চলতি ইংল্যান্ড সফরে তিন ম্যাচের টি-২০ সিরিজে ১-২ ব্যবধানে হার মানে ভারতের মহিলা ক্রিকেট দল। তবে পরবর্তী তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ জিতে সেই হারের মধুর প্রতিশোধ নেয় ভারত। হোভের প্রথম ম্যাচে ইংল্যান্ডকে হারিয়ে ১-০ এগিয়ে যান হরমনপ্রীতরা। এবার ক্যান্টারবেরির দ্বিতীয় ওয়ান ডে ম্যাচ জিতে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ জয় নিশ্চিত করেন হরমনপ্রীতরা। ভারতীয় দলের কাছে এই সিরিজটি বিশেষ গুরুত্বপূর্ণ অন্য কারণে। প্রাক্তন ক্যাপ্টেন তথা সিনিয়র তারকা ঝুলন গোস্বামীর এটিই শেষ আন্তর্জাতিক সিরিজ। সুতরাং, সিরিজ জিতেই কিংবদন্তিকে বিদায় জানাতে মরিয়া ছিলেন হরমনপ্রীতরা। সেই লক্ষ্যে তাঁরা সফল বলা চলে।
ম্যাচের সেরা হরমনপ্রীত
১৮টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ১১১ বলে ১৪৩ রানের ধ্বংসাত্মক ইনিংস খেলে ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন হরমনপ্রীত কউর।
সিরিজ জিতল ভারত
হোভে সিরিজের প্রথম ম্যাচে ইংল্যান্ডকে ৭ উইকেটে পারজিত করে ভারত। এবার দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে ইংল্যান্ডকে ৮৮ রানে হারিয়ে এক ম্যাচ বাকি থাকতেই তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ জয় নিশ্চিত করেন হরমনপ্রীত কউররা।
বিরাট জয় ভারতের
৪৪.২ ওভারে হেমলতার বলে চার্লি ডিনকে স্টাম্প আউট করেন যস্তিকা ভাটিয়া। ৩টি বাউন্ডারির সাহায্যে ৪৪ বলে ৩৭ রান করে মাঠ ছাড়েন ডিন। লরেন বেল নট-আউট থাকেন ১৬ বলে ১১ রান করে। ভারতের ৫ উইকেটে ৩৩৩ রানের জবাবে ইংল্যান্ড অল-আউট হয়ে যায় ২৪৫ রানে। ৮৮ রানের বিশাল ব্যবধানে ম্যাচ জেতে ভারত। হেমলতা ৬ রানে ২ উইকেট নেন।
৭ ওভারে ইংল্যান্ডের দরকার ৯১ রান
জয়ের জন্য শেষ ৭ ওভারে ৯১ রান দরকার ইংল্যান্ডের। হাতে রয়েছে ১টি উইকেট। ৪৩ ওভার শেষে ইংল্যান্ডের স্কোর ৯ উইকেটে ২৪৩ রান। চার্লি ডিন ৩৬ ও লরেন বেল ১০ রানে ব্যাট করছেন।
বোলিং কোটা শেষ করলেন রেনুকা
১০ ওভারের বোলিং কোটা শেষ করলেন রেনুকা সিং ঠাকুর। তিনি ৫৭ রানের বিনিময়ে ৪টি উইকেট দখল করেন। ইংল্যান্ড ৩৯ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ২১৬ রান সংগ্রহ করেছে।
কেট ক্রসকে ফেরালেন শেফালি
ইনিংসের ৩৮তম ওভারে শেফালি বর্মাকে বল করতে ডাকেন হরমনপ্রীত। তিনি ওভারের শেষ বলে কেট ক্রসকে এলবিডব্লিউ-র ফাঁদে জড়ান। ওয়ান ডে ক্রিকেটে এটি শেফালির প্রথম উইকেট। ক্রস ১৪ বলে ১৪ রান করে মাঠ ছাড়েন। ইংল্যান্ড ২১১ রানে ৯ উইকেট হারায়। ব্যাট করতে নামেন লরেন বেল।
