।