সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজকে ৮ রানে হারিয়ে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজে ভারত ২-০ ব্যবধানে এগিয়ে রয়েছে। কলকাতার ইডেন গার্ডেনসে অনুষ্ঠিত এই ম্যাচে উইকেটরক্ষক ব্যাটসম্যান ঋষভ পন্ত ২৮ বলে ৫২ রানের অপরাজিত ইনিংস খেলেন। তার এদিনের ইনিংসে ছিল ৭ চার ও ১ ছক্কা দিয়ে সাজানো। তার বিস্ফোরক ইনিংসের কারণে ভারত স্কোর বোর্ডে ১৮৬ রান তোলে।
এই শক্তিশালী ইনিংসের জন্য পন্তকে ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার দেওয়া হয়। হর্ষ ভোগলে যখন এই পুরস্কারের জন্য পন্তকে আমন্ত্রণ জানাচ্ছিলেন, তখন অধিনায়ক রোহিত শর্মা এমন প্রতিক্রিয়া দিয়েছিলেন যা এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। আসলে, পন্ত পুরস্কার পাওয়ার আগে উপস্থাপনায় বক্তব্য দিচ্ছিলেন রোহিত। রোহিতের পরে পন্তকে ডাকা হয়েছিল, রোহিত পথে হর্ষ ভোগলেকে জিজ্ঞাসা করতে থাকেন, ‘ঋষভ পন্ত কি ম্যাচের সেরা?’ রোহিতের এই মন্তব্যের জবাবে হর্ষ ভোগলে বলেছেন, ‘রোহিত কারণ সে দুর্দান্ত ব্যাটিং করেছে।’
পন্ত তার ইনিংসে বেঙ্কটেশ আইয়ারের সঙ্গে ৭৬ রানের জুটি বাধেন। ১৮৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে নির্ধারিত ২০ ওভারে তিন উইকেট হারিয়ে মাত্র ১৭৮ রান করে ওয়েস্ট ইন্ডিজ। এ সময় নিকোলাস পুরান ৪১ বলে ৬২ এবং রোভম্যান পাওয়েল ৩৬ বলে ৪টি চার ও ৫ ছক্কায় ৬৮ রানের অপরাজিত ইনিংস খেলেন। এই মাঠে সিরিজের শেষ ম্যাচটি হবে ২০ ফেব্রুয়ারি। পুরস্কার নিতে আসা পন্ত বলেন, ‘এদিন বেঙ্কটেশের সাথে আমার একমাত্র কথোপকথন ছিল যে আমরা জিনিসগুলি সহজ রাখব এবং প্রতিটি বল সাবধানে খেলব।’ পাওয়েলের খেলা নিয়ে বলতে পন্ত বলেন, ‘বুলেটের গতিতে বল মারছিলেন পাওয়েল। আমি পিছনে থাকতে পেরে খুশি ছিলাম কারণ সে আমার সঙ্গে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলবে কিন্তু শেষ পর্যন্ত আপনি ভারতের হয়ে প্রতিটি ম্যাচ জিততে চান।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।