বাংলা নিউজ > ময়দান > IND vs BAN 1st Test: গিল-পূজারার জোড়া শতরান, তৃতীয় দিনের শেষে ম্যাচের রাশ ভারতের হাতে
শতরানের পরে পূজারাকে অভিনন্দন কোহলির। ছবি- এপি।

IND vs BAN 1st Test: গিল-পূজারার জোড়া শতরান, তৃতীয় দিনের শেষে ম্যাচের রাশ ভারতের হাতে

India vs Bangladesh 1st Test Day 3 Live Score: জয়ের জন্য বাংলাদেশের সামনে ৫০০-র বেশি রানের টার্গেট ঝুলিয়ে দেয় টিম ইন্ডিয়া। তৃতীয় দিনের শেষ বেলাটুকু নির্বিঘ্নে কাটিয়ে দেন বাংলাদেশের দুই ওপেনার।

বাংলাদেশ সফরের ওয়ান ডে সিরিজে চোট-আঘাতে জর্জরিত ভারতীয় দলের সার্বিক পারফর্ম্যান্স নিতান্ত খারাপ ছিল না। তা সত্ত্বেও ৩ ম্যাচের একদিনের সিরিজে ভারত ১-২ ব্যবধানে হার মানে। এবার টেস্ট সিরিজের শুরুতেই দাপট দেখাচ্ছে টিম ইন্ডিয়া। চট্টগ্রামে সিরিজের প্রথম টেস্টর শুরুটা ভালো না হলেও প্রথম দিনের শেষে ঘুরে দাঁড়ায় টিম ইন্ডিয়া। দ্বিতীয় দিনে খেলার রাশ পুরোপুরি নিজেদের হাতে নিয়ে নেন লোকেশ রাহুলরা। তৃতীয় দিনে শাকিব আল হাসানদের তাদের ঘরের মাঠেই আরও কোণঠাসা করে ভারত।

16 Dec 2022, 04:14:55 PM IST

তৃতীয় দিনের খেলা শেষ

জয়ের জন্য ৫১৩ রানের লক্ষ্যমাত্রা সামনে নিয়ে ব্যাট করতে নেমে বাংলাদেশ তৃতীয় দিনের শেষে তাদের দ্বিতীয় ইনিংসে কোনও উইকেট না হারিয়ে ৪২ রান সংগ্রহ করেছে। ৪৪ বলে ২২ রান করেছেন নাজমুল হোসেন শান্ত। তিনি ৩টি চার মেরেছেন। ২৮ বলে ২০ রান করেছেন জাকির হাসান। তিনিও ৩টি চার মেরেছেন। জয়ের জন্য শেষ ২ দিনে বাংলাদেশের দরকার আরও ৪৭১ রান। ভারতের দরকার ১০টি উইকেট।

16 Dec 2022, 03:55:18 PM IST

ইতিবাচক শুরু বাংলাদেশের

৬ ওভার শেষে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের স্কোর বিনা উইকেটে ২০ রান। ১৯ বলে ১২ রান করেছেন নাজমুল। তিনি ২টি চার মেরেছেন। ১৭ বলে ৮ রান করেছেন জাকির হাসান।

16 Dec 2022, 03:40:14 PM IST

রান তাড়া শুরু বাংলাদেশের

জাকির হাসানকে সঙ্গে নিয়ে ওপেন করতে নামেন নাজমুল হোসেন শান্ত। বোলিং শুরু করেন সিরাজ। প্রথম ওভারে ২ রান ওঠে।

16 Dec 2022, 03:26:04 PM IST

বাংলাদেশের সামনে বিরাট টার্গেট ঝুলিয়ে দিল ভারত

৬১.৩ ওভারে ২ উইকেটের বিনিময়ে ২৫৮ রান তুলে ভারত তাদের দ্বিতীয় ইনিংস ডিক্লেয়ার করে দেয়। সুতরাংস প্রথম ইনিংসের ২৫৪ রানের লিড মিলিয়ে ভারতের হাতে লিড চলে আসে ৫১২ রানের। সুতরাং চট্টগ্রাম টেস্ট জিততে হলে শেষ ইনিংসে বাংলাদেশের দরকার ৫১৩ রান। দ্বিতীয় ইনিংসে পূজারা ১০২ ও কোহলি ১৯ রানে অপরাজিত থাকেন।

