
অ্যান্ডারসনকে রিভার্স ল্যাপে স্লিপের উপর দিয়ে বাউন্ডারিতে পাঠালেন পন্ত, দেখুন দুরন্ত শটের ভিডিও
১ মিনিটে পড়ুন . Updated: 05 Mar 2021, 05:07 PM IST- বছরের সেরা শট আখ্যা দিলেন আকাশ চোপড়া।
বরাবর আগ্রাসী ব্যাটিং করেন। যতক্ষণ ক্রিজে থাকেন, চার-ছক্কার ঝড় ওঠে। ঋষভ পন্তের বড় শট নেওয়ার প্রবণতা ও দক্ষতার কথা ক্রিকেটমহেলর সবারই জানা। তাই বলে টেস্ট ম্যাচে জেমস অ্যান্ডারসনের মতো পেসারকে রিভার্স স্যুইপ করে উইকেটকিপারের মাথার উপর দিয়ে বাউন্ডারিতে পাঠাবেন, এমনটা ভাবতেই অবাক লাগে।
মোতেরায় ঠিক সেই দুঃসাহসিক কাজটাই অনায়াসে করে দেখালেন পন্ত। ইনিংসের ৮৩তম ওভারে অ্যান্ডারসনের প্রথম বল রিভার্স ল্যাপে স্লিপের মাথার উপর দিয়ে বাউন্ডারিতে পাঠান পন্ত।
পন্তের এমন শটে মুগ্ধ টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকা আকাশ চোপড়া। তিনি সোশ্যাল মিডিয়ায় পন্তের শটটিকে ২০২১ সালের সেরা শট হিসেবে বর্ণনা করেন। শুধু এই একটি শটই নয়, রুটকে দুরন্ত একটি ছক্কায় ব্যাক্তিগত শতরানে পৌঁছন টিম ইন্ডিয়ার তরুণ উইকেটকিপার ব্যাটসম্যান।
শেষমেশ ইনিংসের ৮৫তম ওভারে অ্যান্ডারসনের প্রথম বলে রুটের হাতে ধরা পড়েন ঋষভ। ফিরে যাওয়ার আগে তিনি ১৩টি চার ও ২টি ছক্কার সাহায্যে ১১৮ বলে ১০১ রানের অসাধারণ ইনিংস খেলেন। মূলত পন্তের সেঞ্চুরির সুবাদেই টিম ইন্ডিয়া প্রথম ইনিংসের নিরিখে ইংল্যান্ডের থেকে বড়সড় লিড নিতে সক্ষম হয়।