বাংলা নিউজ > ময়দান > IND vs NZ: গিলের উইকেট হারালেও তৃতীয় দিনের শেষে কানপুর টেস্টে এগিয়ে ভারত
রাহানে, অশ্বিন ও অক্ষর। ছবি- বিসিসিআই।

IND vs NZ: গিলের উইকেট হারালেও তৃতীয় দিনের শেষে কানপুর টেস্টে এগিয়ে ভারত

ভারতের ৩৪৫ রানের জবাবে নিউজিল্যান্ড প্রথম ইনিংসে অল-আউট হয় ২৯৬ রানে।
  • ইনিংসে ৫ উইকেট দখল করেন অক্ষর প্যাটেল।
  • ঘরের মাঠে তিন ম্যাচের টি-২০ সিরিজে নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করেছে টিম ইন্ডিয়া। এবার ভারতের সমানে চ্যালেঞ্জ টেস্টের আঙিনায় কিউয়িদের টেক্কা দেওয়ার। কোহলি, রোহিত, লোকেশ রাহুলের মতো প্রথমসারির সিনিয়র তারকাদের ছাড়াই কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টের লড়াইয়ে নামে ভারতীয় দল। স্বাভাবিকভাবেই অজিঙ্কা রাহানের নেতৃত্বাধীন তরুণ ভারতীয় দলের পক্ষে কাজটা মোটেও সহজ হবে না নিশ্চিত। নিউজিল্যান্ড যদিও দলে পাচ্ছে না ট্রেন্ট বোল্ট ও ডেভন কনওয়ের মতো তারকাদের।

    27 Nov 2021, 04:31:13 PM IST

    তৃতীয় দিনের শেষে ভারত দ্বিতীয় ইনিংসে ১৪/১

    মন্দ আলোয় তৃতীয় দিনের খেলা শেষ হওয়ার সময় ভারত দ্বিতীয় ইনিংসে ৫ ওভার ব্যাট করে ১ উইকেটের বিনিময়ে ১৪ রান তুলেছে। চেতেশ্বর পূজারা ২টি বাউন্ডারির সাহায্যে ১৪ বলে ৯ রান করেছেন। মায়াঙ্ক আগরওয়াল ১৩ বলে ৪ রান করে অপরাজিত রয়েছেন। প্রথম ইনিংসের লিড মিলিয়ে ভারত এগিয়ে রয়েছে ৬৩ রানে।

    27 Nov 2021, 04:14:39 PM IST

    শুভমন গিল আউট

    দ্বিতীয় ওভারে বল করতে এসে প্রথম বলেই শুভমন গিলকে বোল্ড করেন কাইল জেমিসন। ৩ বলে ১ রান করে উইকেট দেন গিল। ভারত ২ রানে ১ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান চেতেশ্বর পূজারা।

    27 Nov 2021, 04:12:55 PM IST

    ভারতের দ্বিতীয় ইনিংস শুরু

    প্রথম ইনিংসের নিরিখে ৪৯ রানে এগিয়ে থেকে ভারত দ্বিতীয় দফায় ব্যাট করতে নামে। টিম ইন্ডিয়ার হয়ে ওপেন করতে নামেন মায়াঙ্ক আগরওয়াল ও শুভমন গিল। নিউজিল্যান্ডের হয়ে বোলিং শুরু করেন টিম সাউদি। প্রথম ওভারে ২ রান ওঠে।

    27 Nov 2021, 04:04:37 PM IST

    নিউজিল্যান্ড ২৯৬ অল-আউট

    ভারতের ৩৪৫ রানের জবাবে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড তাদের প্রথম ইনিংসে ২৯৬ রানে অল-আউট হয়ে যায়। প্রথম ইনিংসের নিরিখে ৪৯ রানের লিড পেয়ে য়ায় টিম ইন্ডিয়া। ১৪২.৩ ওভারে উইল সামারভিলকে বোল্ড করেন অশ্বিন। ৫২ বলে ৬ রান করে ক্রিজ ছাড়েন তিনি। ৬ বলে ৫ রান করে অপরাজিত থাকেন আজাজ প্যাটেল। অক্ষর প্যাটেল ৬২ রানে ৫ উইকেট নেন। অশ্বিন ৮২ রানে ৩ উইকেট দখল করেন।

