বাংলা নিউজ > ময়দান > IND vs ENG: পাঁচ উইকেট নিয়ে গড়েছেন অনন্য নজির, তাও ‘অতিমানবিক’ রুটের ব্যাটিংয়ে মজে জেমস অ্যান্ডারসন

IND vs ENG: পাঁচ উইকেট নিয়ে গড়েছেন অনন্য নজির, তাও ‘অতিমানবিক’ রুটের ব্যাটিংয়ে মজে জেমস অ্যান্ডারসন

পাঁচ উইকেট নিয়ে জেমস অ্যান্ডারসনের উচ্ছ্বাস। ছবি- রয়টার্স। (Action Images via Reuters)

লর্ডসের ময়দানে ভারতের বিরুদ্ধে চতুর্থবার পাঁচ উইকেট নিলেন অ্যান্ডারসন।

ম্যাচের শুরুতে সামান্য চোটের সমস্যায় লর্ডস টেস্টে খেলা নিয়ে সংশয় ছিল। তবে প্রথম ইনিংসেই ভারতের বিরুদ্ধে ফের দেখা গেল অ্যান্ডারসন জাদু। ‘ক্রিকেটের মক্কা’য় ভারতীয় দলের বিরুদ্ধে চতুর্থবার পাঁচ উইকেট নিয়ে জেমস অ্যান্ডারসন প্রমাণ করে দিলেন এখনও তিনিই বল হাতে ইংল্যান্ড দলের ক্রাইসিস ম্যান। 

এদিন কেরিয়ারের ৩১ নম্বর বার এক ইনিংসে পাঁচ উইকেট নিলেন জিমি অ্যান্ডারসন। লর্ডসের ময়দানে প্রবীণতম বোলার হিসাবে পাঁচ উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করেন তিনি। দুরন্ত পারফরম্যান্সের পর ৩৯ বছর বয়সী ইংলিশ ফাস্ট বোলার জানান লর্ডসে ভাল পারফর্ম করার জন্য বরাবরই তিনি একটু বেশিই আগ্রহী থাকেন। 

দ্বিতীয় দিনের শেষে সাংবাদিক সম্মেলনে অ্যান্ডারসন বলেন, ‘অন্তত আমার কাছে লর্ডসে খেলাটা আর পাঁচটা জায়গায় খেলার থেকে একটু আলাদা। এই মাঠ বরাবরই আমার সেরাটা বের করে আনে। শেষ কয়েকবার আমি যতবারই লর্ডসের মাঠে নেমেছি ততবারই মনে হয়েছে ওই ম্যাচটাই এই ঐতিহাসিক মাঠে আমার শেষ ম্যাচ হতে পারে। তাই লর্ডসে ভাল পারফার্ম করতে আমি বরাবরই মুখিয়ে থাকি।’

সাম্প্রতিক সময়ে ব্যাটসম্যান রুট একাধিকবার নিজের দক্ষতা প্রমাণ করায় তাঁর ব্যাটিং নিয়ে কোন প্রশ্ন থাকতেই পারে না। তবে অধিনায়ক রুটের পরিকল্পনা ও একাধিক সিদ্ধান্ত নিয়ে প্রবল সমালোচনা হয়েছে ইংল্যান্ড ক্রিকেট মহলে। কিন্তু মুশকিল পরিস্থিতিতে রুটের দল নিয়ন্ত্রণের ক্ষমতা অ্যান্ডারসনকে মুগ্ধই করেছে।

‘ও (জো রুট দুর্দান্ত খেলছে। অতিমারীর জেরে আমরা প্রচুর সমস্যার সম্মুখীন হয়েছি। তা সত্ত্বেও দলকে সামলানোর পাশপাশি ও যে ভাবে ব্যাট হাতে পারফর্ম করছে, তা এক কথায় বলতে গেলে অতিমানবিক। ওর জন্য় কোন প্রশংসাই যথেষ্ট নয়। ওর ব্যাটিংয়ের বরাবরই ও যে কতটা দক্ষ তার প্রমাণ মেলে এবং আজও ও একইভাবে ব্যাট হাতে সকলকে মুগ্ধ করেছে।’ মত অ্যান্ডারসনের।

বন্ধ করুন