এশিয়া কাপের ফাইনালে স্টেডিয়ামে ভারতীয়দের ঢুকতে না দেওয়ার অভিযোগ উঠল। ভারতীয় সমর্থকদের অভিযোগ, দুবাইয়ের স্টেডিয়ামের নিরাপত্তারক্ষীরা দুর্ব্যবহার করেছেন। ভারতীয় জার্সি পরে স্টেডিয়ামে ঢুকতে দেওয়া হবে না বলে জানানো হয়েছে।
ভারত আর্মির এক সদস্য ভিডিয়োবার্তায় দাবি করেন, ভারতীয় সমর্থক হওয়ায় তাঁদের দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ঢুকতে দেওয়া হয়নি। যা উদ্ভট। ভারতীয় জার্সি পরে থাকায় তাঁকে স্টেডিয়ামে ঢুকতে বারণ করেন নিরাপত্তারক্ষীরা। অপর একজন বলেন, '(ভারতের সমর্থকদের ঢুকতে দেওয়ার কোনও নিয়ম থাকার কারণে ভিতরে প্রবেশে অনুমতি না দেওয়া হলেও) ন্যূনতম ভদ্রতা থাকা উচিত। পুলিশকর্মীরা আমাদের ধাক্কা মারছেন। ইন্ডিয়া, গো আউট, গো ব্যাক বলা হচ্ছে। বলা হচ্ছিল যে এই জার্সি পরা যাবে না। ধাক্কা মারছিলেন। আমাদের ঢুকতে দেননি। আমরা তো ক্রিকেট দেখতে এসেছিলাম। মজা করতে এসেছিলাম। কিন্তু এটা জঘন্য ব্যাপার।'
ভারতীয় সমর্থকদের দাবি, পাকিস্তান বা শ্রীলঙ্কার জার্সি না পরলে স্টেডিয়ামে ঢুকতে দেওয়া হচ্ছিল না। এক সমর্থক বলেন, 'এটা চূড়ান্ত বোকা-বোকা বিষয়। ভারতীয় সমর্থক হিসেবে কেন আমি ভারতের ছাড়া অন্য কোনও দেশের জার্সি পরব?' সঙ্গে তিনি বলেন, 'বারণ করার একটা ধরণ আছে। ওয়েবসাইট বা ইমেলে কিছু জানানো হয়নি, সেটা তো বাদই দিলাম। আমরা এসে জানতে পারলাম যে এটা নিয়ম।'
টুইটারেও ভারত আর্মির তরফে আইসিসি এবং এশিয়া ক্রিকেট কাউন্সিলকে জানানো হয়েছে। ভারত আর্মির তরফে বলা হয়েছে, 'আইসিসি এবং এশিয়া ক্রিকেট কাউন্সিল, আপনাদের বিষয়টি তদন্ত করে দেখার আর্জি জানানো হচ্ছে। কারণ এশিয়া কাপ দেখতে আমাদের সদস্যরা ভারত থেকে গিয়েছেন। অথচ স্থানীয় কর্তা এবং পুলিশ কর্তারা তাঁদের ঢুকতে দেননি। অবিশ্বাস্য আচরণ।'
আরও পড়ুন: Asia Cup 2022 Final Live: ২ উইকেট হারিয়ে দলগত ৫০ রানের গণ্ডি টপকাল পাকিস্তান
তবে বিষয়টি নিয়ে আইসিসি, এশিয়ার ক্রিকেট বোর্ড বা ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) তরফে কোনও মন্তব্য করা হয়নি। এখনও মুখ খোলেনি সংযুক্ত আরব আমিরশাহিও। তারইমধ্যে আজ ফাইনাল দেখতে দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে হাজির আছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ও।
শ্রীলঙ্কা বনাম পাকিস্তান ফাইনাল
রবিবার টসে জিতে প্রথম বোলিংয়ের সিদ্ধান্ত নেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। ৫৮ রানে পাঁচ উইকেট পড়ে গেলেও শ্রীলঙ্কাকে রক্ষা করেন ভানুকা রাজাপক্ষে এবং ওয়ানিন্দু হাসারাঙ্গা। তাঁদের সৌজন্যে ২০ ওভারে ছয় উইকেটে ১৭০ রান তোলে শ্রীলঙ্কা। ৪৫ বলে ৭১ রানে অপরাজিত থাকেন। ২১ বলে ৩৬ রান করেন হাসারাঙ্গা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।