২০০ ছুঁল ইংল্যান্ড
৩৬তম ওভারে দলগত ২০০ রানের গণ্ডি ছুঁয়ে ফেলে ইংল্যান্ড। তাদের স্কোর ৮ উইকেটে ২০০ রান। চার্লি ডিন ৮ ও কেট ক্রস ৯ রানে ব্যাট করছেন। রেনুকা ৯ ওভারে ৫২ রানের বিনিময়ে ৪টি উইকেট নিয়েছেন।
রান-আউট কেম্প
পরপর ৪ ওভারে ৪টি উইকেট হারাল ইংল্যান্ড। ৩২.৩ ওভারে রান-আউট হয়ে সাজঘরে ফেরেন ফ্রেয়া কেম্প। ১১ বলে ১২ রান করেন তিনি। ইংল্যান্ড ১৮৩ রানে ৮ উইকেট হারায়। ব্যাট করতে নামেন কেট ক্রস। ৩৩ ওভার শেষে ইংল্যান্ডের স্কোর ৮ উইকেটে ১৮৪ রান।
সোফিকে ফেরালেন রেনুকা
৩১.৫ ওভারে রেনুকা সিংয়ের বলে হার্লিন দেওয়লের হাতে ধরা পড়েন সোফি একলেস্টোন। ২ বলে ১ রান করেন সোফি। ইংল্যান্ড ১৮২ রানে ৭ উইকেট হারায়। ব্যাট করতে নামেন চার্লি ডিন। রেনুকা ৭ ওভারে ৪২ রানের বিনিময়ে ৪টি উইকেট নেন।
জোনসকে ফেরালেন হেমলতা
৩০.৩ ওভারে হেমলতার বলে অ্যামি জোনসকে স্টাম্প আউট করেন যস্তিকা ভাটিয়া। ৩টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৫১ বলে ৩৯ রান করে মাঠ ছাড়েন ইংল্যান্ডের ক্যাপ্টেন। ইংল্যান্ড ১৬৯ রানে ৬ উইকেট হারায়। ব্যাট করতে নামেন সোফি একলেস্টোন। ৩১ ওভার শেষে ইংল্যান্ডের স্কোর ৬ উইকেটে ১৭৫ রান।
ওয়াটকে ফেরালেন রেনুকা
জুটি ভাঙলেন রেনুকা। ২৯.৩ ওভারে ড্য়ানি ওয়াটকে বোল্ড করে সাজঘরে ফেরান তিনি। ৬টি বাউন্ডারির সাহায্যে ৫৮ বলে ৬৫ রান করে মাঠ ছাড়েন ওয়াট। ইংল্যান্ড ১৬৭ রানে ৫ উইকেট হারায়। ব্যাট করতে নামেন ফ্রেয়া কেম্প। ৩০ ওভার শেষে ইংল্যান্ডের স্কোর ৫ উইকেটে ১৬৮ রান। জয়ের জন্য শেষ ২০ ওভারে ১৬৬ রান দরকার ইংল্যান্ডের। ৩৯ রানে ব্যাট করছেন অ্যামি জোনস।
১৫০ টপকাল ইংল্যান্ড
২৭তম ওভারে দলগত ১৫০ রানের গণ্ডি টপকে গেল ইংল্যান্ড। তাদের সংগ্রহ ৪ উইকেটে ১৫৩ রান। ড্যানি ওয়াট ৫৭ ও অ্যামি জোনস ৩৩ রানে ব্য়াট করছেন।
অর্ধেক ইনিংস শেষ
২৫ ওভারের খেলা শেষ। ইংল্যান্ড ৪ উইকেট হারিয়ে ১৪২ রান সংগ্রহ করেছে। জয়ের জন্য শেষ ২৫ ওভারে ইংল্যান্ডের দরকার ১৮৯২ রান। ৪৭ বলে ৫৫ রান করেছেন ড্যানি ওয়াট। ৩৩ বলে ২৪ রান করেছেন অ্যামি জোনস। লাফিয়ে বাড়ছে প্রয়োজনীয় রান-রেট। কঠিন হচ্ছে ইংল্যান্ডের লড়াই। ঝুলন ৭ ওভারে ৩১ রান খরচ করেছেন।
হাফ-সেঞ্চুরি ওয়াটের
৫টি বাউন্ডারির সাহায্যে ৪০ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন ড্যানি ওয়াট। ২২ ওভার শেষে ইংল্যান্ডের স্কোর ৪ উইকেটে ১২৭ রান। ড্যানি ৫০ ও জোনস ১৫ রানে ব্যাট করছেন। ঝুলন ৬ ওভারে ২৯ রান খরচ করেছেন।
