শুভব্রত মুখার্জি: বাংলাদেশ দলের ব্যাটিংয়ের এই মুহূর্তের অন্যতম স্তম্ভ তাদের উইকেট রক্ষক ব্যাটার মুশফিকুর রহিম। তা ফের একবার প্রমাণিত হল চট্টগ্রামে পাকিস্তানের বিরুদ্ধে প্রথম টেস্টে। প্রথম ইনিংসে দলের রান পঞ্চাশে পৌঁছাতে না পৌঁছাতেই প্রথম চার ব্যাটার আউট হয়ে যান। বাংলাদেশের ইনিংস তখন বিপর্যয়ের সম্মুখীন। দলকে খাদের কিনারা থেকে টেনে তোলেন লিটন দাস ও মুশফিকুর রহিম। এই দুই ব্যাটারের ব্যাটিংয়ের ভূয়সী প্রশংসা করলেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক ইনজামাম-উল-হক।
পঞ্চম উইকেটে মুশফিকুর এবং লিটনের ২০৪ রানের জুটিতেই চট্টগ্রাম টেস্টের প্রথম দিন শেষ করেছিল বাংলাদেশ। প্রথম দিনের শেষে বাংলাদেশের স্কোর ছিল ৪ উইকেটে ২৫৩। ৪৭ রানে ৩ উইকেট পড়ার পর ক্রিজে আসেন মুশফিকুর। দলীয় স্কোরে আর ২ রান যোগ হওয়ার পরেই ফের উইকেটের পতন হলে তার সঙ্গে যোগ দেন লিটন। তার পর শুরু হয় অনবদ্য লড়াই।
নিজের ইউটিউব চ্যানেলে এই দুই টাইগার ব্যাটারের সম্বন্ধে ইনজামাম জানান মুশফিকুর-লিটনের ব্যাটিং তাঁর মনে ধরেছে। তিনি বলেন, 'আমি আগেই বলেছিলাম, যে দলই বাংলাদেশে আগে ব্যাটিং করবে তাদেল পক্ষে কাজটা কঠিন হবে। কারণ উইকেট ভেজা থাকতে পারে শিশিরের কারণে। প্রথমদিন ৬০ রানের (৪৯ রানে) মধ্যে ৪ উইকেট হারায় বাংলাদেশ । তবে লিটন দাস এবং মুশফিকুর রহিমকে কৃতিত্ব দিতেই হবে। মুশফিকুর এবং লিটন দারুণ খেলেছে।'
তিনি আর ও যোগ করেন, 'নিঃন্দেহে কৃতিত্ব বাংলাদেশের ব্যাটারদের দিতেই হবে। চার উইকেট পড়ার পরেও তাঁরা দারুণ ব্যাটিং করেছে। বিশেষ করে পাকিস্তানের মতো শক্তিশালী বোলিং অ্যাটাকের বি।'
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।