বাংলা নিউজ > ময়দান > IND vs AUS WTC Final: জাদেজার ভেল্কিতে তৃতীয় দিনের শেষে লড়াইয়ে টিকে টিম ইন্ডিয়া
উইকেট নেওয়ার পরে জাদেজাকে অভিনন্দন ক্যাপ্টেন রোহিতের। ছবি- এপি।

IND vs AUS WTC Final: জাদেজার ভেল্কিতে তৃতীয় দিনের শেষে লড়াইয়ে টিকে টিম ইন্ডিয়া

India vs Australia ICC World Test Championship Final Day 3 Live Score: অস্ট্রেলিয়ার ৪৬৯ রানের জবাবে ব্যাট করতে নেমে ভারত তাদের প্রথম ইনিংসে ২৯৬ রানে অল-আউট হয়ে যায়। প্রথম ইনিংসের নিরিখে ১৭৩ রানের বড়সড় লিড নেয় অস্ট্রেলিয়া।

ওভালে আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে রীতিমতো চাপে রয়েছে ভারত। প্রথম দু'দিনের প্রথম সেশনে দাপট দেখায় টিম ইন্ডিয়া। তবে বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে ম্যাচের রাশ নিজেদের হাতে নিয়ে নেয় অস্ট্রেলিয়া। শেষমেশ প্রথম ইনিংসের নিরিখে বড় ব্যবধানে পিছিয়ে পড়তে হয় ভারতকে। যদিও তৃতীয় দিনে সার্বিকভাবে ম্যাচে দাপট দেখায় ভারতীয় দল। সেই সুবাদে লড়াইয়ে ভালো মতোই টিকে রয়েছে টিম ইন্ডিয়া। শেষ দু'দিনে আগ্রাসী ক্রিকেট উপহার দিতে পারলে ম্যাচ জেতা অসম্ভব নয় রোহিতদের পক্ষে।

09 Jun 2023, 10:35:59 PM IST

তৃতীয় দিনের খেলা শেষ

প্রথম ইনিংসের নিরিখে ১৭৩ রানে এগিয়ে থাকা অস্ট্রেলিয়া তৃতীয় দিনের শেষে তাদের দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটের বিনিময়ে ১২৩ রান সংগ্রহ করেছে। সুতরাং, তাদের হাতে লিড রয়েছে ২৯৬ রানের। মার্নাস ল্যাবুশান ১১৮ বলে ৪১ রান করে অপরাজিত থাকেন। তিনি ৪টি চার মেরেছেন। ২৭ বলে ৭ রান করে নট-আউট থাকেন ক্যামেরন গ্রিন। তিনি ১টি চার মেরেছেন। দ্বিতীয় ইনিংসে ভারতের হয়ে ২৫ রানে ২টি উইকেট নিয়েছেন রবীন্দ্র জাদেজা। ৪১ রানে ১টি উইকেট নিয়েছেন মহম্মদ সিরাজ। ২১ রান খরচ করে ১টি উইকেট পকেটে পুরেছেন উমেশ যাদব। উইকেট পাননি মহম্মদ শামি ও শার্দুল ঠাকুর।

09 Jun 2023, 10:25:26 PM IST

লড়াই জারি ল্যাবুশানের

৪২ ওভার শেষে দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার স্কোর ৪ উইকেটে ১২০ রান। মার্নাস ল্যাবুশান ৩৯ রানে ব্যাট করছেন। ৬ রানে ব্যাট করছেন ক্যামেরন গ্রিন। ২৯৩ রানে এগিয়ে রয়েছে অস্ট্রেলিয়া।

09 Jun 2023, 10:02:54 PM IST

জীবনদান পাওয়ার এক বল পরেই আউট হেড

৩৬.১ ওভারে রবীন্দ্র জাদেজার বলে বাউন্ডারি লাইনে উমেশ যাদবের হাত থেকে জীবনদান পান ট্রেভিস হেড। সেই বলে ছয় রান উপহার পান তিনি। তবে ৩৬.৩ ওভারে জাদেজার হাতেই ফিরতি ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন ট্রেভিস। ২টি ছক্কার সাহায্যে ২৭ বলে ১৮ রান করে মাঠ ছাড়েন হেড। অস্ট্রেলিয়া ১১১ রানে ৪ উইকেট হারায়। ব্যাট করতে নামেন ক্যামেরন গ্রিন।

09 Jun 2023, 09:50:28 PM IST

১০০ টপকাল অস্ট্রেলিয়া

৩৪তম ওভারে দ্বিতীয় ইনিংসে ১০০ রানের গণ্ডি টপকায় অস্ট্রেলিয়া। তাদের স্কোর ৩ উইকেটে ১০৩ রান। ল্যাবুশান ৩৬ রানে ব্যাট করছেন। ১০ রান করেছেন ট্রেভিস হেড।

09 Jun 2023, 09:31:27 PM IST

স্মিথকে ফেরালেন জাদেজা

৩০.১ ওভারে রবীন্দ্র জাদেজার বলে বড় শট খেলার চেষ্টায় শার্দুল ঠাকুরের হাতে ধরা পড়েন স্টিভ স্মিথ। ৪৭ বলে ৩৪ রান করেন স্মিথ। তিনি ৩টি চার মারেন। অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংসে ৮৬ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন ট্রেভিস হেড। ৩১ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ৩ উইকেটে ৮৭ রান।

09 Jun 2023, 09:14:48 PM IST

অস্ট্রেলিয়ার লিড ছাড়াল ২৫০

২৭ ওভার শেষে দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার স্কোর ২ উইকেটে ৮২ রান। প্রথম ইনিংসের ১৭৩ রানের লিড মিলিয়ে অজিরা এগিয়ে ২৫৫ রানে। স্মিথ ৩২ ও ল্যাবুশান ৩৩ রানে ব্যাট করছেন।

09 Jun 2023, 09:04:50 PM IST

জমাট প্রতিরোধ স্মিথ-ল্যাবুশানের

২৪ ওভার শেষে দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার স্কোর ২ উইকেটে ৬৮ রান। মার্নাস ল্যাবুশান ৩১ রানে ব্যাট করছেন। ২০ রানে অপরাজিত রয়েছেন স্টিভ স্মিথ।

09 Jun 2023, 08:43:49 PM IST

৫০ টপকাল অস্ট্রেলিয়া

২০তম ওভারে দ্বিতীয় ইনিংসে দলগত ৫০ রানের গণ্ডি টপকায় অস্ট্রেলিয়া। ২০ ওভার শেষে তাদের স্কোর ২ উইকেটে ৫১ রান। স্টিভ স্মিথ ২৩ বলে ১৫ রান করেছেন। মেরেছেন ২টি চার। ৫১ বলে ১৯ রান করেছেন ল্যাবুশান। তিনিও ২টি চার মেরেছেন।

09 Jun 2023, 08:19:10 PM IST

খোয়াজাকে ফেরালেন উমেশ

১৪.১ ওভারে উমেশ যাদবের বলে কেএস ভরতের দস্তানায় ধরা পড়েন উসমান খোয়াজা। ৩৯ বলে ১৩ রান করে মাঠ ছাড়েন তিনি। মারেন ২টি চার। অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংসে ২৪ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন স্টিভ স্মিথ। তিনি মাঠে নেমেই ৩ রানে খাতা খোলেন। ওভারের তৃতীয় বলে চার মারেন ল্যাবুশান। ১৫ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ২ উইকেটে ৩১ রান। ১২ রানে ব্যাট করছেন ল্যাবুশান। অস্ট্রেলিয়ার হাতে লিড রয়েছে ২০৪ রানের।

