বাংলা নিউজ > ময়দান > IND vs BAN 1st Test: শেষ বলে আউট অক্ষর, শ্রেয়স-পূজারার ব্যাটে ঘুরে দাঁড়াল ভারত
হাফ-সেঞ্চুরি শ্রেয়স-পূজারার। ছবি- এপি।

IND vs BAN 1st Test: শেষ বলে আউট অক্ষর, শ্রেয়স-পূজারার ব্যাটে ঘুরে দাঁড়াল ভারত

India vs Bangladesh 1st Test Day 1 Live Score: লাঞ্চের আগেই ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় টিম ইন্ডিয়া। পূজারা ও শ্রেয়সের জোড়া হাফ-সেঞ্চুরির সুবাদে প্রথম ইনিংসে ঘুরে দাঁড়ায় ভারত।

বাংলাদেশ সফরে ৩ ম্যাচের ওয়ান ডে সিরিজে ভারত ১-২ ব্যবধানে হেরে বসেছে। এবার লড়াই টেস্ট সিরিজের। উল্লেখযোগ্য বিষয় হল, টিম ইন্ডিয়া চট্টগ্রামের শেষ ওয়ান ডে ম্যাচে শাকিবদের দুরমুশ করে আত্মবিশ্বাস বাড়িয়ে রেখেছে। সিরিজের প্রথম টেস্টর খেলা সেই চট্টগ্রামেই। ভারতের কাছে ২ ম্যাচের টেস্ট সিরিজটি মহা গুরুত্বপূর্ণ। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যেতে হলে টিম ইন্ডিয়াকে ২টি টেস্টে জিততেই হবে। এমনটা নয় যে, কোনও ম্যাচ হারলে সুযোগ থাকবে না ভারতের সামনে। তবে এর পরেই যেহেতু শক্তিশালী অস্ট্রেলিয়ার মুখোমুখি হতে হবে লোকেশ রাহুলদের, তাই তুলনায় দুর্বল বাংলাদেশের বিরুদ্ধে হারলে তার বড়সড় মাশুল দিতে হতে পারে ভারতীয় দলকে।

14 Dec 2022, 04:12:26 PM IST

অক্ষর প্যাটেল আউট, প্রথম দিনের খেলা শেষ

দিনের একেবারে শেষ বলে আউট হয়ে সাজঘরে ফিরলেন অক্ষর প্যাটেল। ৮৯.৬ ওভারে মেহেদি হাসান মিরাজের বলে এলবডিব্লিউ হন অক্ষর। রিভিউ নিয়েও বাঁচেননি তিনি। আম্পায়ার্স কলে আউট হতে হয় অক্ষরকে। তিনি ২৬ বলে ১৩ রান করেন। মারেন ২টি চার। ভারত ২৭৮ রানে ৬ উইকেট হারালে প্রথম দিনের খেলা শেষ হয়। অক্ষর যদিও একবার ভাগ্যজোরে আউট হওয়া থেকে বেঁচে গিয়েছিলেন। ৮৬.৩ ওভারে তাইজুলের বলে অক্ষরের বিরুদ্ধে এলবিডব্লিউ আবেদন জানিয়েছিল বাংলাদেশ। আম্পায়ার আউট দেননি। রিভিউ নেয়নি বাংলাদেশ। তবে টেলিভিশন রিপ্লেতে দেখা যায় যে বল অক্ষরের ব্যাটের কানায় লেগে ফিল্ডার জাকিরের হাতে গিয়েছিল। অর্থাৎ, বাংলাদেশ রিভিউ নিলে তখনই ক্যাচ আউট হয়ে মাঠ ছাড়তে হতে অক্ষরকে। প্রথম দিনের শেষে শ্রেয়স আইয়ার নট-আউট থাকেন ব্যক্তিগত ৮২ রানে। ১৬৯ বলের ইনিংসে তিনি ১০টি চার মেরেছেন। মেহেদি ৭১ রানে ২টি উইকেট নিয়েছেন। তাইজুল ৮৪ রানে ৩টি উইকেট দখল করেন।