৩০ ওভারে ইংল্যান্ডের দরকার ২১৫ রান
২০ ওভার শেষে ইংল্যান্ডের স্কোর ৪ উইকেটে ১১৯ রান। জয়ের জন্য শেষ ৩০ ওভারে ২১৫ রান সংগ্রহ করতে হবে অ্যামি জোনসদের। ওয়াট ৪৪ ও জোনস ১৩ রানে ব্যাট করছেন।
ক্যাপসিকে ফেরালেন দীপ্তি
১৬.৪ ওভারে দীপ্তি শর্মার বলে শেফালি বর্মার হাতে ধরা পড়েন অ্যালিস ক্যাপসি। ৬টি বাউন্ডারির সাহায্যে ৩৬ বলে ৩৯ রান করে মাঠ ছাড়েন ক্যাপসি। ইংল্যান্ড ১০২ রানে ৪ উইকেট হারায়। ব্যাট করতে নামেন অ্যামি জোনস। ১৭ ওভার শেষে ইংল্যান্ডের স্কোর ৪ উইকেটেল ১০৩ রান। ড্যানি ওয়াট ৪০ রানে ব্যাট করছেন।
১০০ ছুঁল ইংল্যান্ড
ইনিংসের ১৬তম ওভারে দলগত ১০০ রানের গণ্ডি ছুঁয়ে ফেলে ইংল্যান্ড। সেই সঙ্গে ৫০ রানের পার্টনারশিপও পূর্ণ করেন ক্যাপসি ও ওয়াট। ১৬ ওভার শেষে ইংল্যান্ডের স্কোর ৩ উইকেটে ১০০ রান।
প্রতিরোধ গড়ছেন ওয়াট-ক্যাপসি
অ্যালিস ক্যাপসিকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ছেন ড্যানি ওয়াট। ১৩ ওভার শেষে ইংল্যান্ডের স্কোর ৩ উইকেটে ৮২ রান। ওয়াট ২৬ ও ক্যাপসি ৩৩ রানে ব্যাট করছেন। ঝুলন ৫ ওভারে ২৬ রান খরচ করেছেন।
১০ ওভারের খেলা শেষ
১০ ওভার শেষে ইংল্যান্ড ৩ উইকেটের বিনিময়ে ৬৬ রান সংগ্রহ করেছে। ১৫ বলে ২৯ রান করেছেন অ্যালিস ক্যাপসি। তিনি ৬টি চার মেরেছেন। ১১ বলে ১৪ রান করেছেন ড্যানি ওয়াট। তিনি ২টি চার মেরেছেন। রেনুকা ৫ ওভারে ৩২ রানের বিনিময়ে ২টি উইকেট নিয়েছেন।
ল্যাম্বকে ফেরালেন রেনুকা
৭.৪ ওভারে রেনুকা সিং ঠাকুরের বলে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফেরেন এমা ল্যাম্ব। ২টি বাউন্ডারির সাহায্যে ১৮ বলে ১৫ রান করে মাঠ ছাড়েন তিনি। ইংল্যান্ড ৪৭ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন ড্যানি ওয়াট। তিনি ক্রিজে এসে প্রথম বলেই চার মারেন। ৮ ওভার শেষে ইংল্যান্ডের স্কোর ৩ উইকেটে ৫২ রান। ক্যাপসি ২৫ রানে ব্যাট করছেন।
ব্যাট চালিয়ে চাপ কাটানোর চেষ্টায় ক্যাপসি
ক্রিজে এসেই ব্যাট চালাচ্ছেন অ্যালিস ক্যাপসি। পঞ্চম ওভারে ঝুলনের বলে জোড়া বাউন্ডারি মারেন তিনি। ৫ ওভার শেষে ইংল্যান্ডের স্কোর ২ উইকেটে ২৯ রান। ক্যাপসি ৪টি বাউন্ডারির সাহায্যে ৭ বলে ১৬ রান করেছেন। ঝুলন ৩ ওভারে ১৮ রান খরচ করেছেন।
ডাঙ্কলিকে ফেরালেন রেনুকা
৩.৩ ওভার রেনুকার বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন সোফিয়া ডাঙ্কলি। ৮ বলে ১ রান করেন তিনি। ইংল্যান্ড ১২ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন অ্য়ালিস ক্যাপসি। তিনি ওভারের পঞ্চম ও ষষ্ঠ বলে পরপর ২টি চার মারেন। ৪ ওভার শেষে ইংল্য়ান্ডের স্কোর ২ উইকেটে ২০ রান।
বিউন্টকে রান-আউট করলেন হরমনপ্রীত
১.৫ ওভারে রেনুকা সিং ঠাকুরের বল সামনের দিকে ঠেলে দিয়েই রান নেওয়ার চেষ্টা করেন ট্যামি বিউমন্ট। তবে হরমনপ্রীত কউর সরাসরি থ্রোয়ে স্টাম্প ভেঙে দেন। ফলে রান-আউট হয়ে সাজঘরে ফিরতে হয় বিউন্টকে। ৮ বলে ৬ রান করে মাঠ ছাড়েন ট্যামি। ইংল্যান্ড ৭ রানে ১ উইকেট হারায়। ব্য়াট করতে নামেন সোফিয়া ডাঙ্কলি।
ইংল্যান্ডের রান তাড়া শুরু
এমা ল্যাম্বকে নিয়ে ওপেন করতে নামেন ট্যামি বিউমন্ট। বোলিং শুরু করেন ঝুলন গোস্বামী। পঞ্চম বলে চার মেরে খাতা খোলেন বিউমন্ট। প্রথম ওভারে ৪ রান ওঠে।
হরমনপ্রীতের তাণ্ডবে রেকর্ড ইনিংস ভারতের
ফ্রেয়া কেম্পের শেষ ওভারে ১৯ রান তোলে ভারত। ৩টি চার ও ১টি ছক্কা মারেন হরমনপ্রীত। নির্ধারিত ৫০ ওভারে ভারত ৫ উইকেটের বিনিময়ে ৩৩৩ রান সংগ্রহ করে। ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের এটিই সর্বোচ্চ দলগত ইনিংসের রেকর্ড। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ইংল্যান্ডের বিরুদ্ধে কোনও দলের গড়া দ্বিতীয় সর্বোচ্চ ইনিংস এটি। ওয়ান ডে ক্রিকেটের ইতিহাসে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ দলগত ইনিংস এটি। হরমনপ্রীত ১৮টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ১১১ বলে ১৪৩ রানের অবিশ্বাস্য ইনিংস খেলে নট-আউট থাকেন। ইংল্যান্ডের বিরুদ্ধে কোনও ব্যাটারের এটি তৃতীয় সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। ২টি বাউন্ডারির সাহায্যে ৯ বলে ১৫ রান করে নট-আউট থাকেন দীপ্তি শর্মা। ফ্রেয়া কেম্প ১০ ওভারে ৮২ রান খরচ করে ১টি উইকেট নেন। ওয়ান ডে ক্রিকেটে ইংল্যান্ডের কোনও বোলারের খরচ করা এটিই সব থেকে বেশি রান। এই ম্যাচেই লরেন বেল যে লজ্জাজনক রেকর্ড গড়েন, কেম্প ভেঙে দেন সেই রেকর্ড।
সোফির ওভারে ১৭ রান তোলে ভারত
৪৯তম ওভারে সোফি একলেস্টোনের ওভারে ১৭ রান তোলে ভারত। ২টি চার ও ১টি ছক্কা মারেন হরমনপ্রীত। ৪৯ ওভার শেষে ভারতের স্কোর ৫ উইকেটে ৩১৪ রান। হরমনপ্রীত ১২৪ রান করেছেন। ১০৬ বলের ইনিংসে তিনি ১৫টি চার ও ৩টি ছক্কা মেরেছেন। সোফি ১০ ওভারে ৬৪ রান খরচ করে ১টি উইকেট নিয়েছেন।
কেম্পের ওভারে ২৬ রান তোলে ভারত
