বাংলা নিউজ > ময়দান > Emerging Asia Cup 2023: সুপারম্যানসুলভ অবিশ্বাস্য ক্যাচে ঋদ্ধিমান সাহাকে মনে করালেন ধ্রুব জুরেল- ভিডিয়ো

Emerging Asia Cup 2023: সুপারম্যানসুলভ অবিশ্বাস্য ক্যাচে ঋদ্ধিমান সাহাকে মনে করালেন ধ্রুব জুরেল- ভিডিয়ো

শূন্যে উড়ে ক্যাচ ধরছেন ধ্রুব জুরেল। ছবি- টুইটার।

ACC Men's Emerging Teams Asia Cup 2023: এমার্জিং এশিয়া কাপে হর্ষিত রানার বলে আমিরশাহির তিন নম্বর ব্যাটার অংশ ট্যান্ডনের যে ক্যাচটি ধরেন ধ্রুব জুরেল, তাকে এককথায় অসাধারণ বলা ছাড়া উপায় নেই। উইকেটকিপারের নেওয়া এমন দুর্দান্ত ক্যাচটি দেখে ঋদ্ধিমান সাহার কথা মনে পড়তে বাধ্য।

এমন দুর্দান্ত ক্যাচ কম-বেশি সব ভারতীয় উইকেটকিপাররাই ধরেছেন। তবে এমার্জিং এশিয়া কাপে ভারতীয়-এ দলের উইকেটকিপার ধ্রুব জুরেল যে ক্যাচটি ধরেন, সেটা সবার আগে মনে করিয়ে দেয় ঋদ্ধিমান সাহার কথা। ভারতীয় দলের টেস্ট জার্সিতেই হোক বা আইপিএলে, ঋদ্ধিকে সুপারম্যান বলে ডাকা শুরু হয় শূন্য উড়ে এমন অবিশ্বাস্য সব ক্যাচ ধরতেন বলেই।

গত শুক্রবার আমিরশাহি-এ দলের বিরুদ্ধে লড়াই দিয়ে এমার্জিং এশিয়া কাপ অভিযান শুরু করে ভারত। টস জিতে আমিরশাহিকে শুরুতে ব্যাট করতে পাঠান ভারত অধিনায়ক যশ ধুল। প্রথম ইনিংসের সপ্তম ওভারে হার্ষিত রানার বলে আমিরশাহির তিন নম্বর ব্যাটার অংশ ট্যান্ডন উইকেটকিপার ধ্রুব জুরেলের দস্তানায় ধরা পড়েন।

এই উইকেটটির জন্য বোলার হর্ষিতের থেকেও বেশি কৃতিত্ব দাবি করতে পারেন উইকেটকিপার জুরেল। ৬.৪ ওভারে হর্ষিতের লেগ-স্টাম্পের উপর রাখা ডেলিভারিতে ফ্লিক শট খেলেন বাঁ-হাতি ব্যাটার অংশ। বল ব্যাটের হালকা ছোঁয়ায় ফাইন-লেগ বাউন্ডিরর দিকে উড়ে যাচ্ছিল। উইকেটকিপার জুরেল যথা সময়ে শরীর ছুঁড়ে শূন্যে ভেসে থাকা অবস্থায় বল দস্তানাবন্দি করেন। ফলে ব্যক্তিগত ৫ রানের মাথায় আউট হয়ে সাজঘরে ফিরতে হয় ট্যান্ডনকে।

আরও পড়ুন:- SL vs PAK 1st Test: ৯৯-এ আটকে ছিলেন একবছর, কামব্যাকে টেস্ট উইকেটের সেঞ্চুরি শাহিন আফ্রিদির- ভিডিয়ো

ম্যাচে কার্যত একতরফাভাবে জয় তুলে নেয় ভারত। বল হাতে হর্ষিত রানা ও ব্যাট হাতে ক্যাপ্টেন যশ ধুল দুর্দান্ত পারফর্ম্যান্স উপহার দেন। নির্ধারিত ৫০ ওভারে আমিরশাহি-এ দল ৯ উইকেটের বিনিময়ে ১৭৫ রান সংগ্রহ করে। অশ্বন্ত ভালথাপা দলের হয়ে সব থেকে বেশি ৪৬ রান করে আউট হন। যদিও তিনি টেস্টের গতিতে রান সংগ্রহ করেন। ১০৭ বলের ঠুকঠুকে ইনিংসে একটিও চার-ছয় মারতে পারেননি তিনি।

ভারতের হয়ে ৯ ওভার বল করে ৪১ রানের বিনিময়ে ৪টি উইকেট দখল করেন হর্ষিত রানা। এছাড়া ২টি করে উইকেট নেন নীতীশ কুমার রেড্ডি ও মানব সুতার। ১টি উইকেট দখল করেন অভিষেক শর্মা।

আরও পড়ুন:- Asian Games Cricket: ছবির মতো সুন্দর, তবে এশিয়ান গেমসের পুচকে মাঠে রিঙ্কুদের ছক্কায় বল হারাবে বিস্তর

পালটা ব্যাট করতে নেমে ভারত ২৬.৩ ওভারে ২ উইকেটের বিনিময়ে ১৭৯ রান তুলে ম্যাচ জিতে যায়। অর্থাৎ, ১৪১ বল বাকি থাকতে ৮ উইকেটে ম্যাচ জিতে এশিয়া কাপ অভিযান শুরু করে ভারতীয়-এ দল। যশ ধুল ব্যাট হাতে রীতিমতো ঝড় তোলেন। ২০টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৮৪ বলে ১০৮ রানের মারকাটারি ইনিংস খেলে নট-আউট থাকেন তিনি।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

২৮,২০৮ টাকা বোনাস বাড়বে রেলকর্মীদের? কেন্দ্রের ঘোষণার পরে সামনে অঙ্ক, রইল হিসাব ‘সব ইন্ডাস্ট্রিতেই রাজনীতি হয়…কারও পেটে লাথি মেরো না’, টলিউডের ভাঙন নিয়ে সরব দেব ‘চুমুও পাঠাচ্ছো মিঠুনকে,’ দেবকে চেপে ধরলেন কুণাল, জবাব এল মুখের উপর শ্রীলঙ্কাকে ৩১ রানে হারিয়ে T20 WC 2024 অভিযান শুরু করল ফাতিমা সানার পাকিস্তান সত্যজিতের পর একমাত্র সৃজিত! বাইশে শ্রাবণ জায়গা করে নিল এই খাস তালিকায় পুজোয় মিঠাইরানিকে মিষ্টি উপহার মমতার! দিদির ভালোবাসায় আপ্লুত সৌমিতৃষা, কী পেলেন? ICC-র আসরে IPL-এর প্রযুক্তি! মহিলাদের T20 WC 2024-এ স্মার্ট রিপ্লে সিস্টেম এবার সিনিয়র ডাক্তাররাও কর্মবিরতিতে, শুক্রবার এনআরএসে জুনিয়রদের পাশে… বৃহস্পতির বক্রী চলন সমস্যা বাড়াবে! সম্পর্কে ফাটল অর্থের অপচয়ে নাজেহাল হবে ৫ রাশি শারদীয়া নবরাত্রির নয় দিনে কী বিশেষ ভোগ নিবেদনে হবে ইচ্ছাপূর্তি জেনে নিন

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.