14 Dec 2022, 03:50:25 PM IST

চেতেশ্বর পূজারা আউট

৮৪.২ ওভারে তাইজুল ইসলামের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন চেতেশ্বর পূজারা। নিশ্চিত শতরান মাঠে ফেলে আসেন তিনি। পূজারা ১১টি বাউন্ডারির সাহায্যে ২০৩ বলে ৯০ রান করে সাজঘরে ফেরেন। ভারত ২৬১ রানে ৫ উইকেট হারায়। ব্যাট করতে নামেন অক্ষর প্যাটেল।

14 Dec 2022, 03:48:50 PM IST

'বোল্ড' হয়েও বেঁচে গেলেন শ্রেয়স

৮৩.৫ ওভারে এবাদত হোসেনের বলে ব্যাট লাগাতে পারেননি শ্রেয়স আইয়ার। বল গিয়ে লাগে স্টাম্পে। বেল ও স্টাম্পের লাইট জ্বলে ওঠে। তবে বেল স্টাম্পের মাথা থেকে পড়ে যায়নি। তাই নট-আউট ঘোষিত হন শ্রেয়স।

14 Dec 2022, 03:25:24 PM IST

২৫০ ছুঁল ভারত

৮০ ওভার শেষে ভারত তাদের প্রথম ইনিংসে ৪ উইকেটের বিনিময়ে ২৫০ রান তুলেছে। পূজারা ১৯১ বলে ৮৭ রান করেছেন। মেরেছেন ১১টি চার। ১৪৬ বলে ৭২ রান করেছেন শ্রেয়স আইয়ার। মেরেছেন ১০টি চার। বাংলাদেশ দ্বিতীয় নতুন বল নেয় ৮০ ওভারের খেলা শেষ হওয়া মাত্রই।

14 Dec 2022, 03:17:05 PM IST

বড় রানের পথে টিম ইন্ডিয়া

৭৭ ওভার শেষে ভারতের স্কোর ৪ উইকেটে ২৪০ রান। ১৮১ বলে ৮২ রান করেছেন চেতেশ্বর পূজারা। তিনি ১০টি চার মেরেছেন। ৬৭ রানে ব্যাট করছেন শ্রেয়স আইয়ার। ৭৫.৪ ওভারে মেহেদি হাসান মিরাজের বলে এবাদতের হাত থেকে জীবনদান পান শ্রেয়স।

14 Dec 2022, 02:50:19 PM IST

৭০ ওভারের খেলা শেষ

৭০ ওভার শেষে ভারত তাদের প্রথম ইনিংসে ৪ উইকেটের বিনিময়ে ২২২ রান তুলেছে। ১২৪ বলে ৬৩ রান করেছেন শ্রেয়স আইয়ার। মেরেছেন ৯টি চার। ১৫৩ বলে ৬৮ রান করেছেন পূজারা। তিনি ৭টি চার মেরেছেন।

14 Dec 2022, 02:28:40 PM IST

হাফ-সেঞ্চুরি শ্রেয়সের

৭টি বাউন্ডারির সাহায্যে ৯৩ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন শ্রেয়স আইয়ার। ৬৩ ওভার শেষে ভারতের স্কোর ৪ উইকেটে ২০৩ রান। পূজারা ৬১ ও শ্রেয়স ৫১ রানে ব্যাট করছেন।

14 Dec 2022, 02:18:35 PM IST

হাফ-সেঞ্চুরি পূজারার

৬টি বাউন্ডারির সাহায্যে ১২৫ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন চেতেশ্বর পূজারা। ৬০ ওভার শেষে ভারতের স্কোর ৪ উইকেটে ১৯৪ রান। পূজারা ৫৮ ও শ্রেয়স ৪৫ রানে ব্যাট করছেন।