16 Dec 2022, 03:19:03 PM IST

আগ্রাসী শতরান পূজারার

১৩টি বাউন্ডারির সাহায্যে ১৩০ বলে ব্যক্তিগত শতরান পূর্ণ করেন চেতেশ্বর পূজারা। এটি তাঁর টেস্ট কেরিয়ারের ১৯তম শতরান। দ্রুততমও বটে। ২০১৯ সালের জানুয়ারিতে সিডনিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষবার টেস্ট সেঞ্চুরি করেছিলেন পূজারা। সুতরাং, প্রায় চার বছর পরে ফের টেস্ট সেঞ্চুরি করলেন তিনি। উল্লেখ্য, চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে ৯০ রানে আউট হন চেতেশ্বর।

16 Dec 2022, 03:09:01 PM IST

সেঞ্চুরির দোরগোড়ায় পূজারা

৫৯ ওভার শেষে ভারতের স্কোর ২ উইকেটে ২৪৫ রান। পূজারা ৯১ ও কোহলি ১৭ রানে ব্যাট করছেন। ভারতের হাতে লিড রয়েছে ৪৯৯ রানের।

16 Dec 2022, 02:48:13 PM IST

২০০ টপকাল ভারত

৫৩তম ওভারে দ্বিতীয় ইনিংসে দলগত ২০০ রানের গণ্ডি টপকায় ভারত। ৫৪ ওভার শেষে টিম ইন্ডিয়ার স্কোর ২ উইকেটে ২০৭ রান। পূজারা ৬৫ ও কোহলি ৫ রানে ব্যাট করছেন।

16 Dec 2022, 02:43:46 PM IST

পূজারার হাফ-সেঞ্চুরি

৫টি বাউন্ডারির সাহায্যে ৮৭ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন চেতেশ্বর পূজারা। ৫২ ওভার শেষে ভারত দ্বিতীয় ইনিংসে ১৯৮ রান তুলেছে। পূজারা ৫৮ ও কোহলি ৩ রানে ব্যাট করছেন। ভারতের হাতে লিড রয়েছে ৪৫২ রানের।

16 Dec 2022, 02:41:33 PM IST

শুভমন গিল আউট

৪৯.৩ ওভারে মেহেদি হাসান মিরাজের বলে পরিবর্ত ফিল্ডার মাহমুদুল হাসান জয়ের হাতে ধরা পড়েন শুভমন গিল। ১৫২ বলে ১১০ রান করেন তিনি। মারেন ১০টি চার ও ৩টি ছক্কা। ভারত ১৮৩ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন বিরাট কোহলি।

16 Dec 2022, 02:34:10 PM IST

সেঞ্চুরি গিলের

১০টি চার ও ২টি ছক্কার সাহায্যে ১৪৭ বলে ব্যক্তিগত শতরান পূর্ণ করেন শুভমন গিল। এটিই তাঁর টেস্ট কেরিয়ারের প্রথম শতরান। ৪৮ ওভার শেষে ভারতের স্কোর ১ উইকেটে ১৭১ রান। গিল ১০৩ ও পূজারা ৪১ রানে ব্যাট করছেন।

16 Dec 2022, 02:18:17 PM IST

১৫০ টপকাল ভারত

দ্বিতীয় ইনিংসে ৪২তম ওভারে দলগত ১৫০ রানের গণ্ডি টপকে যায় ভারত। ৪৫ ওভার শেষে টিম ইন্ডিয়ার স্কোর ১ উইকেটে ১৫৯ রান। ভারতের হাতে লিড রয়েছে ৪১৩ রানের। গিল ৯২ ও পূজারা ৪০ রানে ব্যাট করছেন। 

16 Dec 2022, 01:43:18 PM IST

চায়ের বিরতি

প্রথম ইনিংসের নিরিখে ২৫৪ রানে এগিয়ে থাকা ভারত তৃতীয় দিনের চায়ের বিরতিতে তাদের দ্বিতীয় ইনিংসে ১ উইকেটের বিনিময়ে ১৪০ রান তুলেছে। ১২০ বলে ৮০ রান করেছেন শুভমন গিল। তিনি ৮টি চার ও ১টি ছক্কা মেরেছেন। চেতেশ্বর পূজারা ৫৫ বলে ৩৩ রান করেছেন। মেরেছেন ৪টি চার। ভারতের হাতে লিড রয়েছে ৩৯৪ রানের।

