বাংলা নিউজ > ময়দান > IND vs WI: শেন ওয়ার্নকেও পিছনে ফেললেন অশ্বিন, দ্বিতীয় দ্রুততম বোলার হিসেবে ৭০০ উইকেট রবিচন্দ্রনের

IND vs WI: শেন ওয়ার্নকেও পিছনে ফেললেন অশ্বিন, দ্বিতীয় দ্রুততম বোলার হিসেবে ৭০০ উইকেট রবিচন্দ্রনের

দুরন্ত মাইলস্টোন অশ্বিনের। ছবি- এএফপি।

India vs West Indies 1st Test: ভারতের তৃতীয় বোলার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে দুর্দান্ত মাইলস্টোন টপকালেন রবিচন্দ্রন অশ্বিন।

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে রবিচন্দ্রন অশ্বিনকে ভারত রিজার্ভ বেঞ্চে বসিয়ে রাখায় বিস্তর সমালোচনা হয়। সুনীল গাভাসকর থেকে রবি শাস্ত্রী, সৌরভ গঙ্গোপাধ্যায় থেকে সচিন তেন্ডুলকর, টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকারা অশ্বিনের পাশে দাঁড়িয়ে একযোগে আওয়াজ তোলেন। ভারতীয় টিম ম্যানেজমেন্টের সেই সিদ্ধান্ত যে যথাযথ ছিল না, সেটা প্রমাণ করতে খুব বেশিদিন সময় নিলেন না রবিচন্দ্রন।

ডব্লিউটিসি ফাইনালের ঠিক পরেই ভারত প্রথমবার টেস্ট খেলতে নামলে ইনিংসে ৫ উইকেট নিয়ে উপেক্ষার যোগ্য জবাব দেন অশ্বিন। সেই সঙ্গে টপকে যান দুর্দান্ত এক ব্যক্তিগত মাইলস্টোন।

অশ্বিন ভারতের তৃতীয় বোলারে পরিণত হন, তিন ফর্ম্যাট মিলিয়ে যাঁর ঝুলিতে ৭০০-র বেশি উইকেট রয়েছে এই মুহূর্তে। ডমিনিকায় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টের আগে অশ্বিনের সংগ্রহে ছিল ৬৯৭টি আন্তর্জাতিক উইকেট। সুতরাং, ৭০০ উইকেটের মাইলস্টোন ছুঁতে তারকা স্পিনারের দরকার ছিল মোটে ৩টি উইকেট।

অশ্বিন তেজনারায়ন চন্দ্রপল, ক্রেগ ব্রাথওয়েট ও আলজারি জোসেফের উইকেট তুলে নিয়ে লক্ষ্যে পৌঁছে যান। অর্থাৎ, আন্তর্জাতিক ক্রিকেটে অশ্বিনের ৭০০তম শিকার হলেন জোসেফ। পরে তিনি আলিক আথানাজে ও জোমেল ওয়ারিকানের উইকেট দু'টিও পকেটে পোরেন। প্রথম ইনিংসে ৬০ রানের বিনিময়ে ৫টি উইকেট নেন রবিচন্দ্রন।

আরও পড়ুন:- IND vs WI: হাইজাম্পে চমক সিরাজের, শূন্যে লাফিয়ে ৯ ফুট উঁচু থেকে ক্যাচ ধরলেন মিয়াঁ- ভিডিয়ো

অশ্বিনের আগে ভারতীয় বোলারদের মধ্যে আন্তর্জাতিক ক্রিকেটে ৭০০-র বেশি উইকেট নিয়েছেন কেবল অনিল কুম্বলে ও হরভজন সিং। কুম্বলে ভারত ও এশিয়া একাদশের হয়ে মাঠে নেমে ৯৫৬টি আন্তর্জাতিক উইকেট নিয়েছেন। তিনি টেস্টে ৬১৯টি ও ওয়ান ডে ক্রিকেটে ৩৩৭টি উইকেট দখল করেন।

হরভজন ভারত ও এশিয়া একাদশের হয়ে মাঠে নেমে আন্তর্জাতিক ক্রিকেটে মোট ৭১১টি উইকেট দখল করেন। তিনি টেস্টে ৪১৭টি, ওয়ান ডে ক্রিকেটে ২৬৯টি এবং আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ২৫টি উইকেট নিয়েছেন।

ডমিনিকায় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম ইনিংসের পরে অশ্বিনের সংগ্রহ দাঁড়ায় ৭০২টি উইকেট। তিনি টেস্টে ৪৭৯টি, ওয়ান ডে ক্রিকেটে ১৫১টি ও আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ৭২টি উইকেট নিয়েছেন।

আরও পড়ুন:- IND vs WI: পিতা-পুত্রের অঙ্কে ফুলমার্কস অশ্বিনের, চন্দ্রপলদের ফিরিয়ে ইতিহাস গড়লেন রবিচন্দ্রন- ভিডিয়ো