14 Dec 2022, 01:47:11 PM IST

চায়ের বিরতি

প্রথম দিনের চায়ের বিরতিতে ভারত তাদের প্রথম ইনিংসে ৪ উইকেটের বিনিময়ে ১৭৪ রান তুলেছে। শ্রেয়স আইয়ার ৭৭ বলে ৪১ রান করেছেন। তিনি ৫টি চার মেরেছেন। ১১৬ বলে ৪২ রান করেছেন চেতেশ্বর পূজারা। তিনি ৪টি চার মেরেছেন।

14 Dec 2022, 01:35:22 PM IST

জমাট ব্যাটিং শ্রেয়স-পূজারার

৫৩ ওভার শেষে প্রথম ইনিংসে ভারতের সংগ্রহ ৪ উইকেটে ১৬৫ রান। শ্রেয়স আইয়ার ৩৪ ও চেতেশ্বর পূজারা ৪০ রানে ব্যাট করছেন। ২ জনেই ৪টি করে বাউন্ডারি মেরেছেন।

14 Dec 2022, 01:14:28 PM IST

১৫০ টপকাল ভারত

৪৬তম ওভারে প্রথম ইনিংসে ১৫০ রানের গণ্ডি টপকে যায় ভারত। টিম ইন্ডিয়ার স্কোর ৪ উইকেটে ১৫৫ রান। ৯০ বলে ৩৭ রান করেছেন চেতেশ্বর পূজারা। তিনি ৪টি চার মেরেছেন। 

14 Dec 2022, 12:45:32 PM IST

৪০ ওভারের খেলা শেষ

৪০ ওভার শেষে ভারতের স্কোর ৪ উইকেটে ১২৮ রান। ২৬ বলে ১০ রান করেছেন শ্রেয়স আইয়ার। তিনি ১টি চার মেরেছেন। ৭১ বলে ২৭ রান করেছেন পূজারা। তিনি ৩টি চার মেরেছেন।

14 Dec 2022, 12:11:35 PM IST

ঋষভ পন্ত আউট

৩১.৪ ওভারে মেহেদি হাসান মিরাজের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন ঋষভ পন্ত। ঠিক আগের বলেই ছক্কা হাঁকিয়েছিলেন ঋষভ। ৪৫ বলে ৪৬ রান করে সাজঘরে ফেরেন পন্ত। তিনি ৬টি চার ও ২টি ছক্কা মারেন। ভারত ১১২ রানে ৪ উইকেট হারায়। ব্যাট করতে নামেন শ্রেয়স আইয়ার। ৩২ ওভার শেষে টিম ইন্ডিয়ার স্কোর ৪ উইকেটে ১১৬ রান। পূজারা ২২ রানে ব্যাট করছেন।

14 Dec 2022, 12:09:30 PM IST

১০০ ছুঁল ভারত

৩০তম ওভারে দলগত ১০০ রানের গণ্ডি ছুঁয়ে ফেলে ভারত। টিম ইন্ডিয়ার স্কোর ৩ উইকেটে ১০০ রান। ঋষভ পন্ত ৩৬ ও চেতেশ্বর পূজারা ২০ রানে ব্যাট করছেন। 

14 Dec 2022, 11:55:07 AM IST

জীবনদান পেলেন পূজারা

লাঞ্চের পরে প্রথম ওভারেই জীবনদান পান চেতেশ্বর পূজারা। ২৬.২ ওভারে এবাদতের বল পূজারার ব্যাটের কানা নিয়ে উইকেটকিপারের কাছে পৌঁছলেও ক্যাচ ধরকে পারেননি নুরুল। বল বাউন্ডারি লাইনের বাইরে চলে যায়। ২৭ ওভার শেষে ভারতের স্কোর ৩ উইকেটে ৯০ রান।

