শুভব্রত মুখার্জি: দ্য ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি অর্থাৎ আইওসির তরফে মঙ্গলবারেই রাশিয়ান এবং বেলারুশিয়ান অ্যাথলিটদের নিয়ে গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত নিয়েছে। এক্সিকিউটিভ কমিটি এক সিদ্ধান্ত নিয়েছে যেখানে বলা হয়েছে ধাপে ধাপে বিভিন্ন প্রতিযোগিতায় রাশিয়ান এবং বেলারুশিয়ান অ্যাথলিটদের ফেরানো হবে। এই বিষয়ে আইওসির তরফে একটি সুপারিশও করা হয়েছে। তবে ২০২৪ প্যারিস অলিম্পিক্স নিয়ে এখনও কোন সিদ্ধান্ত হয়নি। সেই বিষয়ে পরবর্তীতে আলাদা করে সিদ্ধান্ত নেওয়া হবে। ইউক্রেনের মাটিতে এখনও জারি রয়েছে রাশিয়ার আক্রমণ। এর মধ্যেও আইওসির এই সিদ্ধান্ত ভীষণ রকম তাৎপর্যপূর্ণ। আইওসির সভাপতি টমাস বাখের তরফে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
আরও পড়ুন… জানেন কি ক্রিকেট খেলার জন্য বাবার থেকে বেল্ট দিয়ে মার খেতেন DC-র এই ক্রিকেটার
২০২২ সালের ফেব্রুয়ারি মাসে ইউক্রেনে অনৈতিকভাবে আক্রমণের কারণে রাশিয়া এবং বেলারুশের অ্যাথলিটদের উপরে প্রতিযোগিতায় অংশগ্রহণের বিষয়ে নিষেধাজ্ঞা জারি হয়েছিল। তবে বর্তমানে তাদের ফিরিয়ে নিতে উদ্যোগী হয়েছে আইওসি। ফলে এশিয়ান জোনের কোয়ালিফাইংয়ের মধ্যে দিয়ে অলিম্পিকে জায়গা করে নেওয়ার একটা সুযোগ তৈরি হল অ্যাথলিটদের সামনে। ইউক্রেনের তরফে অবশ্য হুঁশিয়ারি দেওয়া হয়েছে রাশিয়া এবং বেলারুশের অ্যাথলিটদের ২০২৪ অলিম্পিক্সে সুযোগ যদি দেওয়া হয় এমনকি নির্দল হিসেবেও লড়ার যদি সুযোগ দেওয়া হয় তাহলে তারা গেমস বয়কট করবে।
আরও পড়ুন… পাকিস্তান পেল আরও এক ভয়ঙ্কর পেস বোলার! তরুণ পাক পেসারের বলে রক্তাক্ত আফগান ব্যাটার
লঁজানের আইওসি হেডকোয়ার্টারে এক্সিকিউটিভ কমিটির বৈঠকের পরে এই সিদ্ধান্ত জানানো হয়েছে। টমাস বাখ জানিয়েছেন, ‘আন্তর্জাতিক মঞ্চে বিভিন্ন প্রতিযোগিতায় রাশিয়ান পাসপোর্টধারী অ্যাথলিটদের উপস্থিতি প্রতিযোগিতার মান উন্নয়ন ঘটিয়েছে। বিভিন্ন খেলার ক্ষেত্রে আমরা সেটা দেখেছি। বিশেষ করে টেনিস এবং সাইক্লিংয়ে দেখেছি। পাশাপাশি টেবিল টেনিসেও দেখেছি। আইস হকি, হ্যান্ডবল, ফুটবল এমনকি আমেরিকার বিভিন্ন লিগেও আমরা এটা দেখেছি। ইউরোপ সহ অন্যান্য মহাদেশেও আমরা এর সাক্ষী থেকেছি। এইসব প্রতিযোগিতার কোথাও সুরক্ষা ব্যবস্থায় বড় কোন গন্ডগোল ঘটেনি। ফেডারেশন এবং আয়োজকদের কাছে রাশিয়া এবং বেলারুশের অ্যাথলিটদের সুযোগ দেওয়ার কথা বলা মানে তাঁরা নিরপেক্ষ হিসেবে লড়তে পারবে। কোন জাতীয় পতাকা বা জাতীয় সঙ্গীতের ব্যবহার তারা করতে পারবে না। ২০২৪ অলিম্পিক্সে রাশিয়া এবং বেলারুশের অ্যাথলিটদের খেলার বিষয়ে আইওসি সঠিক সময়ে সিদ্ধান্ত নেবে।’
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।