16 Dec 2022, 01:23:57 PM IST

ভাগ্য সঙ্গ দিল গিলের

৩১.১ ওভারে ইয়াসির আলির বলে শুভমন গিলের বিরুদ্ধে এলবিডব্লিউ-র জোরালো আবেদন জানায় বাংলাদেশ। তবে আম্পায়ার আউট দেননি। বাংলাদেশ রিভিউ নেন। তবে ডিআরএস কাজ না করায় ফিল্ড আম্পায়ারের সিদ্ধান্তই বজায় থাকে। স্বাভাবিকভাবেই বাংলাদেশ শিবিরকে অখুশি দেখায়।

16 Dec 2022, 01:05:46 PM IST

১০০ টপকাল ভারত

২৯তম ওভারে দ্বিতীয় ইনিংসে ১০০ রানের গণ্ডি টপকে যায় ভারত। টিম ইন্ডিয়ার স্কোর ১ উইকেটে ১০৩ রান। গিল ৬৩ ও পূজারা ১৩ রানে ব্য়াট করছেন। ভারতের হাতে লিড রয়েছে ৩৫৭ রানের।

16 Dec 2022, 12:40:53 PM IST

হাফ-সেঞ্চুরি গিলের

৬টি বাউন্ডারির সাহায্যে ৮৪ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন শুভমন গিল। ২৬ ওভার শেষে ভারতের স্কোর ১ উইকেটে ৮৩ রান। গিল ৫৫ ও পূজারা ২ রানে ব্যাট করছেন।

16 Dec 2022, 12:24:06 PM IST

লোকেশ রাহুল আউট

২২.৪ ওভারে খালেদ আহমেদের বলে তাইজুল ইসলামের হাতেল ধরা পড়েন লোকেশ রাহুল। ৬২ বলে ২৩ রান করেন লোকেশ। মারেন ৩টি চার। ভারত দ্বিতীয় ইনিংসে ৭০ রানের মাথায় প্রথম উইকেট হারায়। ব্যাট করতে নামেন চেতেশ্বর পূজারা। ভারতের হাতে লিড রয়েছে ৩২৪ রানের। শুভমন গিল ৪৪ রানে ব্যাট করছেন।

16 Dec 2022, 12:05:07 PM IST

৫০ টপকাল ভারত

১৯তম ওভারে দলগত ৫০ রানের গণ্ডি টপকে যায় টিম ইন্ডিয়া। ১৯ ওভার শেষে দ্বিতীয় ইনিংসে ভারতের স্কোর বিনা উইকেটে ৬০ রান। গিল ৩৫ ও রাহুল ২২ রানে ব্যাট করছেন।

16 Dec 2022, 11:53:38 AM IST

ভারতের লিড ছাড়াল ৩০০

১৮ ওভার শেষে ভারত তাদের দ্বিতীয় ইনিংসে বিনা উইকেটে ৪৮ রান সংগ্রহ করেছে। সুতরাং প্রথম ইনিংসের ২৫৪ রান মিলিয়ে ভারতের লিড ছাড়িয়ে যায় ৩০০ (৩০২)। শুভমন গিল ২৬ রানে ব্যাট করছেন। তিনি ২টি চার মেরেছেন। লোকেশ রাহুল ২১ রান করেছেন। তিনি ৩টি চার মেরেছেন।

16 Dec 2022, 11:07:36 AM IST

লাঞ্চের বিরতি

প্রথম ইনিংসের নিরিখে ২৫৪ রানে এগিয়ে থাকা ভারত তৃতীয় দিনের লাঞ্চে তাদের দ্বিতীয় ইনিংসে কোনও উইকেট না হারিয়ে ৩৬ রান তুলেছে। তারা ১৫ ওভার ব্যাট করেছে। লোকেশ রাহুল ৪৩ বলে ২০ রান করেছেন। তিনি ৩টি চার মেরেছেন। ৪৭ বলে ১৫ রান করেছেন শুভমন গিল। ভারতের হাতে লিড রয়েছে ২৯০ রানের।

16 Dec 2022, 10:54:25 AM IST

জমাট প্রতিরোধ গিলদের

১২ ওভার শেষে দ্বিতীয় ইনিংসে ভারতের স্কোর বিনা উইকেটে ১২৮ রান। শুভমন গিল ১৫ ও লোকেশ রাহুল ১২ রানে ব্যাট করছেন। ভারতের হাতে লিড রয়েছে ২৮২ রানের।

16 Dec 2022, 10:26:39 AM IST

সতর্ক শুরু ভারতের

৭ ওভার শেষে দ্বিতীয় ইনিংসে ভারতের স্কোর বিনা উইকেটে ১৫ রান। ২২ বলে ৯ রান করেছেন লোকেশ রাহুল। তিনি ১টি চার মেরেছেন। ১৪ বলে ৬ রান করেছেন শুভমন গিল।