14 Dec 2022, 11:09:57 AM IST

লাঞ্চের বিরতি

প্রথম দিনের লাঞ্চে ভারত তাদের প্রথম ইনিংসে ৩ উইকেটের বিনিময়ে ৮৫ রান সংগ্রহ করেছে। প্রথম সেশনে সাকুল্যে ২৬ ওভার ব্যাট করে টিম ইন্ডিয়া। ঋষভ পন্ত ২৬ বলে ২৯ রান করেছেন। তিনি ৪টি চার ও ১টি ছক্কা মেরেছেন। চেতেশ্বর পূজারা ১টি বাউন্ডারির সাহায্যে ৩২ বলে ১২ রান করেছেন। তাইজুল ৩৪ রানের বিনিময়ে ২টি উইকেট নিয়েছেন।

14 Dec 2022, 11:01:13 AM IST

ব্যাট চালাচ্ছেল পন্ত

২৪তম ওভারে তাইজুলের বলে ১টি চার ও ১টি ছক্কা মারেন ঋষভ পন্ত। ২৫তম ওভারে মেহেদির বলে ১টি চার মারেন তিনি। ২৫ ওভার শেষে ভারতের স্কোর ৩ উইকেটে ৭৬ রান। পন্ত ২৩ বলে ২৪ রান করেছেন। ৮ রানে ব্যাট করছেন পূজারা।

14 Dec 2022, 10:47:04 AM IST

৫০ টপকাল ভারত

২১তম ওভারে প্রথম ইনিংসে দলগত ৫০ রানের গণ্ডি ছুঁয়ে ফেলে ভারত। ২২ ওভার শেষে টিম ইন্ডিয়ার স্কোর ৩ উইকেটে ৫৫ রান। পূজারা ২৩ বলে ৫ রান করেছেন। ১১ বলে ৬ রান করেছেন ঋষভ পন্ত। তিনি ১টি চার মেরেছেন। তাইজুল ৮ ওভারে ৪টি মেডেন-সহ ১২ রানের বিনিময়ে ২টি উইকেট নিয়েছেন।

14 Dec 2022, 10:34:20 AM IST

বিরাট কোহলি আউট

১৯.৩ ওভারে তাইজুল ইসলামের বলে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফেরেন বিরাট কোহলি। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি তিনি। ৫ বলে ১ রান করেন কোহলি। ভারত ৪৮ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন ঋষভ পন্ত।

14 Dec 2022, 10:30:33 AM IST

লোকেশ রাহুল আউট

১৮.১ ওভারে খালেদ আহমেদের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন লোকেশ রাহুল। ৫৪ বলে ২২ রান করেন ভারত অধিনায়ক। তিনি ৩টি চার মারেন। ভারত ৪৫ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন বিরাট কোহলি। ১৯ ওভার শেষে টিম ইন্ডিয়ার স্কোর ২ উইকেটে ৪৮ রান। পূজারা ৪ রানে ব্যাট করছেন।

14 Dec 2022, 10:00:57 AM IST

শুভমন গিল আউট

১৩.২ ওভারে তাইজুল ইসলামের বলে ইয়াসির আলির হাতে ধরা পড়েন শুভমন গিল। তাইজুলকে সুইপ শটে বাউন্ডারিতে পাঠানোর চেষ্টা করেন গিল। বল ব্যাটের উপরের কানায় লেগে হাওয়ায় ভেসে যায়। স্লিপে ফিল্ডিং করা ইয়াসির লেগ স্লিপ অঞ্চলে দৌড়ে গিয়ে ক্যাচ ধরেন। ৪০ বলে ২০ রান করেন গিল। মারেন ৩টি চার। ভারত ৪১ রানে ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন চেতেশ্বর পূজারা।

14 Dec 2022, 09:46:38 AM IST

১০ ওভারের খেলা শেষ

১০ ওভার শেষে ভারতের সংগ্রহ বিনা উইকেটে ৩৫ রান। ২৯ বলে ১৬ রান করেছেন লোকেশ রাহুল। তিনি ৩টি চার মেরেছেন। ৩২ বলে ১৮ রান করেছেন শুবমন গিল। তিনিও ৩টি চার মেরেছেন।

