বাংলা নিউজ > ময়দান > INDW vs PAKW, T20 Women's WC 2023: বোলাররা অনেক ভুল করেছে, যার খেসারত দিয়েছি- ম্যাচ হেরে ক্ষুব্ধ পাক অধিনায়ক বিসমাহ

INDW vs PAKW, T20 Women's WC 2023: বোলাররা অনেক ভুল করেছে, যার খেসারত দিয়েছি- ম্যাচ হেরে ক্ষুব্ধ পাক অধিনায়ক বিসমাহ

বিসমাহ মাফরুফের দুরন্ত হাফসেঞ্চুরি শেষ পর্যন্ত কাজে এল না।

কেপটাউনে এ দিন প্রথমে ব্যাট করতে নেমে পাকিস্তান নজির সৃষ্টি করে। আন্তর্জাতিক টি-২০-তে ভারতের বিরুদ্ধে সর্বাধিক রান করার নজির গড়ে তারা। তবু ম্যাচ জিততে পারেননি পাকিস্তানের মেয়েরা। ৭ উইকেটে ম্যাচ জেতে টিম ইন্ডিয়া।

শুভব্রত মুখার্জি: চলতি মহিলা টি-২০ বিশ্বকাপের শুরুটা ভালো হল না পাকিস্তানের। চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিরুদ্ধে লড়াকু রানের সম্ভার নিয়েও ম্যাচ হারতে হল তাদের। একটা সময়ে ম্যাচে ভারতকে চেপে ধরেও বোলারদের ব্যর্থতার কারণে জিততে পারেনি পাকিস্তান। ম্যাচ শেষে সেই হতাশাই ধরা পড়ল পাকিস্তান অধিনায়ক বিসমাহ মাফরুফের গলাতে। বোলিং ইউনিটের ব্যর্থতার কথা কার্যত মেনে নিলেন তিনি। বিসমাহর স্পষ্ট দাবি, ‘ম্যাচে কিছু কিছু সময় আমরা ভালো খেলেছি। তবে বোলিং ইউনিট হিসেবে ভুল করেছি। তার খেসারত দিতে হয়েছে আমাদের।’

আরও পড়ুন: ১ ওভারে ৭ বল পাকিস্তানের, তাতে ৪ মারল ভারত! T20 বিশ্বকাপে প্রশ্নের মুখে আম্পায়ার

ম্যাচ শেষে বিসমাহর গলাতে ধরা পড়ে হতাশা। দুরন্ত লড়াই করে ও হারের যন্ত্রনা সহ্য করতে হল বিসমাহকে। ম্যাচ শেষে তিনি বলেছেন, ‘ম্যাচে কিছু কিছু সময় আমরা ভালো খেলেছি। তবে বোলিং ইউনিট হিসেবে ম্যাচে আমরা ভুল করেছি। তার খেসারত আমাদের দিতে হয়েছে। আমাদের অনেক কিছু শিখতে হবে। আশা করব পরের ম্যাচে আমরা আরো ভালো করব।’ পাকিস্তানের ব্যাটিং ইনিংস নিয়ে বলতে গিয়ে তিনি বলেন, ‘আমরা দলের প্রত্যেক সদস্যকে একটা নির্দিষ্ট রোল দিয়েছি। তারা সেই রোল অনুযায়ী নিজেদের সেরাটা উজাড় করে দিয়েছে।ম্যাচের ওই কঠিন সময়ে আয়েশা যে রোলটা পালন করেছে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল।’

আরও পড়ুন: T20 বিশ্বকাপে সর্বোচ্চ রান তাড়া করে জয় ভারতের, লজ্জা আরও বাড়ল পাকিস্তানের

কেপটাউনে এ দিন প্রথমে ব্যাট করতে নেমে পাকিস্তান নজির সৃষ্টি করে। আন্তর্জাতিক টি-২০-তে ভারতের বিরুদ্ধে সর্বাধিক রান করার নজির গড়ে তারা। প্রথমে ব্যাট করে ৪ উইকেট হারিয়ে নির্ধারিত ২০ ওভারে ১৪৯ রান করে পাকিস্তান। অধিনায়ক বিসমাহ মাহরুফ অসাধারণ একটি অপরাজিত ইনিংস খেলেন এদিন। ৫৫ বলে ৬৮ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। ২৫ বলে ৪৩ রানের অপরাজিত ইনিংস খেলে তাঁকে যোগ্য সহায়তা করে আয়েশা নাসিম।

জবাবে ব্যাট করতে নেমে ভারত ১ ওভার বাকি থাকতে ৭ উইকেট হাতে নিয়ে জয় নিশ্চিত করে। জেমিমা রডরিগেজ ৫৩ রানে এবং রিচা ঘোষ ৩১ রানে অপরাজিত থেকে ভারতের জয় নিশ্চিত করেন। এ ছাড়াও ওপেনার শেফালি বর্মা ৩৩ রানের একটি ঝোড়ো ইনিংস খেলেছেন।

বন্ধ করুন