চলতি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে বল ট্যাম্পারিংয়ের চাঞ্চল্যকর অভিযোগ উঠল। এই ফাইনালে ভারতের বিরুদ্ধে খেলার রাশ এখনও পুরোটাই অস্ট্রেলিয়ার হাতে। প্রথম ইনিংসে ভারত বলে-ব্যাটে- সব দিক থেকে একেবারে কোণঠাঁসা। এর মাঝেই পাকিস্তানের এক প্রাক্তন ক্রিকেটার দাবি করেছেন, অজিরা ১৫তম ওভারে বল ট্যাম্পারিং করেছে। তার পর সেটি ব্যবহার করেছে।
ভারতের দুই প্রথম সারির ব্যাটসম্যান বিরাট কোহলি ও চেতেশ্বর পূজারাকে আউট করতেই বল ট্যাম্পারিং করেছে অস্ট্রেলিয়া। পূজারা এবং কোহলি উভয়কেই যথাক্রমে ক্যামেরন গ্রিন এবং মিচেল স্টার্কের বলে আউট হয়েছিলেন। এবং পাকিস্তান প্রাক্তন ব্যাটসম্যান বাসিত আলি দাবি করেছেন যে, কর্মকর্তা থেকে ধারাভাষ্যকার, ভারতীয় ব্যাটসম্যানরা নিজেরা কেউই অস্ট্রেলিয়ার এই কৌশলের দিকে নজর দিচ্ছেন না দেখে তিনি হতবাক।
আরও পড়ুন: টেকনিক থেকে খাদ্যাভাস, সব নিয়ে ধেয়ে আসছে সমালোচনা, ইনস্টায় গর্জে উঠলেন কোহলি
বাসিত আলি তাঁর ইউটিউব চ্যানেলে বলেছেন, ‘প্রথমত, যাঁরা ধারাভাষ্য বক্স থেকে ম্যাচ দেখছেন, এবং আম্পায়ারদের জন্য আমি হাততালি দেব? অস্ট্রেলিয়া পরিষ্কার ভাবে বলের বিকৃতি করছে এবং কেউ এটা নিয়ে কথা বলছে না। কোনও ব্যাটার ভাবছে না কি হচ্ছে? সবচেয়ে বড় উদাহরণ হল ব্যাটাররা বল ছাড়ার সময় বোল্ড হচ্ছেন। আমি আপনাকে প্রমাণও দিতে পারি। ৫৪তম ওভার পর্যন্ত যখন শামি বল করছিলেন, তখন বল বাইরের দিকে চকচকে ছিল এবং বলটি স্টিভ স্মিথের দিকে ফিরে গিয়েছিল। একে রিভার্স সুইং বলা হয় না। রিভার্স সুইং হয় যখন সাইন ভিতরে থাকে এবং বল ভিতরে আসে।’
তিনি আরও যোগ করেছেন যে, ১৬ থেকে ১৮ ওভারগুলিতে বল-ট্যাম্পারিংয়ের স্পষ্ট প্রমাণ ছিল। যেখানে তিনি কোহলি এবং পূজারার আউট হওয়ার বিষয়টি তুলে ধরেছেন। ইনিংসের ১৮তম ওভারের সময় আম্পায়ার রিচার্ড কেটলবারোর নির্দেশে বলটি পরিবর্তন করা হয়েছিল। কারণ বলটি ঠিক ছিল না। বল পাল্টানোর জন্য বাক্সটি আসার সঙ্গে সঙ্গে নতুন বল নেওয়া হয়েছিল।
বাসিত আলি দাবি করেছেন, ‘১৬তম, ১৭তম এবং ১৮তম ওভারের দিকে তাকান, বিরাট কোহলি যে বলে আউট হয়েছিলেন, সেই বলটি ভালো করে দেখলে দেখতে পাবেন, মিচেল স্টার্কের হাতে বল ছিল। বলের চকচকে প্রান্তটি বাইরের দিকে ইশারা করে কিন্তু বলটি অন্য দিকে যাচ্ছিল। জাদেজা বলটি অন-সাইডে মারছিলেন এবং বলটি পয়েন্টের উপর দিয়ে উড়ছিল। আম্পায়াররা কি অন্ধ হয়ে গিয়েছিলেন? ঈশ্বর জানেন, কারা সেখানে বসে আছেন, যাঁরা এত সহজ জিনিস দেখতে পাচ্ছেন না।’
এই প্রসঙ্গে বাসিত আলি বিসিসিআই-কে এক হাত নিয়েছেন। বলেছেন, ‘বিসিসিআই এত বড় বোর্ড, তারা কি এটি দেখতে পাচ্ছে না? তার মানে ক্রিকেটে মনোযোগ দিচ্ছে না তারা। তারা এটা জেনে খুশি। ভারত ফাইনালে পৌঁছেছে। বল কি কখনও ১৫-২০ ওভারে রিভার্স সুইং হয়, সেটাও একটা ডিউক বল? তাও কুকাবুরা বল এতটা আগে রিভার্স করতে পারে, কিন্তু একটি ডিউক বল কমপক্ষে ৪০ ওভার পর্যন্ত স্থায়ী হয়।’
বল ট্যাম্পারিংয়ের ঘটনা অস্ট্রেলিয়ান ক্রিকেটে নতুন নয়। অজিদের ক্রিকেট ইতিহাসে ২০১৮ সালে কুখ্যাত ‘স্যান্ডপেপার গেট’-এর ঘটনাটির পরে ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথ এবং ক্যামেরন ব্যানক্রফটকে শাস্তির মুখে পড়তে হয়েছিল। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সুইং করার জন্য বল একপাশে রুক্ষ করতে ট্যাম্পারিং করার দোষে দোষী সাব্যস্ত হয়েছিলেন তিন তারকা। টেলিভিশন ক্যামেরায় এই ঘটনাটি ধরা পড়ার পর ক্রিকেট অস্ট্রেলিয়া ওয়ার্নার এবং স্মিথকে ১২ মাসের জন্য নির্বাসিত করে। এবং ব্যানক্রফটকে নয় মাসের জন্য সাসপেন্ড করা হয়েছিল।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।