বাংলা নিউজ > ময়দান > আইপিএল ২০২০ > IPL 2020: ফের ধাক্কা চেন্নাই শিবিরে, চোট নিয়ে দেশে ফিরছেন তারকা অল-রাউন্ডার

IPL 2020: ফের ধাক্কা চেন্নাই শিবিরে, চোট নিয়ে দেশে ফিরছেন তারকা অল-রাউন্ডার

আইপিএল থেকে ছিটকে গেলেন সিএসকে তারকা। ছবি- আইপিএল।

আইপিএল থেকে ছিটকে গেলেন CSK-র আরও এক নির্ভরযোগ্য ক্রিকেটার।

আইপিএল ২০২০ শুরুর আগে টুর্নামেন্টের অন্যতম ফেভারিট দল ছিল চেন্নাই সুপার কিংস। টুর্নামেন্ট শুরুর পর ছবিটা ক্রমশ বদলাতে থাকে। এই মুহূর্তে সমস্যা জর্জরিত সিএসকে রয়েছে লিগ টেবিলের একেবারে তলানিতে। ক্রমাগত হারের ধাক্কা সামলে ওঠার আগেই সিএকে শিবিরে আছড়ে পড়ল সুনামি। এবার টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন দলের নির্ভরযোগ্য অল-রাউন্ডার ডোয়েন ব্র্যাভো।

(আইপিএলের যাবতীয় আপডেট ও লাইভ স্কোর জানতে ক্লিক করুন এখানে।)

কুঁচকির চোটের জন্য ব্র্যাভো চলতি আইপিএল মরশুমে আর মাঠে নামতে পারবেন না। চেন্নাই সিইও কাসি বিশ্বনাথন এমনটাই জানিয়েছেন এএনআইকে। তিনি এও জানিয়েছেন যে, তাড়াতাড়িই আমিরশাহি ছেড়ে দেশে ফিরে যাবেন ক্যারিবিয়ান অল-রাউন্ডার।

বিশ্বনাথন বলেন, 'কুঁচকির চোটের জন্য ব্র্যাভো টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছে। ওকে আর চলতি মরশুমে পাওয়া যাবে না। দু-এক দিনের মধ্যেই ব্র্যাভো দেশে ফিরে যাবে।'

রায়না ও হরভজনের না থাকা নিয়েও মন্তব্য করেন চেন্নাই সিইও। তিনি বলেন, ‘সন্দেহ নেই যে, রায়না ও হরভজন দলের গুরুত্বরপূর্ণ সদস্য। ওদের অভাব টের পাচ্ছে দল। তবে ব্যক্তিগত সিদ্ধান্তকে সবসময় সম্মান জানানো উচিত। আমরা জুনিয়র-সিনিয়র নির্বিশেষে সেটা করে থাকি।’

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন