দরকার ছিল ১৩ রান। ম্যাচের দ্বিতীয় ওভারে রীস টপলির বলে জোড়া বাউন্ডারি মেরে মাইলস্টোন টপকে যান রোহিত শর্মা। ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম টি-২০ ম্যাচে ব্যাট করতে নেমে ক্যাপ্টেন হিসেবে সংক্ষিপ্ত ফর্ম্যাটে ১০০০ রানের গণ্ডি পেরিয়ে যান হিটম্যান। তৃতীয় ভারতীয় ক্যাপ্টেন হিসেবে এমন নজির গড়েন তিনি।
রোহিতের আগে ভারতের টি-২০ ক্যাপ্টেন হিসেবে ১০০০ রানের মাইলস্টোন টপকেছেন মহেন্দ্র সিং ধোনি ও বিরাট কোহলি। তবে বাকি দু'জনের থেকে কম ইনিংসেই এমন কৃতিত্ব অর্জন করেন হিটম্যান। সুতরাং দ্রুততম ভারত অধিনায়ক হিসেবে টি-২০ ক্রিকেটে ১০০০ রান পূর্ণ করার রেকর্ড গড়েন রোহিত শর্মা।
আরও পড়ুন:- IND vs ENG 1st T20I: ব্যাটে-বলে জ্বললেন হার্দিক, ইংল্যান্ডকে বিধ্বস্ত করল ভারত
আগে এই রেকর্ড ছিল বিরাটের। তিনি ক্যাপ্টেন হিসেবে মাঠে নেমে ৩০টি টি-২০ ইনিংসে ১০০০ রান পূর্ণ করেন। রোহিত সেখানে খরচ করেন ২৯টি ইনিংস।
ধোনি, কোহলি ও রোহিত, তিন ভারতীয় ছাড়া ক্যাপ্টেন হিসেবে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ১০০০ রানের মাইলস্টোন টপকেছেন অস্ট্রেলিয়ার অ্যারন ফিঞ্চ, নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন, ইংল্যান্ডের ইয়ন মর্গ্যান, পাকিস্তানের বাবর আজম, দক্ষিণ আফ্রিকার ফ্যাফ ডু'প্লেসি, আফগানিস্তানের আসগর আফগান ও আয়ারল্যান্ডের উইলিয়াম পর্টারফিল্ড। সুতরাং, ভারত ছাড়া আরও কোনও দেশের একাধিক ক্রিকেটারের এমন কৃতিত্ব নেই।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।