09 Jun 2023, 08:14:00 PM IST

চাপ বজায় রাখলেন ভারতীয় বোলাররা

চায়ের বিরতির পরেও অজি ব্যাটসম্যানদের হাত খোলার সুযোগ দিচ্ছেন ভারতীয় বোলাররা। ১৩ ওভার শেষে দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার স্কোর ১ উইকেটে ২৪ রান। ১৩ রানে ব্যাট করছেন খোয়াজা।

09 Jun 2023, 07:44:29 PM IST

তৃতীয় দিনের চায়ের বিরতি

প্রথম ইনিংসে ১৭৩ রানে এগিয়ে থেকে দ্বিতীয় দফায় ব্যাট করতে নামা অস্ট্রেলিয়া তৃতীয় দিনের চায়ের বিরতিতে ১ উইকেটের বিনিময়ে ২৩ রান সংগ্রহ করে। তারা দ্বিতীয় ইনিংসে ১১ ওভার ব্যাট করে। ল্য়াবুশান ২৬ বলে ৮ রান করে অপরাজিত থাকেন। ৩২ বলে ১৩ রান করে নট-আউট থাকেন উসমান খোয়াজা। ১৪ রানে ১ উইকেট নিয়েছেন মহম্মদ সিরাজ। অস্ট্রেলিয়ার হাতে লিড রয়েছে ১৯৬ রানের।

09 Jun 2023, 07:23:32 PM IST

টাইট বোলিং শামি-সিরাজের

৭ ওভার শেষে দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার স্কোর ১ উইকেটে ১২ রান। ২২ বলে ৭ রান করেছেন খোয়াজা। ১২ বলে ৩ রান করেছেন ল্যাবুশান। শামি ৪ ওভারে ৫ রান খরচ করেছেন। সিরাজ ৩ ওভারে ৭ রান খরচ করে ১টি উইকেট নিয়েছেন।

09 Jun 2023, 07:03:33 PM IST

ডেভিড ওয়ার্নারকে ফেরালেন সিরাজ

৩.৩ ওভারে মহম্মদ সিরাজের বলে কেএস ভরতের দস্তানায় ধরা পড়েন ডেভিড ওয়ার্নার। ৮ বলে ১ রান করেন তিনি। অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংসে ২ রানের মাথায় ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন মার্নাস ল্যাবুশান। ৪ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ১ উইকেটে ২ রান।

09 Jun 2023, 06:54:51 PM IST

অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংস শুরু

যথারীতি দ্বিতীয় ইনিংসেও অস্ট্রেলিয়ার হয়ে ওপেন করতে নামেন ডেভিড ওয়ার্নার ও উসমান খোয়াজা। ভারতের হয়ে বোলিং শুরু করেন মহম্মদ শামি। তৃতীয় বলে ১ রান নিয়ে খাতা খোলেন খোয়াজা। প্রথম ওভারে ১ রান ওঠে।

09 Jun 2023, 06:34:52 PM IST

শামি আউট, বড় লিড অস্ট্রেলিয়ার

৬৯.৪ ওভারে মিচেল স্টার্কের বলে অ্যালেক্স ক্যারির দস্তানায় ধরা পড়েন মহম্মদ শামি। ২টি বাউন্ডারির সাহায্যে ১১ বলে ১৩ রান করেন তিনি। অস্ট্রেলিয়ার ৪৬৯ রানের জবাবে ব্যাট করতে নেমে ভারত প্রথম ইনিংসে অল-আউট হয়ে যায় ২৯৬ রানে। প্রথম ইনিংসের নিরিখে ১৭৩ রানের বড়সড় লিড নেয় অস্ট্রেলিয়া। কামিন্স ৩টি উইকেট নেন। স্টার্ক, বোল্যান্ড ও গ্রিন ২টি করে উইকেট দখল করেন। ১টি উইকেট নেন লিয়ন।