    27 Nov 2021, 03:43:16 PM IST

    জেমিসনকে ছেঁটে ফেললেন অশ্বিন

    ১৩৮.৬ ওভারে অশ্বিনের বলে অক্ষর প্যাটেলের হাতে ধরা পড়েন কাইল জেমিসন। ১টি বাউন্ডারির সাহায্যে ৭৫ বলে ২৩ রান করে ক্রিজ ছাড়েন জেমিসন। নিউজিল্যান্ড ২৮৪ রানে ৯ উইকেট হারায়। ক্রিজে শেষ ব্যাটসম্যান আজাজ প্যাটেল। অশ্বিনের এটি ইনিংসে দ্বিতীয় উইকেট।

    27 Nov 2021, 03:33:52 PM IST

    ১৩৬ ওভারে নিউজিল্যান্ড ২৮২/৮

    ১৩৬ ওভার শেষে নিউজিল্যান্ড তাদের প্রথম ইনিংসে ৮ উইকেটের বিনিময়ে ২৮২ রান তুলেছে। সুতরাং, এখনও ভারতের থেকে প্রথম ইনিংসের নিরিখে ৬৩ রানে পিছিয়ে রয়েছে তারা। কাইল জেমিসন ২২ রান করে অপরাজিত রয়েছেন। উইল সামারভিল নট-আউট রয়েছেন ১ রান করে।

    27 Nov 2021, 03:08:20 PM IST

    ৫ উইকেট অক্ষরের

    ১২৭.৪ ওভারে টিম সাউদিকে বোল্ড করে ইনিংসে ৫ উইকেটের বৃত্ত পূর্ণ করলেন অক্ষর প্যাটেল। কেরিয়ারের চতুর্থ টেস্টে মাঠে নেমে অক্ষর ৭টি ইনিংসেরর মধ্যে এই নিয়ে ৫বার ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করেন। সাউদি ১টি বাউন্ডারির সাহায্যে ১৩ বলে ৫ রান করেন। নিউজিল্যান্ড ২৭০ রানে ৮ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান উইল সামারভিল।  

    27 Nov 2021, 02:58:04 PM IST

    ব্লান্ডেলের প্রতিরোধ ভাঙলেন অক্ষর

    ১২৩.৪ ওভারে টম ব্লান্ডেলকে ফিরিয়ে দিলেন অক্ষর প্যাটেল। ৯৪ বলে ১৩ রান করে বোল্ড হন টম। নিউজিল্যান্ড ২৫৮ রানে ৭ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান টিম সাউদি। ম্যাচে অক্ষরের এটি চতুর্থ উইকেট। 

    27 Nov 2021, 02:51:16 PM IST

    ২৫০ ছুঁল নিউজিল্যান্ড

    চায়ের বিরতির পরের ব্যাট করতে নেমে প্রথম ওভারেই নিউজিল্যান্ড প্রথম ইনিংসে দলগত ২৫০ রান ছুঁয়ে ফেলে। ১২০ ওভারে কিউয়িদের স্কোর ২৫০/৬। ব্লান্ডেল ১০ ও জেমিসন ৩ রানে ব্যাট করছেন।