৪৮তম ওভারে কেম্পের বলে ২৬ রান তোলে ভারত। হরমনপ্রীত ১টি চার ও ১টি ছক্কা মারেন। ২টি চার মারেন দীপ্তি শর্মা। ৫টি ওয়াইড বল করেন কেম্প। ৪৮ ওভার শেষে ভারতের স্কোর ৫ উইকেটে ২৯৭ রান। হরমনপ্রীত ১০২ বলে ১১০ রান করেছেন। তিনি ১৩টি চার ও ২টি ছক্কা মেরেছেন। ৬ বলে ১২ রান করেছেন দীপ্তি শর্মা।
দুরন্ত শতরান হরমনপ্রীতের
১২টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১০০ বলে ব্যক্তিগত শতরান পূর্ণ করেন হরমনপ্রীত কউর। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে এটি তাঁর পঞ্চম শতরান। ভারত ৪৭ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ২৭১ রান সংগ্রহ করেছে। হরমনপ্রীত ১০০ ও দীপ্তি ২ রানে ব্যাট করছেন।
পূজাকে ফেরালেন কেম্প
৪৫.৫ ওভারে কেম্পের বলে চার মারেন পূজা বস্ত্রকার। ওভারের শেষ বলে ল্যাম্বের হাতে ধরা পড়েন তিনি। ৩টি বাউন্ডারির সাহায্যে ১৬ বলে ১৮ রান করে মাঠ ছাড়েন পূজা। ভারত ২৬২ রানে ৫ উইকেট হারায়। ব্যাট করতে নামেন দীপ্তি শর্মা। হরমনপ্রীত ব্যাট করছেন ব্যক্তিগত ৯৪ রানে।
২৫০ টপকাল ভারত
৪৫তম ওভারে দলগত ২৫০ রানের গণ্ডি টপকে গেল ভারত। কেট ক্রসের ওভারে জোড়া বাউন্ডারি মারেন হরমনপ্রীত। ৪৫ ওভার শেষে ভারতের স্কোর ৪ উইকেটে ২৫৩ রান। ১০টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৯২ বলে ৮৯ রান করেছেন হরমনপ্রীত। পূজা ব্যাট করছেন ১৪ রানে। কেট ক্রস ১০ ওভারে ৬৮ রানের বিনিময়ে ১টি উইকেট নেন।
খরুচে বোলিং বেলের
১০ ওভারের বোলিং কোটা শেষ করেন লরেন বেল। তিনি ১টি উইকেট নিলেও ৭৯ রান খরচ করেন। ইংল্যান্ডের হয়ে মেয়েদের ওয়ান ডে ক্রিকেটে ১০ ওভারে এত রান খরচ করেননি কেউ। ৪৪ ওভার শেষে ভারতের স্কোর ৪ উইকেটে ২৪৩ রান।
ব্যাট চালাচ্ছেন হরমনপ্রীত
হার্লিন আউট হওয়ার পরে রান তোলার গতি কমতে দেয়নি ভারত। বরং তা বাড়িয়ে নেয়। ৪০.৪ ওভারে ক্রসের বলে চার মারেন পূজা। ৪২তম ওভারে বেলের বলে ১টি করে চার মারেন হরমনপ্রীত ও পূজা। ৪৩তম ওভারে কেট ক্রসের বলে জোড়া বাউন্ডারি মারেন হরমনপ্রীত। ৪৩ ওভার শেষে ভারতের স্কোর ৪ উইকেটে ২৪০ রান। হরমনপ্রীত ৮৫ বলে ৭৯ রান করেছেন। তিনি ৮টি চার ও ১টি ছক্কা মেরেছেন। ৯ বলে ১১ রান করেছেন পূজা।
হার্লিন দেওয়ল আউট
৩৯.৬ ওভারে লরেন বেলের বলে ছক্কা হাঁকাতে গিয়ে বাউন্ডারি লাইনে ড্যানি ওয়াটের হাতে ধরা পড়েন হার্লিন দেওয়ল। ৫টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৭২ বলে ৫৮ রান করে মাঠ ছাড়েন তিনি। ভারত ২১২ রানে ৪ উইকেট হারায়। ব্যাট করতে নামেন পূজা বস্ত্রকার। হরমনপ্রীত ৬৩ রানে ব্যাট করছেন।
