ওয়েস্ট ইন্ডিজের কোচ ড্যারেন স্যামি ভারতের তরুণ যশস্বী জসওয়ালের প্রশংসা করেছিলেন। তিনি বলেছেন যে ভারতীয় ওপেনার প্রথম-শ্রেণির ক্রিকেটে তাঁর শক্তিশালী প্রদর্শনের সৌজন্যে আন্তর্জাতিক ক্রিকেটে পা রেখেছেন এবং সেই কারণেই তাঁকে ‘প্রস্তুত’ দেখাচ্ছে। জসওয়াল ডোমিনিকাতে ১৭১ রানের একটি দুরন্ত ইনিংস খেলে ভারতকে প্রথম টেস্টে ইনিংস এবং ১৪১ রানে জিততে সাহায্য করেছে। যশস্বী জসওয়ালের দৃঢ় শিকড় সম্পর্কে কথা বলতে গিয়ে, স্যামি ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) এবং ভারতের প্রথম শ্রেণির ক্রিকেটের স্তরের মান নিয়ে কথা বলেছেন। তাঁর মতে খেলোয়াড়দের বিকাশে বড় ভূমিকা পালন করে বিসিসিআই।
ভারতীয় দল শেষ আইসিসি ট্রফি জিতেছিল ২০১৩ সালে যখন টিম ইন্ডিয়া এমএস ধোনির অধিনায়কত্বে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল। তারপর থেকে, ভারতীয় দল দুবার ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ (WTC) ফাইনালে খেলেছে কিন্তু ২০২৩ সালের সাম্প্রতিক সংস্করণ সহ উভয় অনুষ্ঠানেই রানার্স আপ হয়েছে। একই সময়ের মধ্যে, ভারতও ২০১৫ এবং ২০১৯ সালে ওডিআই বিশ্বকাপ জিততে পারেনি অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজ ২০১২ এবং ২০১৬ সালে স্যামির নেতৃত্বে দুবার টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল। এই কথাটাই আরও একবার মনে করিয়ে দিলেন ওয়েস্ট ইন্ডিজের কোচ ড্যারেন স্যামি।
ইউটিউব চ্যানেলে বিমল কুমারের সঙ্গে কথা বলতে গিয়ে যশস্বী জসওয়াল, শুভমন গিল এবং সঞ্জু স্যামসনদের প্রশংসা করেছেন স্যামি। চলতি ক্যারিবিয়ান সফরে উইন্ডিজ কোচকে প্রভাবিত করেছে। ‘আপনি দেখেন যে তারা দিনের পর দিন খেলোয়াড়দের তৈরি করে চলেছে। হার্দিক পান্ডিয়া, (যশস্বী) জসওয়াল মতো ক্রিকেটারদের তারা বছরের পর বছর ধরে তৈরি করেছে। তবে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে যে, তারা খেলোয়াড় তৈরি করলেও, কারা বেশিবার আন্তর্জাতিক টুর্নামেন্ট জিতেছে।’
স্যামি আরও জানান, ‘জয়সওয়াল প্রথম শ্রেণির ক্রিকেটে নয়টি ম্যাচে ১৮০০ রান করেছেন, নয়টি সেঞ্চুরি এবং তারপরে তিনি তাঁর অভিষেক খেলায় ডমিনিকাতে আসেন এবং তাঁকে দেখে মনে হচ্ছিল তিনি যেন আন্তর্জাতিক স্তরের ছিলেন। এটি ভারতের প্রথম শ্রেণির ক্রিকেটের মান। সেখান থেকে আসা তরুণরা যখন আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন তখন তাঁরা প্রস্তুত হয়েই মাঠে নামেন।’ যশস্বী জসওয়াল প্রথম-শ্রেণির ক্রিকেটে মাত্র ১৭ ম্যাচে ২১১১ রান করেছেন যার মধ্যে ১০টি সেঞ্চুরি এবং তিনটি অর্ধশতক রয়েছে এবং সেই সঙ্গে ৮১.১৯ এর গড়ে ২৬৫ এর সেরা স্কোরও করেছিলেন তিনি। যদিও ভারতের তরুণ এই ক্রিকেটার সম্প্রতি তাঁর T20I অভিষেকে প্রভাবিত করতে ব্যর্থ হয়েছেন। তিনি বাকি দুটি T20I ম্যাচে স্থায়ী ছাপ রেখে যাওয়ার আশা করছেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।