    27 Nov 2021, 02:25:11 PM IST

    চায়ের বিরতিতে নিউজিল্যান্ড ২৪৯/৬

    ভারতের ৩৪৫ রানের জবাবে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড তৃতীয় দিনের চায়ের বিরতিতে তাদের প্রথম ইনিংসে ৬ উইকেটের বিনিময়ে ২৪৯ রান তুলেছে। সুতরাং ভারতের থেকে এখনও ৯৬ রানে পিছিয়ে রয়েছেন উইলিয়ামসনরা। টম ব্লান্ডেল ৭৩ বলে ১০ রান করে অপরাজিত রয়েছেন। ২০ বলে ২ রান করেছেন কাইল জেমিসন।

    27 Nov 2021, 01:48:49 PM IST

    রাচিন রবীন্দ্র আউট

    ১১০.৪ ওভারে রবীন্দ্র জাদেজার বলে বোল্ড হন রাচিন রবীন্দ্র। ২টি বাউন্ডারির সাহায্যে ২৩ বলে ১৩ রান করে ক্রিজ ছাড়েন তিনি। নিউজিল্যান্ড ২৪১ রানে ৬ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান কাইল জেমিসন।

    27 Nov 2021, 01:46:51 PM IST

    ১১০ ওভারে নিউজিল্যান্ড ২৪০/৫

    ১১০ ওভার ব্যাট করে নিউজিল্যান্ড তাদের প্রথম ইনিংসে ৫ উইকেটের বিনিময়ে ২৪০ রান তুলেছে। ৪ রানে অপরাজিত রয়েছেন টম ব্লান্ডেল। ১৩ রানে ব্যাট করছেন রাচিন রবীন্দ্র।

    27 Nov 2021, 01:22:49 PM IST

    শতরানের দোরগোড়া থেকে ফিরলেন লাথাম

    নিশ্চিত শতরান মাঠে ফেলে এলেন টম লাথাম। ১০২.১ ওভারে অক্ষর প্যাটেলের বলে লাথামকে স্টাম্প আউট করেন পরিবর্ত উইকেটকিপার কেএস ভরত। ১০টি বাউন্ডারির সাহায্যে ২৮২ বলে ৯৫ রান করে সাজঘরে ফেরেন কিউয়ি ওপেনার। নিউজিল্যান্ড ২২৭ রানে ৫ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান রাচিন রবীন্দ্র। অক্ষরের এটি ইনিংসে তৃতীয় শিকার।

    27 Nov 2021, 01:14:07 PM IST

    ১০০ ওভারে নিউজিল্যান্ড ২২৬/৪

    প্রথম ইনিংসে ১০০ ওভারের খেলা অতিক্রান্ত। ভারতের ৩৪৫ রানের জবাবে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড তাদের প্রথম ইনিংসে ৪ উইকেটের বিনিময়ে ২২৬ রান তুলেছে। টম লাথাম ব্যক্তিগত শতরানের দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছেন। তিনি ব্যাট করছেন ৯৪ রানে। ৪ রানে অপরাজিত রয়েছেন টম ব্লান্ডেল।

    27 Nov 2021, 01:00:41 PM IST

    হেনরি নিকোলস আউট

    ৯৬.৫ ওভারে হেনরি নিকোলসকে এলবিডব্লিউর ফাঁদে জড়ালেন অক্ষর প্যাটেল। ম্যাচে এটি তাঁর দ্বিতীয় শিকার। ৯ বলে ২ রান করে ক্রিজ ছাড়েন কিউয়ি তারকা। নিউজিল্যান্ড ২১৮ রানে ৪ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান টম ব্লান্ডেল। লাথাম ব্যাট করছেন ব্যক্তিগত ৯০ রানে।

    27 Nov 2021, 12:49:09 PM IST

    টেলরকে ফেরালেন অক্ষর প্যাটেল

    ৯৪.৩ ওভারে অক্ষর প্যাটেলের বলে পরিবর্ত উইকেটকিপার কেএস ভরতের দস্তানায় ধরা পড়েন রস টেলর। ১টি বাউন্ডারির সাহায্যে ২৮ বলে ১১ রান করে মাঠ ছাড়েন অভিজ্ঞ কিউয়ি তারকা। নিউজিল্যান্ড ২১৪ রানে ৩ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান হেনরি নিকোলস। ৯৫ ওভার শেষে নিউজিল্যান্ডের স্কোর ২১৫/৩। ৮৮ রানে ব্যাট করছেন লাথাম।