14 Dec 2022, 09:27:32 AM IST

আত্মবিশ্বাসী শুরু ভারতের

৬ ওভার শেষে ভারত কোনও উইকেট না হারিয়ে ২১ রান তুলেছে। ১৯ বলে ৮ রান করেছেন শুভমন গিল। তিনি ১টি চার মেরেছেন। ১৭ বলে ১৩ রান কেরেছেন লোকেশ রাহুল। তিনি ৩টি চার মেরেছেন।

14 Dec 2022, 09:03:21 AM IST

ম্যাচ শুরু, গিলকে নিয়ে ওপেনে রাহুল

শুভমন গিলকে সঙ্গে নিয়ে ওপেন করতে নামেন লোকেশ রাহুল। বোলিং শুরু করেন এবাদত হোসেন। তৃতীয় বলে চার মেরে খাতা খোলেন লোকেশ। প্রথম ওভারে ৪ রান ওঠে।

14 Dec 2022, 08:45:58 AM IST

বাংলাদেশের প্রথম একাদশ

নাজমুল হোসেন শান্ত, জাকির হাসান, ইয়াসির আলি, শাকিব আল হাসান (ক্যাপ্টেন), মুশফিকুর রহিম, লিটন দাস, নুরুল হাসান (উইকেটকিপার), মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ ও এবাদত হোসেন।

14 Dec 2022, 08:42:17 AM IST

ভারতের প্রথম একাদশ

লোকেশ রাহুল (ক্যাপ্টেন), শুভমন গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, ঋষভ পন্ত (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, উমেশ যাদব ও মহম্মদ সিরাজ।  

14 Dec 2022, 08:32:30 AM IST

টস জিতল ভারত

চট্টগ্রামে বাংলাদেশের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টে টস জিতল ভারত। টস জিতে শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নেন লোকেশ রাহুল। বাংলাদেশ দলনায়ক শাকিব আল হাসানও জানান যে, তিনি টস জিতলে শুরুতে ব্যাট করার সিদ্ধান্তই নিতেন। যদিও শেষমেশ রান তাড়া করতে হবে হোম টিমকে। ভারত এই ম্যাচে তিনজন স্পিনার খেলাচ্ছে। অশ্বিন ও অক্ষরের সঙ্গে মাঠে নামার সুযোগ পেয়ে গেলেন কুলদীপ যাদব, বুধবারই যাঁর জন্মদিন। রোহিতের অনুপস্থিতিতে ভারতের টেস্ট স্কোয়াডে ঢুকে পড়লেও চট্টগ্রামে মাঠে নামা হল না বাংলার অভিমন্যু ঈশ্বরনের।

14 Dec 2022, 08:27:42 AM IST

টেস্ট অভিষেক জাকিরের

ভারতীয়-এ দলের বিরুদ্ধে ২ ম্যাচের বেসরকারি টেস্টে সিরিজে বাংলাদেশ-এ দলের হয়ে দুর্দান্ত ব্য়াটিং করেন জাকির হাসান। তার পুরস্কার পেলেন তিনি। চট্টগ্রামে ভারতের বিরুদ্ধে টেস্ট অভিষেক হচ্ছে তাঁর। জাকিরের হাতে বাংলাদেশের টেস্ট ক্যাপ তুলে দেন ক্যাপ্টেন শাকিব আল হাসান।  

14 Dec 2022, 07:41:51 AM IST

টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলে ভারতের অবস্থান

বাংলাদেশের বিরুদ্ধে ২ ম্যাচের সিরিজ শুরুর আগে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলের চার নম্বরে রয়েছে ভারত। ১২টি টেস্টে টিম ইন্ডিয়ার সংগ্রহে রয়েছে ৫২.০৮ গড়ে ৭৫ পয়েন্ট। এই সিরিজ থেকে সর্বোচ্চ ২৪ পয়েন্ট সংগ্রহ করে নেওয়ার হাতছানি রয়েছে ভারতের সামনে।