09 Jun 2023, 06:26:19 PM IST

শার্দুল ঠাকুর আউট

৬৮.৩ ওভারে ক্যামেরন গ্রিনের বলে অ্যালেক্স ক্যারির দস্তানায় ধরা পড়েন শার্দুল ঠাকুর। ১০৯ বলে ৫১ রান করেন তিনি। মারেন ৬টি চার। ভারত ২৯৪ রানে ৯ উইকেট হারায়। ব্যাট করতে নামেন মহম্মদ সিরাজ। ৬৮.৫ ওভারে সিরাজকে এলবিডব্লিউ দেন আম্পায়ার। ভারত অল-আউট হয়ে গিয়েছে ধরে নিয়ে অস্ট্রেলিয়ার ক্রিকেটারার কার্যত মাঠের বাইরে চলে যান। তবে সিরাজ রিভিউ নেন। টেলিভিশন রিপ্লেতে দেখা যায় যে, বল সিরাজের ব্যাটে লেগেছে। তাই অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের পুনরায় মাঠে ফিরতে হয়।

09 Jun 2023, 06:22:06 PM IST

দাপুটে হাফ-সেঞ্চুরি শার্দুলের

৬৭তম ওভারে স্কট বোল্যান্ডের বলে জোড়া বাউন্ডারি মারেন মহম্মদ শামি। ৬৮তম ওভারে কামিন্সের বলে ২টি চার মেরে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন শার্দুল ঠাকুর। ৬টি বাউন্ডারির সাহায্যে ১০৮ বলে ৫০ রানের গণ্ডি টপকান শার্দুল। তিনি ৫১ রানে ব্যাট করছেন। শামি করেছেন ১০ রান। ভারতের স্কোর ৮ উইকেটে ২৯২ রান।

09 Jun 2023, 06:11:03 PM IST

উমেশ যাদব আউট

৬৫.৫ ওভারে প্যাট কামিন্সের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন উমেশ যাদব। ১টি বাউন্ডারির সাহায্যে ১১ বলে ৫ রান করেন তিনি। ভারত ২৭১ রানে ৮ উইকেট হারায়। ব্যাট করতে নামেন মহম্মদ শামি। ভারত ফলো-অন বাঁচিয়ে ফেলায় দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামতে বাধ্য হবে অস্ট্রেলিয়া। শার্দুল ৪০ রানে ব্যাট করছেন।

09 Jun 2023, 05:52:48 PM IST

অজিঙ্কা রাহানে আউট

লাঞ্চের বিরতির পরে জোর ধাক্কা খেল ভারত। ৬১.৬ ওভারে প্যাট কামিন্সের বলে অজিঙ্কা রাহানের দুর্দান্ত ক্যাচ ধরেন ক্যামেরন গ্রিন। ১২৯ বলে ৮৯ রান করে সাজঘরে ফেরেন রাহানে। তিনি ১১টি চার ও ১টি ছক্কা মারেন। ভারত ২৬১ রানে ৭ উইকেট হারায়। ব্যাট করতে নামেন উমেশ যাদব।

09 Jun 2023, 05:04:44 PM IST

তৃতীয় দিনের লাঞ্চের বিরতি

অস্ট্রেলিয়ার ৪৬৯ রানের জবাবে ব্যাট করতে নেমে ভারত তৃতীয় দিনের লাঞ্চের বিরতিতে তাদের প্রথম ইনিংসে ৬ উইকেট হারিয়ে ২৬০ রান সংগ্রহ করেছে। তারা সাকুল্যে ৬০ ওভার ব্যাট করে। সুতরাং, অস্ট্রেলিয়ার থেকে ২০৯ রানে পিছিয়ে রয়েছে ভারত। ফলো-অন বাঁচাতে ভারতের দরকার মাত্র ১০ রান। অজিঙ্কা রাহানে ১২২ বলে ৮৯ রান করে অপরাজিত রয়েছেন। তিনি ১১টি চার ও ১টি ছক্কা মেরেছেন। শার্দুল ঠাকুর নট-আউট থাকেন ৮৩ বলে ৩৬ রান করে। তিনি ৪টি চার মেরেছেন।  