    27 Nov 2021, 12:22:48 PM IST

    ৮৬ ওভারে নিউজিল্যান্ড ২০১/২

    লাঞ্চের বিরতির পর খেলা শুরু হলে দ্বিতীয় বলেই বাউন্ডারি মেরে নতুন ব্যাটসম্যান রস টেলর নিউজিল্যান্ডকে প্রথম ইনিংসে ২০০ রানের গণ্ডি পার করান। ৮৬ ওভারে নিউজিল্যান্ডের স্কোর ২০১/২। ৮২ রানে ব্যাট করছেন লাথাম।

    27 Nov 2021, 11:41:39 AM IST

    লাঞ্চের বিরতিতে নিউজিল্যান্ড ১৯৭/২

    ভারতের ৩৪৫ রানের জবাবে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড তৃতীয় দিনের লাঞ্চের বিরতিতে তাদের প্রথম ইনিংসে ২ উইকেটের বিনিময়ে ১৯৭ রান তুলেছে। ৮৫.৩ ওভারে কেন উইলিয়ামসনকে এলবিডব্লিউর ফাঁদে জড়ান উমেশ যাদব। উইলিয়ামসন ২টি বাউন্ডারির সাহায্যে ৬৪ বলে ১৮ রান করে সাজঘরে ফেরেন। কিউয়ি দলনায়ক আউট হওয়া মাত্রই আম্পায়াররা মধ্যাহ্নভোজের বিরতি ঘোষণা করেন।

    27 Nov 2021, 11:11:52 AM IST

    নিউজিল্যান্ড ৮০ ওভারে ১৮৭/১

    শেষ ৫ ওভারে নিউজিল্যান্ড মাত্র ৪ রান সংগ্রহ করেছে। ৮০ ওভার শেষে নিউজিল্যান্ড তাদের প্রথম ইনিংসে ১ উইকেটের বিনিময়ে ১৮৭ রান তুলেছে। ২২৫ বলে ৭৩ রান করে অপরাজিত রয়েছেন টম লাথাম। ৪৫ বলে ১৭ রান করেছেন কেন উইলিয়ামসন।

    27 Nov 2021, 10:51:08 AM IST

    ৭৫ ওভারে নিউজিল্যান্ড ১৮৩/১

    ৭৫ ওভার শেষে নিউজিল্যান্ড তাদের প্রথম ইনিংসে ১ উইকেটের বিনিময়ে ১৮৩ রান তুলেছে। ২১৩ বলে ৭২ রান করে অপরাজিত রয়েছেন টম লাথাম। ২৭ বলে ১৪ রান করেছেন কেন উইলিয়ামসন।

    27 Nov 2021, 10:34:08 AM IST

    ৭০ ওভারে নিউজিল্যান্ড ১৬১/১

    ৭০ ওভার শেষে নিউজিল্যান্ড ১ উইকেটের বিনিময়ে ১৬১ রান তুলেছে। ১৯৬ বলে ৬০ রান করে অপরাজিত রয়েছেন টম লাথাম। ১৪ বলে ৪ রান করেছেন কেন উইলিয়ামসন।

    27 Nov 2021, 10:14:32 AM IST

    ইয়ংকে ফেরালেন অশ্বিন

    অবশেষে স্বস্তি ভারতীয় শিবিরে। ৬৬.১ ওভারে উইল ইয়ংকে ফিরিয়ে নিউজিল্যান্ডের ওপেনিং জুটি ভাঙলেন রবিচন্দ্রন অশ্বিন। ১৫টি বাউন্ডারির সাহায্যে ২১৪ বলে ৮৯ রান করে পরিবর্ত উইকেটকিপার কেএস ভরতের দস্তানায় ধরা পড়েন ইয়ং। নিশ্চিত শতরান হাতছাড়া করেন কিউয়ি ওপেনার। নিউজিল্যান্ড ১৫১ রানে প্রথম উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান কেন উইলিয়ামসন।