16 Dec 2022, 10:06:46 AM IST

দ্বিতীয় ইনিংসে ব্যাটিং শুরু ভারতের

দ্বিতীয় ইনিংসে যথারীতি শুভমন গিলকে নিয়ে ওপেন করতে নামেন লোকেশ রাহুল। বোলিং শুরু করেন কালেদ আহমেদ। শেষ বলে চার মেরে খাতা খোলেন রাহুল।

16 Dec 2022, 09:52:39 AM IST

প্রথম ইনিংসে অল-আউট বাংলাদেশ

৫৫.৫ ওভারে অক্ষর প্যাটেলের বলে মেহেদি হাসান মিরাজকে স্টাম্প-আউট করেন ঋষভ পন্ত। ২টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৮২ বলে ২৫ রান করেন মেহেদি। ভারতের ৪০৪ রানের জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশ প্রথম ইনিংসে ১৫০ রানে অল-আউট হয়ে যায়। ২৫৪ রানের বিশাল ব্যবধানে এগিয়ে থাকা সত্ত্বেও শাকিবদের ফলো-অনের লজ্জা থেকে মুক্তি দেয় টিম ইন্ডিয়া। বদলে নিজেরাই দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামার সিদ্ধান্ত নেয় তারা। প্রথম ইনিংসে ভারতের হয়ে ৪০ রানের বিনিময়ে ৫ উইকেট দখল করেন।

16 Dec 2022, 09:49:07 AM IST

১৫০ ছুঁল বাংলাদেশ

৫৫তম ওভারে দলগত ১৫০ রানের গণ্ডি ছুঁয়ে ফেলে বাংলাদেশ। তাদের সংগ্রহ ৯ উইকেটে ১৫০ রান। মেহেদি ২৫ রানে ব্যাট করছেন।

16 Dec 2022, 09:22:22 AM IST

এবাদত আউট, ৫ উইকেট কুলদীপের

৪৮.৫ ওভারে কুলদীপ যাদবের বলে ঋষভ পন্তের দস্তানায় ধরা পড়েন এবাদত হোসেন। ৩৭ বলে ১৭ রান করেন তিনি। মারেন ২টি চার ও ১টি ছক্কা। বাংলাদেশ প্রথম ইনিংসে ১৪৪ রানে ৯ উইকেট হারায়। ব্যাট করতে নামেন খালেদ আহমেদ। কুলদীপ প্রথম ইনিংসে ৫ উইকেটের বৃত্ত পূর্ণ করেন। মেহেদি ব্যাট করছেন ২৩ রানে।

16 Dec 2022, 09:09:42 AM IST

তৃতীয় দিনের খেলা শুরু

তৃতীয় দিনের শুরুতে ব্যাট করতে নামেন গত দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান মেহেদি ও এবাদত। বোলিং শুরু করেন কুলদীপ। দিনের প্রথম ওভারে কোনও রান ওঠেনি। দ্বিতীয় ওভারে বল করতে আসেন মহম্মদ সিরাজ। তাঁর চতুর্থ বলে চার মারেন এবাদত। ৪৬ ওভার শেষে বাংলাদেশের স্কোর ৮ উইকেটে ১৩৭ রান।

16 Dec 2022, 08:51:42 AM IST

ফলো-অন এড়াতে কত রান দরকার বাংলাদেশের?

২০০ রানের লিড থাকলেই বাংলাদেশকে ফলো-অন করাতে পারবে ভারত। প্রথম ইনিংসে ৪০৪ রান তুলেছে টিম ইন্ডিয়া। সুতরাং ফলো-অন এড়াতে প্রথম ইনিংসে বাংলাদেশকে তুলতে হবে ২০৫ রান। অর্থাৎ ১৩৩ রানে দাঁড়িয়ে থাকা বাংলাদেশকে এখনও ৭২ রান সংগ্রহ করতে হবে।

16 Dec 2022, 08:29:05 AM IST

দ্বিতীয় দিনের স্কোর

দ্বিতীয় দিনে ভারত তাদের প্রথম ইনিংসে ৪০৪ রানে অল-আউট হয়। শ্রেয়স আইয়ার ৮৬, রবিচন্দ্রন অশ্বিন ৫৮ ও কুলদীপ যাদব ৪০ রান করেন। ৪টি করে উইকেট নেন তাইজুল ইসলাম ও মেহেদি হাসান মিরাজ। পালটা ব্যাট করতে নেমে বাংলাদেশে দ্বিতীয় দিনের শেষে তাদের প্রথম ইনিংসে ৮ উইকেটে ১৩৩ রান তোলে। মেহেদি ১৬ ও এবাদত ১৩ রানে নট-আউট থাকেন। কুলদীপ ৪টি ও সিরাজ ৩টি উইকেট নেন।