09 Jun 2023, 05:02:28 PM IST

রাহানের মতোই নো-বলে আউট হয়ে বাঁচলেন শার্দুল

দ্বিতীয় দিনে ঠিক যেভাবে নো-বলে আউট হয়ে বেঁচে গিয়েছিলেন রাহানে, তৃতীয় দিনে একইভাবে জীবনদান পেলেন শার্দুল। ৫৯.৪ ওভারে কামিন্সের বলে শার্দুলকে এলবিডব্লিউ দেন আম্পায়ার। শার্দুল রিভিউ নেন। তৃতীয় আম্পায়ার টেলিভিশন রিপ্লে দেখে নিশ্চিত করেন যে, ওভার-স্টেপ করেছেন কামিন্স। ফলে সেটি নো-বল হয়। এ যাত্রায় বেঁচে যান শার্দুল। নো-বল না হলে আম্পায়ার্স কলে আউট হতে হতো ঠাকুরকে।

09 Jun 2023, 04:53:37 PM IST

২৫০ টপকাল ভারত

৫৯তম ওভারে দলগত ২৫০ রানের গণ্ডি টপকায় ভারত। লিয়নের ওভারে জোড়া বাউন্ডারি মারেন রাহানে। টিম ইন্ডিয়ার স্কোর ৬ উইকেটে ২৫৯ রান। রাহানে ৮৯ ও শার্দুল ৩৬ রানে ব্যাট করছেন। ১০০ রানের পার্টনারশিপ পূর্ণ করেন রাহানে ও শার্দুল।

09 Jun 2023, 04:36:45 PM IST

৫০০০-এর মাইলস্টোনে রাহানে

দরকার ছিল ৬৯ রান। ওভালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অনায়াসে সেই রান সংগ্রহ করে নেন অজিঙ্কা রাহানে। ফলে তিনি টপকে যান দুর্দান্ত এক ব্যক্তিগত মাইলস্টোন। টেস্ট কেরিয়ারের ৫০০০ রান পূর্ণ করেন অজিঙ্কা। ৫৫ ওভার শেষে প্রথম ইনিংসে ভারতের স্কোর ৬ উইকেটে ২৩৪ রান। ৭১ রানে ব্যাট করছেন রাহানে। ৩০ রান করেছেন শার্দুল।

09 Jun 2023, 04:20:00 PM IST

জমাট জুটি রাহানে-শার্দুলের

৫২ ওভার শেষে প্রথম ইনিংসে টিম ইন্ডিয়ার স্কোর ৬ উইকেটে ২২০ রান। অজিঙ্কা রাহানে ১০২ বলে ৬৫ রান করেছেন। তিনি ৮টি চার ও ১টি ছক্কা মেরেছেন। ৫৩ বলে ২৩ রান করেছেন শার্দুল ঠাকুর। তিনি ২টি চার মেরেছেন। ইতিমধ্যে ৬৮ রানের পার্টনারশিপ গড়েছেন রাহানে-শার্দুল।

09 Jun 2023, 04:02:42 PM IST

২০০ টপকাল ভারত

৪৯তম ওভারে দলগত ২০০ রানের গণ্ডি টপকে যায় ভারত। ক্যামেরন গ্রিনের বলে ২টি চার মারেন রাহানে। টিম ইন্ডিয়ার স্কোর ৬ উইকেটে ২০৯ রান। রাহানে ৬২ রানে ব্য়াট করছেন। তিনি ৮টি চার ও ১টি ছক্কা মেরেছেন। ১৬ রানে ব্যাট করছেন শার্দুল।

09 Jun 2023, 03:47:16 PM IST

হাফ-সেঞ্চুরি রাহানের

৪৬তম ওভারে প্যাট কামিন্সের বলে ১টি চার ও ১টি ছক্কা হাঁকিয়ে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন অজিঙ্কা রাহানে। ৬টি চার ও ১টি ছক্কার সাহায্যে অর্ধশতরানের গণ্ডি টপকান অজিঙ্কা। ভারতের স্কোর ৬ উইকেটে ১৯১ রান। রাহানে ৫২ ও শার্দুল ১২ রানে ব্যাট করছেন।

