প্রথম দুই ওয়ান ডে হারের পর কেপ টাউনে তৃতীয় ওয়ান ডেতে মাত্র চার রানে হেরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হোয়াইটওয়াশ হতে হয় ভারতীয় দলকে। দীপক চাহারের এক দুর্ধর্ষ ইনিংসের পর টিম ইন্ডিয়া জয়ের দোরগোড়ায় পৌঁছে গেলেও ধপধপ করে উইকেট হারিয়ে শেষমেশ পরাজিত হয় ভারতীয় দল।
২৮৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শিখর ধাওয়ান ৬১ এবং বিরাট কোহলি ৬৫ রান করা সত্ত্বেও একসময় ভারতীয় দল নিশ্চিত পরাজয়ের দিকে অগ্রসর হচ্ছিল। তবে ৩৪ বলে ৫৪ রান করে দীপক চাহারই দলকে জয়ের কাছে টেনে নিয়ে আসেন। এক সময় যখন তিন ওভারে মাত্র ১০ রান বাকি ছিল এবং ভারতীয় দল অন্তত শেষ ম্যাচ জিতে নিজেদের সম্মান রক্ষা করতে পারবে বলে মনে হচ্ছিল, তখনই ঘটে ছন্দপতন। বড় শট খেলতে গিয়ে চাহার আউট হওয়ার পরে শেষমেশ ভারত ম্যাচই হেরে বসে। এই নিয়েই সুনীল গাভাসকরের ক্ষোভ।
Sports Tak-এ আলোচনাসভায় প্রাক্তন ভারতীয় অধিনায়ক বলেন, ‘শেষ ১০ ওভারে মনে হচ্ছিল দক্ষিণ আফ্রিকার পক্ষে ম্যাচ জেতাটা বেশ কঠিনই হবে। তবে ওরা নিজেদের সংযত রাখতে সক্ষম হয়। লুঙ্গি এনগিদি মার খাওয়ার পর কিন্তু চাপটা ওদের ওপরই বেশি ছিল। তবে তারপর ভারতীয়রা যে সব শট খেলে, বুঝতে পারছি না ওদের কীসের তাড়াহুড়ো ছিল। দীপক চাহার দুর্ধর্ষ একটা ইনিংস খেলে দলকে প্রায় জিতিয়েই দিয়েছিলেন। ১৮ বলে যখন ১০ রান বাকি ছিল, তখন সিঙ্গলেসই ম্যাচ বেরিয়ে যায়। ওই সময় বড় শট মারার কী দরকার ছিল?’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।