    27 Nov 2021, 10:07:25 AM IST

    ১৫০ টপকাল নিউজিল্যান্ড

    ৬৫ ওভারে নিউজিল্যান্ড কোনও উইকেট না হারিয়ে ১৫১ রান তুলেছে। উইল ইয়ং ৮৯ রানে ব্যাট করছেন। টম লাথাম অপরাজিত রয়েছেন ব্যক্তিগত ৫৬ রানে।

    27 Nov 2021, 09:32:16 AM IST

    তৃতীয় দিনের খেলা শুরু

    তৃতীয় দিনে ব্যাটিং শুরু করেন গত দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান টম লাথাম ও উইল ইয়ং। ভারতের হয়ে বোলিং শুরু করেন ইশান্ত শর্মা। দিনের প্রথম ওভারে কোনও রান সংগ্রহ করতে পারেননি ইয়ং। দ্বিতীয় ওভারে বল করতে আসেন রবিচন্দ্রন অশ্বিন। দ্বিতীয় বলে বাই-রান হিসেবে এক রান সংগ্রহ করে নিউজিল্যান্ড। পঞ্চম বলে সিঙ্গল নেন ইয়ং। ৫৯ ওভারে নিউজিল্যান্ডের দলগত সংগ্রহ ১৩১/০।

    27 Nov 2021, 09:31:28 AM IST

    উইকেটকিপিংয়ে কেএস ভরত

    ঘাড়ে চোট থাকায় তৃতীয় দিনে উইকেটকিপিং করতে নামলেন না ঋদ্ধিমান সাহা। পরিবর্তে ভারতের উইকেটকিপিংয়ের দায়িত্বে স্কোয়াডের দ্বিতীয় উইকেটকিপার কেএস ভরত।

    27 Nov 2021, 09:13:59 AM IST

    পিচ পরিদর্শনে দ্রাবিড়রা

    তৃতীয় দিনের সকালে খেলা শুরুর আগে বাইশগজের পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখেন কোচ রাহুল দ্রাবিড়। পিচের বাউন্স নিয়ে কোচের সঙ্গে আলোচনা করতে দেখা যায় অশ্বিনকে। বিসিসিআই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ভিডিও।

    27 Nov 2021, 08:57:10 AM IST

    দ্বিতীয় দিনের স্কোর

    ভারতের ৩৪৫ রানের জবাবে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড দ্বিতীয় দিনের শেষে তাদের প্রথম ইনিংসে কোনও উইকেট না হারিয়ে ১২৯ রান তুলেছে। ইতিমধ্যেই ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেছেন দুই ওপেনার। টম লাথাম ৪টি বাউন্ডারির সাহায্যে ১৬৫ বলে ৫০ রান করে অপরাজিত রয়েছেন। উইল ইয়ং ১৮০ বলে ৭৫ রান করে নট-আউট রয়েছেন। তিনি ১২টি চার মেরেছেন। আপাতত প্রথম ইনিংসের নিরিখে ভারতের থেকে ২১৬ রানে পিছিয়ে রয়েছে নিউজিল্যান্ড।