14 Dec 2022, 07:41:51 AM IST

ওয়ান ডে সিরিজের ফলাফল

মীরপুরের প্রথম ২টি ওয়ান ডে ম্যাচে ভারতকে হারিয়ে দেয় বাংলাদেশ। চট্টগ্রামের তৃতীয় ওয়ান ডে ম্যাচে ভারত এতকরফাভাবে উড়িয়ে দেয় বাংলাদেশকে। যদিও তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ ২-১ ব্যবধানে জিতে নেন লিটন দাসরা।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

ঘণ্টায় সাড়ে ৬ লাখ টাকা খরচ! ডায়মন্ড মডেলের হিসেব দিলেন অভিষেক,১০ বছরে কত জানেন? কীভাবে ব্যাকিং ছাড়া এক দশক পার করলেন বলিউডে? সহজ সত্যিটা বললেন তাপসী দুরন্ত তুষার দেশপান্ডের গতির সামনে থমকে গেল ট্র্যাভিসদের SRH, ৭৮ রানে জিতল CSK SRK-র ছেলের বলে মারতে পারল না রিঙ্কু, KKR ফ্যানরা বলল 'স্টার্ক কে? আব্রাম খেলুক! কসবার আনন্দপুরে রক্তাক্ত বিজেপি নেত্রী, গ্রেফতার আসরাফ সহ ২ 'সব ঠিক আছে তো?' ছেলেকে নিয়েই জন্মদিনের আনন্দে মাতোয়ারা কোয়েল, গরহাজির রানে DC ম্যাচের আগে ইডেনের পিচ নিয়ে কি খুশি নন KKR-এর হেড কোচ চন্দ্রকান্ত পণ্ডিত 'বাবা, আমি আর পারছি না!' দুর্গাপুরে ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার রহস্যমৃত্যু ক্লপ যুগের শেষ, এবার লিভারপুলের দায়িত্বে আর্নে স্লট ইডেন গার্ডেন্সে নাইটদের বধ করে মিষ্টি দই দিয়ে সেলিব্রেশন পঞ্জাব ক্রিকেটারদের

Latest IPL News

দুরন্ত তুষার দেশপান্ডের গতির সামনে থমকে গেল ট্র্যাভিসদের SRH, ৭৮ রানে জিতল CSK SRK-র ছেলের বলে মারতে পারল না রিঙ্কু, KKR ফ্যানরা বলল 'স্টার্ক কে? আব্রাম খেলুক! DC ম্যাচের আগে ইডেনের পিচ নিয়ে কি খুশি নন KKR-এর হেড কোচ চন্দ্রকান্ত পণ্ডিত ইডেন গার্ডেন্সে নাইটদের বধ করে মিষ্টি দই দিয়ে সেলিব্রেশন পঞ্জাব ক্রিকেটারদের ইডেনের পিচ পরীক্ষায় DC ডিরেক্টর সৌরভ, KKR-র জন্য নাইটদের অনুশীলনে শাহরুখ রিঙ্কুর পর আবার কোন ক্রিকেটার পেলেন বিরাট কোহলির ব্যাট? দেখুন… IPL 2024-বোলারদের বাঁঁচান, আইপিএলে ব্যাটারদের দাদাগিরি দেখে আবেদন অশ্বিনের ১৫ বছর ধরে জেতাচ্ছি, নিজেরা না খেলে এরা স্ট্রাইক রেট নিয়ে লাফাচ্ছে, তোপ বিরাটের অপরাজিত ৭০-এও নায়ক নন কোহলি, ৪১ বলের শতরানে RCB-কে জেতালেন ব্রিটিশ তারকা IPL 2024- দিল্লি ম্যাচের আগেই দুই ক্রিকেটারকে নিয়ে বড় আপডেট দিলেন নাইটদের কোচ

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.