শুভব্রত মুখার্জি: বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি মাত্র কয়েক বছর আগেই চালু করেছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আসর। ২০২১ সালে ডব্লুটিসির প্রথম ফাইনাল খেলা হয়। এর পর ২০২৩ সালে হচ্ছে দ্বিতীয় ফাইনাল। আর ওভালে অনুষ্ঠিত এই ফাইনালেই এক নয়া নজির গড়ে ফেললেন দুই অজি ব্যাটার স্টিভ স্মিথ এবং ট্রাভিস হেড। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে প্রথম জুটি হিসেবে শুধু শতরান নয়, দ্বিশতরানের পার্টনারশিপ গড়ার নজির গড়লেন এই দুই ক্রিকেটার।
স্মিথ-হেড প্রথম দিনের শেষে ২৫১ রানের অপরাজিত পার্টনারশিপ গড়ে ফেলেছেন। হেড ইতিমধ্যে সেঞ্চুরি করে ফেলেছেন। তাঁর সংগ্রহ অপরাজিত ১৪৬ রান (১৫৬ বলে)। এটি হেডের ষষ্ঠ টেস্ট সেঞ্চুরি। স্মিথ ৯৫ রান (২২৭ বলে) করে অপরাজিত রয়েছেন। ডান-হাতি এবং বাঁ-হাতি দুই ব্যাটারের পার্টনারশিপে ভর করে প্রথম দিনে চালকের আসনে অজিরা। প্রথম দিনের শেষে তাঁদের সংগ্রহ ৩ উইকেটে ৩৮৭ রান।
আরও পড়ুন: সিরাজের বলে চোট, পেনকিলার খেয়ে, দু'বার রিভিউ ঠেকিয়ে, শেষে শামির বলে বোল্ড হলেন ল্যাবুশান
প্রথম ডব্লুটিসি ফাইনালে খেলেছিল ভারত এবং নিউজিল্যান্ড। সে বার ভারতকে হারিয়ে শিরোপা জিতেছিল কিউয়িরা। আর এ বার দ্বিতীয় ডব্লুটিসি ফাইনালে ভারত মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। এ দিন টস জেতেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। টস জিতে অস্ট্রেলিয়াকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান তিনি। ভারত এ দিন চার পেসার এবং এক স্পিনারকে নিয়ে মাঠে নেমেছে। রবিচন্দ্রন অশ্বিনকে বসিয়ে রাখা হয়েছে। দলে জায়গা পেয়েছেন পেসার উমেশ যাদব। এবং পেসার-অলরাউন্ডার শার্দুল ঠাকুর। তবে প্রথম দিনে উমেশ যাদবের বল হাতে পারফরম্যান্স একেবারেই ভালো নয়।
আরও পড়ুন: শার্দুলের হাতের মোচড়ে বোকা হলেন ওয়ার্নার, বল না বুঝেই দিলেন ক্যাচ- ভিডিয়ো
এ দিন একটা সময়ে অজিদের স্কোর ছিল তিন উইকেটে ৭৬ রান। রীতিমতো অস্ট্রেলিয়াকে চেপে ধরেছিল ভারতীয় দল। তবে এর পরেই ট্রেভিস হেডের কাউন্টার অ্যাটাকিং ক্রিকেটে সব এলোমেলো হয়ে যায়। শুরুর দিকেই মহম্মদ সিরাজের বলে অজি ওপেনার উসমান খোয়াজা শূন্য রানে আউট হন। অপর ওপেনার ডেভিড ওয়ার্নার মাত্র ৬০ বল খেলে করেন ৪৩ রান। তিন নম্বরে নামা মার্নাস ল্যাবুশানকে ২৬ রানে বোল্ড করেন মহম্মদ শামি। এর পরেই উইকেটে জুটি বাঁধেন স্টিভ স্মিথ এবং ট্রেভিস হেড। দু'জনে মিলে জুটিতে এখন অস্ট্রেলিয়াকে রানের পাহাড়ের দিকে নিয়ে যাচ্ছে। স্মিথ-হেড জুটির হাত ধরেই প্রথম দিনে দুর্দান্ত কামব্যাক করে আপাতত চালকের আসনে রয়েছে অজিরা।