সিরিজ জিতলেও চট্টগ্রামে ভারতের কাছে তৃতীয় তথা শেষ ওয়ান ডে ম্যাচে কার্যত লাঞ্ছিত হতে হয় বাংলাদেশকে। ঘাড়ের উপর ৪০৯ রানের বোঝা নিয়ে ব্যাট করতে নেমে বাংলাদেশ অল-আউট হয় মাত্র ১৮২ রানে। ২২৭ রানের বিশাল ব্যবধানে ম্যাচ হেরে তাই মিশ্র প্রতিক্রিয়া দেখা যায় বাংলাদেশ দলনায়ক লিটন দাসের মধ্যে।
ভারতের মতো শক্তিশালী দলের বিরুদ্ধে সিরিজ জয়ের জন্য উচ্ছ্বাস ছিলই। বাংলাদেশ ক্রিকেটের পক্ষে যে এটা ইতিবাচক লক্ষণ, সেটা অস্বীকার করেননি লিটন। তবে তিনি কার্যত মেনে নিতে বাধ্য হন যে, ভারত ৪০০ রানের ইনিংস গড়তেই বাংলাদেশের হার নিশ্চিত হয়ে যায়।
পুরস্কার বিতরণী মঞ্চে লিটন স্পষ্ট জানান যে, ৩৩০-৩৪০ রান তাড়া করা যায়। তবে ৪০০ রান তাড়া করে জয় তুলে নেওয়া সম্ভব নয় তাদের পক্ষে। তিনি এও মেনে নেন যে, ইশান কিষাণকে থামানোর কোনও উপায় ছিল না তাঁদের কাছে।
আরও পড়ুন:- IND vs BAN 3rd ODI: বাংলাদেশকে ২২৭ রানের বিরাট ব্যবধানে বিধ্বস্ত করল ভারত
লিটন বলেন, ‘ইশান ও বিরাট সত্যিই দারণ ব্যাট করছে। ইশানকে কুর্নিশ। আমরা নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। বোলাররা সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছে। তবে ইশানকে থামানোর কোনও উপাই খুঁজে পাইনি আমরা।’
পরক্ষণে লিটন আরও বলেন, ‘যদি ৩৩০-৩৪০ রান হতো, তখন অন্যরকম খেলা হতে পারত। তবে ৪০০ রান তাড়া করে জেতা সম্ভব নয়। ভারত অত্যন্ত ভালো দল। এই সিরিজে আমরা সত্যিই ভালো ক্রিকেট খেলেছি।’
আরও পড়ুন:- IND vs BAN: দ্রুততম ডাবল সেঞ্চুরি ইশানের, দেখে নিন ODI ক্রিকেটে আর কারা ২০০ রান করেছেন
উল্লেখ্য, চট্টগ্রামে ইশান কিষাণ ২৪টি চার ও ১০টি ছক্কার সাহায্যে ১৩১ বলে ২১০ রানের অবিশ্বাস্য ইনিংস খেলেন। সুতরাং, পালটা ব্যাট করতে নেমে তাঁর একার রানেই পৌঁছতে পারেনি বাংলাদেশ।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।