জয় দিয়েই বিশ্বকাপের প্রস্তুতি শুরু করল টিম ইন্ডিয়া। বার্বাডোজে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ৫ উইকেটে জয় ছিনিয়ে নেয় টিম ইন্ডিয়া। ভারত প্রথমে ওয়েস্ট ইন্ডিজকে ১১৪ রানে অলআউট করে এবং পরে ২২.৫ ওভারে ৫ উইকেট হারিয়ে ম্যাচ জিতে নেয়। ভারতের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন চায়নাম্যান স্পিনার কুলদীপ যাদব। ৩ ওভারে ৬ রান দিয়ে তুলে নেন ৪ উইকেট। এই জয়ে ভারত সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল। দ্বিতীয় ওয়ানডে খেলা হবে ২৯ জুলাই (শনিবার)।
আরও পড়ুন: অভিষেকেও সাতে ব্যাট করেছি- পরে নামার ব্যাখ্যা দিতে গিয়ে পুরনো স্মৃতিতে ডুবলেন রোহিত
ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হন কুলদীপ যাদব। ম্যাচের পর তিনি টিম ইন্ডিয়া এবং তাঁর বোলিং সম্পর্কে বলেন, ‘ফাস্ট বোলাররা ভালো শুরু করেছিল। মুকেশের অভিষেক ম্যাচ ছিল। শার্দুল এবং হার্দিক উইকেটও নেন। আমি এবং জাদেজা ভালো বোলিং করেছি। আমি শুধু আমার শুধু নিজের মতো বল করেছি এবং সব সময়ে ছন্দে থাকার চেষ্টা করি। গত এক বছর আমার ভালো সময় যাচ্ছে। উইকেটের চেয়ে লেন্থের দিকে নজর দেওয়াটা বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করি। সকলে বলে যে, বার্বাডোজে ফাস্ট বোলাররা সুবিধে পায়। স্পিন বোলাররা এখানে উইকেট পাওয়ায় খুশি। আমাদের তরফে স্পিনাররা ৭ উইকেট নিয়েছে। ক্যারিবিয়ান স্পিনাররাও উইকেট পেয়েছেন। বল টার্ন করছিল এবং অতিরিক্ত বাউন্সও ছিল।’
আরও পড়ুন: ১১৫ রান তাড়া করতে গিয়ে নড়ে গেল ভারতের ব্যাটিং, রোহিত-বিরাট পরবর্তীরা কি তৈরি নন?
অন্য রিস্ট স্পিনার যুজবেন্দ্র চাহালের সঙ্গে তাঁর প্রতিদ্বন্দ্বিতার প্রশ্নে কুলদীপ বলেন, ‘প্রতিযোগিতা থাকা সব সময়েই ভালো। কিন্তু আমি এবং চাহাল এটা নিয়ে ভাবি না। এবং একে অপরের সঙ্গে কাজ করি। যখন চাহালের মতো সিনিয়র খেলোয়াড় আপনাকে সাহায্য করার জন্য থাকে, তখন এটি আপনাকে অনেক আত্মবিশ্বাস দেয়। আমরা ৫-৬ বছর ধরে একসঙ্গে খেলছি এবং ও সত্যিই আমাকে সাহায্য করেছে। এখানে কোনও প্রতিযোগিতা নেই, আমরা একে অপরকে দারুণ সঙ্গ দিই।’
কুলদীপ যাদব তিন ওভার বল করে চার উইকেট তুলে নেন। বিশ্বকাপের আগে এই পারফরম্যান্স ভারতের বাঁ-হাতি স্পিনারকে দলে নিজের জায়গা পাকা করতে সাহায্য করবে। এক সময়ে কুলদীপ এবং যুজবেন্দ্র চাহালের জুটিকে ভারতীয় ক্রিকেটে ‘কুলচা’ বলা হত। এখন আবার জাদেজার সঙ্গে জুটি বেঁধে যে স্পিন আক্রমণ তৈরি করেছেন কুলদীপ, তাতে ‘কুলজা’ জুটি ভারতীয় দলের শক্তি হয়ে উঠতেই পারে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।