২০০ টপকাল ভারত
৩৯.১ ওভারে বেলের বলে ছক্কা হাঁকিয়ে ভারতকে ২০০ রানের গণ্ডি পার করান হার্লিন দেওয়ল। ওভারের চতুর্থ বলে চার মারেন হরমনপ্রীত।
হাফ-সেঞ্চুরি হার্লিনের
৫টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৬৭ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন হার্লিন দেওয়ল। ৩৮ ওভারে ভারতের সংগ্রহ ৩ উইকেটে ১৯৪ রান। হরমনপ্রীত ৫৪ ও হার্লিন ৫০ রানে ব্যাট করছেন।
ছক্কা হাঁকিয়ে হাফ-সেঞ্চুরি হরমনপ্রীতের
৩৬.৪ ওভারে চার্লি ডিনের বলে ছক্কা হাঁকিয়ে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন হরমনপ্রীত কউর। ৪টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৬৪ বলে অর্ধশতরানের গণ্ডি টপকান ভারতের ক্যাপ্টেন। ৩৭ ওভার শেষে ভারতের স্কোর ৩ উইকেটে ১৯২ রান। হরমনপ্রীত ৫৩ ও হার্লিন ৪৯ রানে ব্যাট করছেন।
হাফ-সেঞ্চুরির দোরগোড়ায় হরমনপ্রীত
সাবলিল গতিতে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরির দিকে এগিয়ে চলেছেন হরমনপ্রীত কউর। তিনি ৫৮ বলে ৪৩ রান করেছেন। মেরেছেন ৪টি চার। হার্দিল দেওয়ল ব্যাট করছেন ব্যক্তিগত ৩৫ রানে। ৪৮ বলের ইনিংসে তিনি ৪টি চার মেরেছেন। ভারত ৩৩ ওভার শেষে ৩ উইকেটের বিনিময়ে ১৬৮ রান সংগ্রহ করেছে।
১৫০ টপকাল ভারত
৩০তম ওভারে দলগত ১৫০ রানের গণ্ডি টপকে যায় ভারত। ৩০ ওভার শেষে ভারতের সংগ্রহ ৩ উইকেটে ১৫১ রান। হরমনপ্রীত ৩২ ও হার্লিন ৩০ রানে ব্যাট করছেন।
বেলের ওভারে ১৩ রান তোলে ভারত
২৯তম ওভারে বল করতে আসেন লরেন বেল। তাঁর ওভারে মোট ১৩ রান ওঠে। ১টি করে চার মারেন হরমনপ্রীত কউর ও হার্লিন দেওয়ল। ২৯ ওভার শেষে ভারতের স্কোর ৩ উইকেটে ১৪৯ রান।
অর্ধেক ইনিংস শেষ
২৫ ওভারের খেলা শেষ। ভারত ৩ উইকেট হারিয়ে ১২২ রান সংগ্রহ করেছে। ২টি বাউন্ডারির সাহায্যে ২৫ বলে ১৪ রান করেছেন হার্লিন দেওয়ল। ২টি বাউন্ডারির সাহায্যে ৩৩ বলে ২৩ রান করেছেন হরমনপ্রীত কউর।
রানের গতি বাড়ানোর চেষ্টায় ভারত
হার্লিন দেওয়ল ক্রিজে আসা যাবৎ রান তোলার গতি বাড়ানোর চেষ্টায় রয়েছে ভারত। হার্লিন ১৯.৪ ও ২০.৫ ওভারে ২টি চার মারেন। ২১.১ ওভারে চার মারেন হরমনপ্রীত। ২২ ওভার শেষে ভারতের স্কোর ৩ উইকেটে ১১৬ রান। হরমনপ্রীত ২০ ও হার্লিন ১১ রানে ব্যাট করছেন।
সাজঘরে ফিরলেন মন্ধনা
