বাংলা নিউজ > ময়দান > ভিডিয়ো: ভারতীয় দলের অনুশীলনে ফের হেলমেট পরে ব্যাট হাতে নিলেন রাহুল দ্রাবিড়, তবে কি…?

ভিডিয়ো: ভারতীয় দলের অনুশীলনে ফের হেলমেট পরে ব্যাট হাতে নিলেন রাহুল দ্রাবিড়, তবে কি…?

ব্যাট হাতে রাহুল দ্রাবিড়। ছবি- বিসিসিআই।

India vs Australia: সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা BCCI-এর ভিডিয়ো দেখলেই বুঝবেন হঠাৎ কেন এমন প্রস্তুতি টিম ইন্ডিয়ার হেড কোচের।

আপৎকালীন পরিস্থিতিতে দলের কোচিং স্টাফদের মাঠে নেমে পড়ার নজির আন্তর্জাতিক ক্রিকেটে বিরল নয়। তাছাড়া লেজেন্ডস লিগ ক্রিকেট, রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজের মতো টুর্নামেন্টগুলির সুবাদে প্রাক্তন ক্রিকেটারদের পুনরায় ব্যাট হাতে মাঠে ফিরতে দেখা নতুন কোনও বিষয় নয়।

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরেও সচিন তেন্ডুলকর, বীরেন্দ্র সেহওয়াগ, গৌতম গম্ভীরদের ব্যাট হাতে মাঠে নামতে দেখেছে ক্রিকেট বিশ্ব। তাই যদি রাহুল দ্রাবিড়কেও কখনও ব্যাট হাতে বাইশগজে দেখা যায়, তবে নিশ্চিতভাবেই অবাক হবেন না ভারতীয় ক্রিকেটপ্রেমীরা।

যদিও টিম ইন্ডিয়ার হেড কোচের দায়িত্বে থাকাকালীন দ্রাবিড়ের পক্ষে অন্য কোনও টুর্নামেন্টে ব্যাট হাতে মাঠে নেমে পড়া সম্ভব নয়। তাই ভারতীয় দলের অনুশীলনে কখনও হেলমেট পরে রাহুলকে ব্যাট হাতে নিতে দেখলে ক্রিকেটপ্রেমীদের উৎসুক হওয়াই স্বাভাবিক।

ওয়াংখেড়েতে ভারত-অস্ট্রেলিয়া সিরিজের প্রথম ওয়ান ডে ম্যাচের আগে তাই দ্রাবিড়কে হেলমেট পরে ব্যাটিং গ্লাভস নিয়ে প্রস্তুত হতে দেখে আগ্রহ তৈরি হওয়া স্বাভাবিক ছিল। যদিও রাহুল এক্ষেত্রে নিজের প্রস্তুতির জন্য় ব্যাট হাতে নেননি, বরং শুভমন গিলকে প্রস্তুত করে তোলার জন্যই তাঁকে ব্যাট হাতে নিতে হয়।

আরও পড়ুন:- IPL 2023: আইপিএল শুরুর আগেই ধাক্কা খেল RCB, ছিটকে গেলেন ৩.২ কোটির ব্যাটার!

ভারত-অস্ট্রেলিয়া প্রথম ওয়ান ডে ম্যাচের আগে বিসিসিআই সোশ্যাল মিডিয়ায় একটি সংক্ষিপ্ত ভিডিয়ো পোস্ট করে, যেখানে ব্যাট হাতে গিলকে স্লিপ ক্যাচিং অনুশীলন করাতে দেখা যায় কোচ দ্রাবিড়কে। ভিডিয়োর শুরুতে দ্রাবিড়কে যেভাবে হেলমেট-গ্লাভসে সাজতে দেখা যায়, তাতে মনে হচ্ছিল বুঝি ব্যাটিং অনুশীলন করতে নেটে ঢুকবেন তিনি।

আরও পড়ুন:- PSL 2023 Qualifier: লাহোরকে দুরমুশ করে পিএসএলের ফাইনালে রিজওয়ানের মুলতান

শুভমন গিল যে রকম ফর্মে রয়েছেন, তাতে ওয়ান ডে সিরিজে তাঁর ওপেন করা কার্যত নিশ্চিত ছিল। লোকেশ রাহুলকে মিডল অর্ডারে নামানোর সিদ্ধান্ত নেয় ভারতীয় টিম ম্যানেজমেন্ট। রোহিত প্রথম ম্যাচে না থাকায় ওপেনে গিলের সঙ্গী হিসেবে বেছে নেওয়া হয় ইশান কিষাণকে। ইশান দলে থাকলেও ওয়াংখেড়ের প্রথম ওয়ান ডে ম্যাচে ভারতের হয়ে উইকেটকিপিং করেন লোকেশ রাহুল।

টেস্ট সিরিজে ভারতের স্লিপ ফিল্ডিং নিয়ে বিস্তর প্রশ্ন ওঠে। বিরাট কোহলির মতো ফিল্ডারও স্লিপে একাধিক ক্যাচ ছাড়েন। ওয়ান ডে সিরিজের আগে তাই গিলকে স্লিপ ফিল্ডিংয়ের জন্য প্রস্তুত করে তোলায় মন দেন দ্রাবিড়।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন