শুভব্রত মুখার্জি:- আর কয়েকমাস বাদেই ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত হতে চলেছে অলিম্পিক গেমসের আসর। সেই অলিম্পিক গেমসে খেলার জন্য যোগ্যতা অর্জনের লড়াইতে নেমেছিলেন সবিতা পুনিয়ারা। রাঁচিতে অনুষ্ঠিত এই কোয়ালিফায়ার প্রতিযোগিতায় ভারতীয় দল সেমিফাইনালে পৌঁছে গিয়েছিল। যদিও সেমিফাইনালে জার্মানির কাছে হেরে গিয়েছিল ভারত। এরপর তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচেও হেরে যায় তারা। ফলে মূলপর্বের টিকিট নিশ্চিত করতে পারেনি তারা। আর তারপরেই ভারতীয় সিনিয়র মহিলা হকি দলের কোচ জানেকে স্কপম্যানের ভবিষ্যত কার্যত অনিশ্চিত হয়ে পড়েছে। আদৌও তাঁকে ভারতীয় দলের কোচ রাখা হবে কিনা তা নিয়েই প্রশ্ন তৈরি হয়েছে। গত টোকিয়ো অলিম্পিক্সে যেখানে ভারতীয় মহিলা দল চতুর্থ স্থানে শেষ করেছিল এবার তারা যোগ্যতাই অর্জন করতে পারেনি।
এফআইএইচ আয়োজিত অলিম্পিক কোয়ালিফায়ারে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে জাপানের কাছে ভারত ১-০ গোলে হেরে যায়। তারপরেই তাদের প্যারিস অলিম্পিক্সে খেলার পথ বন্ধ হয়ে যায়। ছয় মিনিটের মাথায় কানা উরাতার গোলে ম্যাচ জয় নিশ্চিত করে জাপান। ম্যাচ শেষে স্কপম্যান জানিয়েছেন, ‘আমি নিশ্চিত যে গতকাল আমরা জার্মানি ম্যাচ হারের পরে এই ম্যাচ (জাপান) খেলার জন্য মানসিকভাবে প্রস্তুত ছিলাম। আমরা ডিফেন্সিভলি ম্যাচে শুরুটা ভালো করতে পারিনি। এটা মাঝেমধ্যে হতে পারে। তবে আমি কোন অজুহাত দেব না। ম্যাচে আমরা দলগতভাবে কামব্যাক করেছি। লড়াই করেছি। ওপেনিং গোলটা খাওয়ার পরে আমরা ম্যাচটা আধিপত্য নিয়ে খেলেছি। আমাদের জন্য গোল করাটা প্রয়োজন ছিল। সেটাই এদিন আমরা কোনও ভাবে করে উঠতে পারিনি। আমি যদি জানতাম যে এটা আমরা কেন গোল করে উঠতে পারিনি তাহলে আজকে আমরা এখানে দাঁড়িয়ে থাকতাম না।’
তিনি আরও যোগ করে বলেন, ‘আমি দলকে তাহলে ম্যাচ চলাকালীন উত্তর দিয়ে দিতাম যে কীভাবে আমরা গোল করতে পারব।’ ভারতীয় দলে তাঁর ভবিষ্যত কি সেই প্রশ্ন করা হলে জানেকে স্কপম্যান জানিয়েছেন, ‘আমি সত্যিই জানি না এখনও।’ উল্লেখ্য জার্মানি, আমেরিকার পাশাপাশি জাপান, প্যারিস অলিম্পিক্সের যোগ্যতা অর্জন করেছে। ভারতের ডাচ কোচের চুক্তি রয়েছে অলিম্পিক গেমস পর্যন্ত। ফলে অলিম্পিক গেমসে যেহেতু ভারত কোয়ালিফাই করতে পারেনি সেক্ষেত্রে তাঁর কী হবে তা এখনও নিশ্চিত নয়। হকি ইন্ডিয়া তাঁর চুক্তি নবীকরন করবে কিনা সেই নিয়ে সন্দেহ রয়েছে। প্রসঙ্গত টোকিও অলিম্পিক গেমসে জোয়ার্ড মারিনের সহকারী কোচ হিসেবে কাজ করেছিলেন জানেকে স্কপম্যান। তিনি জানিয়েছেন, ‘ভারত ম্যাচ হারলেও ম্যাচে আধিপত্য ছিল ভারতের। শেষ তিনটি ম্যাচে জাপানের বিরুদ্ধে ভারত আধিপত্য রেখেই খেলেছে। এই ম্যাচে আমরা গোলটাই করতে পারিনি। অতীতে ম্যাচে আমরা গোল করতে পারাতে ম্যাচের ফল অন্যরকম হয়েছিল। এদিন তাই আমাদেরকে হারকে সঙ্গী করেই মাঠ ছাড়তে হয়েছে। জাপানের গোলরক্ষক দুটো ভুল করেছিল। আমরা কাজে লাগাতে পারিনি। ওদের পেনাল্টি কর্নার ডিফেন্স খুব ভালো ছিল। আমরাও ভালোভাবে পেনাল্টি কর্নার মারতে পারিনি।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।