09 Jun 2023, 03:38:36 PM IST

জীবনদান পেলেন শার্দুল

৪৩.২ ওভারে প্যাট কামিন্সের বলে গালিতে শার্দুল ঠাকুরের ক্যাচ ছাড়েন ক্যামেরন গ্রিন। ৪৪ ওভার শেষে ভারতের স্কোর ৬ উইকেটে ১৭৫ রান। রাহানে ৩৯ ও শার্দুল ৯ রানে ব্যাট করছেন।

09 Jun 2023, 03:28:08 PM IST

বিপর্যয় রোধে রাহানে-শার্দুল

৪২ ওভার শেষে প্রথম ইনিংসে ভারতের স্কোর ৬ উইকেটে ১৬৭ রান। ৩৩ রানে ব্যাট করছেন রাহানে। শার্দুল ঠাকুর অপরাজিত রয়েছেন ৮ রান করে।

09 Jun 2023, 03:04:55 PM IST

প্রথম ওভারেই আউট কেএস ভরত

দিনের প্রথম ওভারেই আউট কেএস ভরত। ৩৮.২ ওভারে স্কট বোল্যান্ডের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন শ্রীকর। ১৫ বলে ৫ রান করেন তিনি। ভারত ১৫২ রানে ৬ উইকেট হারায়। ব্যাট করতে নামেন শার্দুল ঠাকুর। ৩৯ ওভার শেষে ভারতের স্কোর ৬ উইকেটে ১৫৪ রান।

09 Jun 2023, 03:02:24 PM IST

তৃতীয় দিনের খেলা শুরু

তৃতীয় দিনের শুরুতে ব্যাট করতে নামেন গতদিনের দুই অপরাজিত ব্যাটসম্যান অজিঙ্কা রাহানে ও কেএস ভারত। অস্ট্রেলিয়ার হয়ে বোলিং শুরু করেন স্কট বোল্যান্ড। প্রথম বলেই ১ রান নিয়ে স্কোর বোর্ড চালু করেন রাহানে।

09 Jun 2023, 02:41:17 PM IST

ফলো-অন বাঁচাতে পারবে ভারত?

অস্ট্রেলিয়ার থেকে এখনও ৩১৮ রানে পিছিয়ে রয়েছে ভারত। সুতরাং, ফলো-অন বাঁচাতে হলে ভারতকে এখনও ১১৯ রান তুলতে হবে। ৫ উইকেট হাতে নিয়ে টিম ইন্ডিয়া সেই লক্ষ্যে পৌঁছতে পারে কিনা, সেটাই হবে দেখার। তবে এটা নিশ্চিত যে, ভারতের ঘুরে দাঁড়ানো অনেকটাই নির্ভর করছে অজিঙ্কা রাহানের উপর।

09 Jun 2023, 02:15:05 PM IST

দ্বিতীয় দিনের স্কোর

দ্বিতীয় দিনে অস্ট্রেলিয়া তাদের প্রথম ইনিংসে অল-আউট হয় ৪৬৯ রানে। তারা সাকুল্যে ১২১.৩ ওভার ব্যাট করে। ট্রেভিস হেড ১৬৩ ও স্টিভ স্মিথ ১২১ রান করেন। মহম্মদ সিরাজ ৪টি এবং শামি ও শার্দুল ২টি করে উইকেট নেন। পালটা ব্যাট করতে নেমে ভারত দ্বিতীয় দিনের শেষে ৩৮ ওভারে তাদের প্রথম ইনিংসে ৫ উইকেটের বিনিময়ে ১৫১ রান তোলে। ৪৮ রান করে আউট হন রবীন্দ্র জাদেজা। রাহানে ২৯ ও কেএস ভরত ৫ রানে নট-আউট থাকেন।