১৯.১ ওভারে সোফি একলেস্টোনের বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন স্মৃতি মন্ধনা। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি তিনি। ৪টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৫১ বলে ৪০ রান করে আউট হন মন্ধনা। ভারত দলগত ৯৯ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন হার্লিন দেওয়ল। তিনি ওভারের চতুর্থ বলে ৪ মেরে ভারতকে দলগত ১০০ রানের গণ্ডি পার করান। ২০ ওভার শেষে ভারতের স্কোর ৩ উইকেটে ১০৪ রান। হরমনপ্রীত ১৫ রানে ব্যাট করছেন।
লড়াই চালাচ্ছেন মন্ধনা
১৫ ওভার শেষে ভারতের স্কোর ২ উইকেটে ৮০ রান। স্মৃতি মন্ধনা ৩৭ বলে ২৮ রান করেছেন। তিনি ৪টি চার মারেছেন। ১২ বলে ৮ রান করেছেন হরমনপ্রীত কউর।
যস্তিকা ভাটিয়া আউট
১১.৪ ওভারে নিজের বলেই যস্তিকা ভাটিয়ার অনবদ্য ক্যাচ ধরেন চার্লি ডিন। ৪টি বাউন্ডারির সাহায্যে ৩৪ বলে ২৬ রান করে মাঠ ছাড়েন যস্তিকা। ভারত ৬৬ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন হরমনপ্রীত কউর। ১২ ওভার শেষে ভারতের স্কোর ২ উইকেটে ৬৭ রান। স্মৃতি মন্ধনা ২৫ রানে ব্যাট করছেন।
১০ ওভারের খেলা শেষ
১০ ওভার শেষে ভারত ১ উইকেট হারিয়ে ৬১ রান সংগ্রহ করেছে। স্মৃতি মন্ধনা ও যস্তিকা ভাটিয়া উভয়েই ব্যক্তিগত ২৩ রানে ব্যাট করছেন।
মাইলস্টোন মন্ধনার
ষষ্ঠ ওভারে কেট ক্রসের শেষ বলে চার মারেন যস্তিকা। সপ্তম ওভারে বেলের প্রথম বলে মন্ধনা ও শেষ বলে ভাটিয়া চার মারেন। অষ্টম ওভারে ক্রসের প্রথম ও তৃতীয় বলে জোড়া বাউন্ডারি মারেন স্মৃতি। ভারত ৮ ওভার শেষে ১ উইকেটের বিনিময়ে ৫৪ রান তুলেছে। মন্ধনা ওয়ান ডে ক্রিকেটে ৩০০০ রানের মাইলস্টোন টপকে যান। মন্ধনা ২১ বলে ২০ রান করেছেন। তিনি ৪টি চার মারেন। ভাটিয়া ২০ বলে ১৯ রান করেছেন। তিনি ৩টি চার মারেন।
প্রতিরোধ গড়ছেন মন্ধনা-যস্তিকা
প্রাথমিক ধাক্কা সামলে প্রতিরোধ গড়ছেন স্মৃতি মন্ধনা ও যস্তিকা ভাটিয়া। ৫ ওভার শেষে ভারতের স্কোর ১ উইকেটে ৩০ রান। মন্ধনা ১১ বলে ৫ রান করেছেন। যস্তিকা ১২ বলে ১১ রান করেছেন।
শেফালি বর্মা আউট
দ্বিতীয় ওভারে বল করতে আসেন কেট ক্রস। তিনি ওভারের তৃতীয় বলেই বোল্ড করেন শেফালি বর্মাকে। ২টি বাউন্ডারির সাহায্যে ৭ বলে ৮ রান করেন শেফালি। ভারত ১২ রানে ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন যস্তিকা ভাটিয়া। তিনি প্রথম বলেই এক রান নিয়ে প্রান্ত বদল করেন। ২ ওভার শেষে ভারতের স্কোর ১ উইকেটে ১৩ রান।
ম্যাচ শুরু
শেফালি বর্মাকে সঙ্গে নিয়ে ওপেন করতে নামেন স্মৃতি মন্ধনা। বোলিং শুরু করেন লরেন বেল। ওভারে ৩টি ওয়াইড বল করেন বেল। তৃতীয় ও চতুর্থ বলে পরপর ২টি চার মারেন শেফালি বর্মা। প্রথম ওভারে ১২ রান ওঠে।