সার্বিকভাবে ১৬তম আন্তর্জাতিক বোলার হিসেবে তিন ফর্ম্য়াট মিলিয়ে ৭০০ উইকেটের মাইলস্টোন টপকান অশ্বিন। তবে শ্রীলঙ্কার মুথাইয়া মুরলিধরনের পরে দ্বিতীয় দ্রুততম বোলার হিসেবে এমন কৃতিত্ব অর্জন করেন রবিচন্দ্রন। মুরলিধরন ৩০৮টি ইনিংসে বল করে এই মাইলস্টোন টপকান। অশ্বিন ৭০০ উইকেটে পৌঁছতে খরচ করেন ৩৫১টি ইনিংস। এই নিরিখে শেন ওয়ার্নকেও পিছনে ফেলে দেন ভারতীয় তারকা।

আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম ৭০০ উইকেট:-
১. মুথাইয়া মুরলিধরন- ৩০৮টি ইনিংসে।
২. রবিচন্দ্রন অশ্বিন- ৩৫১টি ইনিংসে।
৩. শেন ওয়ার্ন- ৩৫৪টি ইনিংসে।
৪. ওয়াকার ইউনিস- ৩৫৫টি ইনিংসে।
৫. গ্লেন ম্যাকগ্রা- ৩৫৮টি ইনিংসে।
৬. ব্রেট লি- ৩৮১টি ইনিংসে।
৭. ওয়াসিম আক্রম- ৩৮২টি ইনিংসে।
৮. অনিল কুম্বলে- ৩৮৯টি ইনিংসে।

তালিকায় থাকা ক্রিকেটাররা ছাড়াও তিন ফর্ম্যাট মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ৭০০র বেশি উইকেট নিয়েছেন জেমস অ্যান্ডারসন, স্টুয়ার্ট ব্রড, শন পোলক, চামিণ্ডা ভাস, ওয়ালস, টিম সাউদি, হরভজন সিং ও ড্যানিয়েল ভেত্তোরি।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

কাল ভোট-ভাগ্য পরীক্ষা অধীর, মহুয়া,অখিলেশদের! স্টার প্রার্থী, কেন্দ্র একনজরে ঘরের মাঠে জয়ের হাফসেঞ্চুরি CSK-এর,RR-এর অশ্বিনও ৫০উইকেটের নজির গড়ে ফেললেন চিপকে ১২ বছর পর, গুরুর গোচরে তৈরি কুবের যোগ, ৩ রাশির জীবনে আসবে সুখ সমৃদ্ধি সম্পদ আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ রানের মালিক কোহলি আবার কোন রেকর্ড গড়লেন? ‘‌দিল্লির বিজেপি নেতাদের অঙ্গুলিহেলনে সন্দেশখালির ঘটনা ঘটেছে’‌, তোপ অভিষেকের এর পর লোকে বউয়ের মধ্যেও মমতার মুখ দেখতে পাবে, চাঞ্চল্যকর দাবি সুকান্ত মজুমদারের রাজস্থান বধের পর ঘরের মাঠে ৫০তম জয় সিএসকের, কোন দল জিতেছে আরও বেশি? হায়দরাবাদ লোকসভা কেন্দ্র ২০২৪: ওয়েইসিকে হারাতে মরিয়া বিজেপি, অতীতে কী হয়েছে সুস্থ থাকতে দ্রুত বদলান এই ১০ বদভ্যাস, জীবনে পরিবর্তন আসবে নিমেষে বেআইনি নির্মাণ নিয়ে দায় ঠেলাঠেলি পূর্ত দফতর-পুরসভার, ভাঙার নির্দেশ হাইকোর্টের

Latest IPL News

প্রথম ম্যাচে থেকে নিজেই সিদ্ধান্ত নিয়েছি, ধোনির কাছে যাইনি…বললেন রুতুরাজ, ভিডিয়ো চিপকের দুর্গে চিড় ধরাতে পারলেন না স্যামসনরা, লড়াকু জয়ে প্লে-অফের পথে ধোনিরা যুক্তি সাজিয়ে নিয়ে গিয়েছিলেন সৌরভরা, তাও কেন আটকাতে পারলেন না পন্তের নির্বাসন? জেনে-বুঝে ফিল্ডিংয়ে বাধা, জাদেজাকে অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড আউট দিলেন আম্পায়ার IPL 2024-কেরিয়ারে আপ অ্যান্ড ডাউন চলছে, কার দিকে আঙুল তুললেন রিঙ্কু? ভিডিয়ো IPL-ওরা ব্যবসাদার, লাভ ক্ষতি ছাড়া কিছু বোঝে না… গোয়েঙ্কাকে ধুয়ে দিলেন সেহওয়াগ তিলক বর্মা আউট হতেই গৌতির ‘গম্ভীর’ মুখে ফুটল হাসি, মজা করলেন ধারাভাষ্যকাররাও IPL 2024- রোহিতকে ট্র্যাপে ফেলারই চেষ্টা ছিল, উদ্দেশ্য সফল হওয়ার পর বললেন বরুণ ঘরের মাঠে এটাই কি শেষ IPL ম্যাচ ধোনির? মাহি আবেগে ভাসল চিপকের গ্যালারি দলের পরিবেশ বদলে গেছে, এতদিন তা ছিল না…ম্যাচ জয়ের পর কার দিয়ে আঙুল তুললেন নীতিশ?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.