16 Dec 2022, 08:29:06 AM IST

প্রথম দিনের স্কোর

টস জিতে শুরুতে ব্যাট করতে নেমে ভারত একসময় ৪৮ রানে ৩ উইকেট হারিয়ে বসে। সেখান থেকে শ্রেয়স আইয়ার ও চেতেশ্বর পূজারার জোড়া হাফ-সেঞ্চুরিতে ঘুরে দাঁড়ায় টিম ইন্ডিয়া। পূজারা ৯০ রানে আউট হয়ে বসেন। প্রথম দিনের শেষে ভারত ৬ উইকেট হারিয়ে ২৭৮ রান তোলে। দিনের শেষ বলে আউট হন অক্ষর প্যাটেল। শ্রেয়স আইয়ার নট-আউট থাকেন ব্যক্তিগত ৮২ রানে।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

ঘণ্টায় সাড়ে ৬ লাখ টাকা খরচ! ডায়মন্ড মডেলের হিসেব দিলেন অভিষেক,১০ বছরে কত জানেন? কীভাবে ব্যাকিং ছাড়া এক দশক পার করলেন বলিউডে? সহজ সত্যিটা বললেন তাপসী দুরন্ত তুষার দেশপান্ডের গতির সামনে থমকে গেল ট্র্যাভিসদের SRH, ৭৮ রানে জিতল CSK SRK-র ছেলের বলে মারতে পারল না রিঙ্কু, KKR ফ্যানরা বলল 'স্টার্ক কে? আব্রাম খেলুক! কসবার আনন্দপুরে রক্তাক্ত বিজেপি নেত্রী, গ্রেফতার আসরাফ সহ ২ 'সব ঠিক আছে তো?' ছেলেকে নিয়েই জন্মদিনের আনন্দে মাতোয়ারা কোয়েল, গরহাজির রানে DC ম্যাচের আগে ইডেনের পিচ নিয়ে কি খুশি নন KKR-এর হেড কোচ চন্দ্রকান্ত পণ্ডিত 'বাবা, আমি আর পারছি না!' দুর্গাপুরে ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার রহস্যমৃত্যু ক্লপ যুগের শেষ, এবার লিভারপুলের দায়িত্বে আর্নে স্লট ইডেন গার্ডেন্সে নাইটদের বধ করে মিষ্টি দই দিয়ে সেলিব্রেশন পঞ্জাব ক্রিকেটারদের

Latest IPL News

দুরন্ত তুষার দেশপান্ডের গতির সামনে থমকে গেল ট্র্যাভিসদের SRH, ৭৮ রানে জিতল CSK SRK-র ছেলের বলে মারতে পারল না রিঙ্কু, KKR ফ্যানরা বলল 'স্টার্ক কে? আব্রাম খেলুক! DC ম্যাচের আগে ইডেনের পিচ নিয়ে কি খুশি নন KKR-এর হেড কোচ চন্দ্রকান্ত পণ্ডিত ইডেন গার্ডেন্সে নাইটদের বধ করে মিষ্টি দই দিয়ে সেলিব্রেশন পঞ্জাব ক্রিকেটারদের ইডেনের পিচ পরীক্ষায় DC ডিরেক্টর সৌরভ, KKR-র জন্য নাইটদের অনুশীলনে শাহরুখ রিঙ্কুর পর আবার কোন ক্রিকেটার পেলেন বিরাট কোহলির ব্যাট? দেখুন… IPL 2024-বোলারদের বাঁঁচান, আইপিএলে ব্যাটারদের দাদাগিরি দেখে আবেদন অশ্বিনের ১৫ বছর ধরে জেতাচ্ছি, নিজেরা না খেলে এরা স্ট্রাইক রেট নিয়ে লাফাচ্ছে, তোপ বিরাটের অপরাজিত ৭০-এও নায়ক নন কোহলি, ৪১ বলের শতরানে RCB-কে জেতালেন ব্রিটিশ তারকা IPL 2024- দিল্লি ম্যাচের আগেই দুই ক্রিকেটারকে নিয়ে বড় আপডেট দিলেন নাইটদের কোচ

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.