09 Jun 2023, 02:15:06 PM IST

প্রথম দিনের স্কোর

ওভালে টস জিতে অস্ট্রেলিয়াকে শুরুতে ব্যাট করার আমন্ত্রণ জানান ভারত অধিনায়ক রোহিত শর্মা। অস্ট্রেলিয়া প্রথম দিনের শেষে ৮৫ ওভারে ৩ উইকেটের বিনিময়ে ৩২৭ রান সংগ্রহ করে। স্টিভ স্মিথ ৯৫ ও ট্রেভিস হেড ১৪৬ রানে অপরাজিত থাকেন।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

কালাষ্টমীতে ঘটতে চলেছে আশ্চর্যজনক সংযোগ, কাল ভৈরবের আরাধনা দেবে কাঙ্ক্ষিত ফল খবর পাক্কা! শান্তনুর সঙ্গে প্রেম ভেঙেছে কমল হাসান কন্যা শ্রুতির স্ত্রীর গয়নাতে স্বামীর অধিকার কতটা? বিবাহিতরা জেনে নিন সুপ্রিম নির্দেশ ৪ দিন ধরে নিখোঁজ ‘তারক মেহতা কা উল্টা চশমা’র ‘সোধি’ গুরুচরণ সিং, দায়ের অভিযোগ শাহজাহানের অস্ত্রভাণ্ডার লুকাতেই কি EDর ওপর হামলা? অস্ত্র উদ্ধারে উঠছে প্রশ্ন কানাডায় ফ্রিতে খাবার নেয়, সোশ্যাল মিডিয়ায় কোণঠাসা ভারতীয় যুবক, মুখ খুললেন HT-তে রিচার হবু সন্তানকে আদর! বেবি বাম্পে চুমুই খেয়ে বসলেন রেখা একই IPL-এ প্রথমবার ৩ অর্ধশতরান নারিনের! অরেঞ্জ ক্যাপের তালিকায় দুইয়ে 'দেহত্যাগ করুন', অভিজিৎকে বেনজির আক্রমণ মমতার, SSC মামলায় পদত্যাগ করতে বলেছিলেন বড় খবর! হোয়াটস অ্যাপ কি চলে যাচ্ছে ভারত থেকে? যা হল হাইকোর্টে সবটা জেনে নিন

Latest IPL News

একই IPL-এ প্রথমবার ৩ অর্ধশতরান নারিনের! অরেঞ্জ ক্যাপের তালিকায় দুইয়ে বয়স বাড়ছে,তাই তরুণদের সুযোগ দেওয়া উচিত, বিরাট-রোহিতদের বার্তা যুবরাজের বিশ্বকাপ ফাইনালের ব্যাটে স্প্রিং লাগানো ছিল? অবশেষে জবাব দিলেন রিকি পন্টিং IPL-এর গত মরশুমে ৯০০-এর কাছাকাছি রান করেও যদি দলে সুযোগ না পাই… বার্তা শুভমনের হার্দিক নয়, বিশ্বকাপে এই ধ্বংসাত্মক অল-রাউন্ডারকে চাইই চাই ভারতের, দাবি যুবরাজের আমাকে একটা বল তো খেলতে দাও:- বাবরদের অনুশীলনে কাতর আবেদন পাকিস্তানের নির্বাচকের নাইট রাইডার্সে নিশাচর প্রাণী,দিনে ঘুমোয়,রাতে জাগে, কাদের কথা বললেন ওয়াসিম আক্রম? বেটিং অ্যাপে IPL স্ট্রিমিং! তামান্নাকে সমন মহারাষ্ট্র সাইবার সেলের;এড়ালেন সঞ্জু স্লো উইকেটে ২০৭ করতে পারে না, আবার টার্গেট ৩০০, হেডের সমালোচনায় হার্শেল গিবস মাত্র ৮ ম্যাচেই ১০০ ছক্কা, রেকর্ড বুকে নাম উঠল সানরাইজার্স হায়দরাবাদের

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.