    27 Nov 2021, 08:57:10 AM IST

    ভারতের প্রথম ইনিংস

    টস জিতে শুরুতে ব্যাট করতে নেমে ভারত কানপুর টেস্টের প্রথম ইনিংসে ৩৪৫ রানে অল-আউট হয়ে যায়। অভিষেক টেস্টে মাঠে নামা শ্রেয়স আইয়ার দলের হয়ে সর্বোচ্চ ১০৫ রান করেন। এছাড়া শুভমন গিল ৫২, রবীন্দ্র জাদেজা ৫০, রবিচন্দ্রন অশ্বিন ৩৮, অজিঙ্কা রাহানে ৩৫ ও চেতেশ্বর পূজারা ২৬ রান করেন। নিউজিল্যান্ডের হয়ে টিম সাউদি ৫টি উইকেট নেন। কাইল জেমিসন নিয়েছেন ৩টি উইকেট। আজাজ প্যাটেল সংগ্রহ করেছেন ২টি উইকট।

    রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

    ময়দান খবর

    Latest News

    মিঠুন-বিতর্কে কুণালের নিশানায় দেব! কল্যান-কাঞ্চনের পর ফের কোন্দল টিএমসি-তে সিংহ-কন্যা-তুলা-বৃশ্চিকের কেমন কাটবে শনিবার? জানুন রাশিফল মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে শনিবার? জানুন রাশিফল হেরেও দুইয়ে কলকাতা, KKR vs PBKS ম্যাচের পরে IPL 2024-এর পয়েন্ট তালিকা ছক্কার ছড়াছড়ি, ৪ ওপেনারের ৫০, ইডেনের KKR vs PBKS ম্যাচের ৫টি সর্বকালীন রেকর্ড প্রথম সল্ট-নারিন ঝড়, পরে প্রভসিমরন-বেয়াস্টো সুনামি, চার ওপেনার মিলে লিখলেন নজির ২৬২ তাড়া করে জয়, T20-তে ইতিহাস PBKS-এর, IPL-এও RR-এর নজির ভেঙে হল নয়া রেকর্ড সাজেশন পড়া ক্যাপ্টেন্সি, জঘন্য বোলিং- কোন কোন কারণে ২৬১ রান তুলেও হারল KKR? মোদীকে ভোটপ্রক্রিয়া থেকে দূরে রাখুন, আবেদন দিল্লি হাইকোর্টে, কারণটা কী? সামনেই আদৃত-কৌশাম্বির বিয়ে, এদিকে সৌমিতৃষা লিখলেন, ‘মনে খারাপ, মুখে মিষ্টি…'

    Latest IPL News

    স্বার্থপর পুরো! রিঙ্কুর আগে নেমে রোষের মুখে KKR-র শ্রেয়স, রেহাই পেলেন না গম্ভীরও গ্যালারিতে বল গেল ১৮বার, আইপিএলের ইতিহাসে ইডেনে সর্বোচ্চ ২৬১ রান তুলল কেকেআর একই IPL-এ প্রথমবার ৩ অর্ধশতরান নারিনের! অরেঞ্জ ক্যাপের তালিকায় দুইয়ে বয়স বাড়ছে,তাই তরুণদের সুযোগ দেওয়া উচিত, বিরাট-রোহিতদের বার্তা যুবরাজের বিশ্বকাপ ফাইনালের ব্যাটে স্প্রিং লাগানো ছিল? অবশেষে জবাব দিলেন রিকি পন্টিং IPL-এর গত মরশুমে ৯০০-এর কাছাকাছি রান করেও যদি দলে সুযোগ না পাই… বার্তা শুভমনের হার্দিক নয়, বিশ্বকাপে এই ধ্বংসাত্মক অল-রাউন্ডারকে চাইই চাই ভারতের, দাবি যুবরাজের আমাকে একটা বল তো খেলতে দাও:- বাবরদের অনুশীলনে কাতর আবেদন পাকিস্তানের নির্বাচকের নাইট রাইডার্সে নিশাচর প্রাণী,দিনে ঘুমোয়,রাতে জাগে, কাদের কথা বললেন ওয়াসিম আক্রম? বেটিং অ্যাপে IPL স্ট্রিমিং! তামান্নাকে সমন মহারাষ্ট্র সাইবার সেলের;এড়ালেন সঞ্জু

    Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.