বাংলা নিউজ > ময়দান > IND vs BAN Super Over ahead of T20 WC: সুপার ওভারে ২১ রান খরচ দীপ্তির, বিশ্বকাপের মহড়ায় ভারতকে হারিয়ে দিল বাংলাদেশ!

IND vs BAN Super Over ahead of T20 WC: সুপার ওভারে ২১ রান খরচ দীপ্তির, বিশ্বকাপের মহড়ায় ভারতকে হারিয়ে দিল বাংলাদেশ!

বাংলাদেশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচের পর সুপার ওভারের মহড়া দেয় ভারত। তাতে হেরে যায় টিম ইন্ডিয়া। (ছবি সৌজন্যে আইসিসি ও এশিয়ান ক্রিকেট কাউন্সিল ফাইল)

ND vs BAN Super Over ahead of T20 WC: টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচে প্রথমে ব্যাট করে পাঁচ উইকেটে ১৮৩ রান তুলেছিল ভারত। সহজেই হারিয়ে দেয় বাংলাদেশকে। কিন্তু সুপার ওভারের মহড়ায় হেরে গিয়েছে ভারত। তিন রানে জিতে গিয়েছে বাংলাদেশ।

প্রস্তুতি ম্যাচে ৫২ রানে গুঁড়িয়ে দিয়েছে বাংলাদেশকে। কিন্তু তারপর যে সুপার ওভারের মহড়া দিল ভারত, তাতে হেরে গেলেন দীপ্তি শর্মারা। ২২ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে পারলেন না ভারতের দুই বিধ্বংসী ব্যাটার শেফালি বর্মা এবং রিচা ঘোষ।

মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বুধবার প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত এবং বাংলাদেশ। সেই ম্যাচের পর দুই দল সুপার ওভার খেলে। প্রথমে বল করেন ভারতের অধিনায়ক দীপ্তি শর্মা। ২১ রান খরচ করেন। বেশিরভাগ রানই করেন বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। জবাবে ১৮ রানের বেশি তুলতে পারেননি শেফালি ও রিচা। ১৮ রান করেন খরচ করেন নাহিদা আখতার। তিন রানে সুপার ওভার জিতে যায় বাংলাদেশ।

ভারত বনাম বাংলাদেশ প্রস্তুতি ম্যাচ

এমনিতে ২০ ওভারের প্রস্তুতি ম্যাচে প্রথমে ব্যাট করে পাঁচ উইকেটে ১৮৩ রান তুলেছিল ভারত। অথচ শুরুটা ভয়াবহ হয়েছিল টিম ইন্ডিয়ার। হরমনপ্রীত কৌর এবং স্মৃতি মন্ধানার অনুপস্থিতিতে ছয় ওভারে ৩৫ রানে তিন উইকেট পড়ে গিয়েছিল। তারপর রিচা এবং জেমিমা রদ্রিগেজের সুবাদে ঘুরে দাঁড়ায় ভারত। 

শুরুতে রিচা ঢিমেতালে খেললেও জেমিমা মেরে খেলতে শুরু করেন। তাঁর সেই ছন্দ ধরে নেন রিচা। ২৭ বলে ৪১ রান করে জেমিমা আউট হয়ে গেলেও বেধড়ক মারতে থাকেন ভারতীয় উইকেটকিপার। ৫৬ বলে ৯১ রানে অপরাজিত থাকেন। তিনটি চার এবং ন'টি ছক্কা হাঁকান। স্ট্রাইক রেট ছিল ১৬২.৫। চার বলে অপরাজিত ১৩ রান করেন পূজা বস্ত্রকার। শেষ পাঁচ ওভারে ভারত তোলে ৮৩ রান। 

আরও পড়ুন: IND vs BAN T20 WC 2023 Warm Up Game: বাংলাদেশকে ৫২ রানে ধ্বংস করল ভারত, বিশ্বকাপে নামার আগে করল দুরন্ত পারফরম্যান্স

সেই বিশাল রান তাড়া করতে নেমে একেবারেই ছন্দ খুঁজে পায়নি বাংলাদেশ। নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকেন সুলতানারা। শেষপর্যন্ত নির্ধারিত ২০ ওভারে আট উইকেটে ১৩১ রানের বেশি তুলতে পারেনি বাংলাদেশ। হেরে যায় ৫২ রানে। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩৬ বলে ৪০ রান করেন অধিনায়ক সুলতানা। ৩২ বলে ৩২ রান করেন মুর্শিদা খাতুন।

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের সূচি

মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ ‘বি’-তে আছে ভারত। হরমনরা কোন কোন দলের বিরুদ্ধে কবে কবে খেলবেন, তা দেখে নিন -

  • ১২ ফেব্রুয়ারি: ভারত বনাম পাকিস্তান, কেপটাউন।
  • ১৫ ফেব্রুয়ারি: ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ, কেপটাউন।
  • ১৮ ফেব্রুয়ারি: ভারত বনাম ইংল্যান্ড, পোর্ট এলিজাবেথ।
  • ২০ ফেব্রুয়ারি: ভারত বনাম আয়ারল্যান্ড, পোর্ট এলিজাবেথ।

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের সূচি

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ 'এ'-তে আছে বাংলাদেশ। কবে কোন দলের বিরুদ্ধে বাংলাদেশের ম্যাচ আছে, তা দেখে নিন -

  • ১২ ফেব্রুয়ারি: বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা, কেপটাউন।
  • ১৪ ফেব্রুয়ারি: অস্ট্রেলিয়া বনাম বাংলাদেশ, পোর্ট এলিজাবেথ।
  • ১৭ ফেব্রুয়ারি: নিউজিল্যান্ড বনাম বাংলাদেশ, কেপটাউন।
  • ২১ ফেব্রুয়ারি: দক্ষিণ আফ্রিকা বনাম বাংলাদেশ, কেপটাউন।

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

‘আমি পাগল নই যে রেপ-কে সমর্থন করব…আপনাদের চিকিৎসা দরকার’, ট্রোলারদের পালটা ডোনা সন্দীপের হাজিরাকে ঘিরে বিক্ষোভে উত্তাল আলিপুর আদালত, দেখানো হল হাওয়াই চটি ভিজে ঘাস তুলে মাঠ মেরামতির চেষ্টা ব্যর্থ, ভেস্তে গেল AFG vs NZ ২য় দিনের খেলাও ‘ভিনেশ, পুনিয়াদের নিয়ে কোনও মন্তব্য নয়’ ব্রিজভূষণকে সতর্ক করল বিজেপি দুর্গাপুজোর সময় আন্দোলন–পথসভা করার সিদ্ধান্ত বিজেপির, শহর থেকে গ্রামে চলবে বীরভূমের খোয়াই রক্ষায় কড়া পদক্ষেপ, কাঁটা তার দিয়ে ঘেরার পরিকল্পনা বন বিভাগের Zimbabwe Women বনাম United Arab Emirates Women ম্যাচ শুরু হতে চলেছে, পাল্লা ভারি কোন দিকে? কাউন্সিলর পদ খুইয়ে সংসারে অনটন, দ্বিতীয় স্ত্রীর হাতে 'খুন' তৃণমূল নেতা! দলীপ ট্রফিতে কেভিন পিটারসেন! পুরনো স্মৃতি শেয়ার করলেন মজার ক্যাপশন দিয়ে কেনা হবে ২৪০ সুখোই যুদ্ধবিমান, HAL-এর সঙ্গে ২৬০০০ কোটি টাকার চুক্তি

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.