ইংল্যান্ডের প্রথম একাদশ
এমা ল্যাম্ব, ট্যামি বিউমন্ট, সোফিয়া ডাঙ্কলি, অ্যালিস ক্যাপসি, ড্যানি ওয়াট, অ্যামি জোনস (ক্যাপ্টেন ও উইকেটকিপার), ফ্রেয়া কেম্প, সোফি একলেস্টোন, চার্লি ডিন, কেট ক্রস ও লরেন বেল।
ভারতের প্রথম একাদশ
হরমনপ্রীত কউর (ক্যাপ্টেন), স্মৃতি মন্ধনা (ভাইস ক্যাপ্টেন), শেফালি বর্মা, হারলিন দেওয়ল, যস্তিকা ভাটিয়া (উইকেটকিপার), দীপ্তি শর্মা, পূজা বস্ত্রকার, ঝুলন গোস্বামী, দায়ালান হেমলতা, রাজেশ্বরী গায়কোয়াড় ও রেনুকা সিং ঠাকুর।
প্রথম একাদশে জোড়া বদল ভারতের
সিরিজের দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে নিজেদের প্রথম একাদশে একজোড়া রদবদল করে ভারত। বাদ পড়েন মেঘনা সিং ও স্নহ রানা। পরিবর্তে দলে ঢোকেন রেনুকা সিং ঠাকুর ও দায়ালান হেমলতা।
টস জিতল ইংল্যান্ড
সিরিজের দ্বিতীয় ওয়ান ডে ম্য়াচে টস জিতল ইংল্যান্ড। টস জিতে অ্যামি জোনস শুরুতে ব্যাট করার আমন্ত্রণ জানান ভারতকে। সুতরাং, ক্যান্টারবেরিতে টস হেরে শুরুতে ব্যাট করবেন হরমনপ্রীতরা।
ঝুলনের হাতে রয়েছে মাত্র ২টি ম্যাচ
ক্য়ান্টারবেরির এই ম্য়াচের পরে আগামী শনিবার লর্ডসে নিজের কেরিয়ারের শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামবেন ঝুলন গোস্বামী। হোভের প্রথম ম্যাচে দুর্দান্ত বোলিং করেন বাংলার তারকা পেসার। তাই চাইবেন শেষ ২টি ম্যাচে নিজের পারফর্ম্যান্স দিয়ে ক্রিকেটবিশ্বকে মোহিত করতে।
ভারতের ওয়ান ডে স্কোয়াড
হরমনপ্রীত কউর (ক্যাপ্টেন), স্মৃতি মন্ধনা (ভাইস ক্যাপ্টেন), শেফালি বর্মা, সাবভিনেনি মেঘনা, দীপ্তি শর্মা, তানিয়া ভাটিয়া (উইকেটকিপার), যস্তিকা ভাটিয়া (উইকেটকিপার), পূজা বস্ত্রকার, স্নেহ রানা, রেনুকা সিং ঠাকুর, মেঘনা সিং, রাজেশ্বরী গায়কোয়াড়, হারলিন দেওয়ল, দায়ালান হেমলতা, সিমরন দিল বাহাদুর, ঝুলন গোস্বামী এবং জেমিমা রডরিগেজ।
প্রথম ওয়ান ডে ম্যাচের ফলাফল
হোভে শুরুতে ব্যাট করে ইংল্যান্ড ৭ উইকেটের বিনিময়ে ২২৭ রান তোলে। অ্যালিস ডেভিডসন ৫০ ও ড্যানি ওয়াট ৪৩ রান করেন। দীপ্তি শর্মা ৩৩ রানে ২টি ও ঝুলন গোস্বামী ২০ রানে ১টি উইকেট উইকেট নেন। পালটা ব্যাট করতে নেমে ভারত ৩ উইকেটে ২৩২ রান তুলে ম্যাচ জিতে যায়। স্মৃতি মন্ধনা ৯১, হরমনপ্রীত ৭৪ ও যস্তিকা ভাটিয়া ৫০ রান করেন। ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হন মন্ধনা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।