দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে দুরন্ত ক্রিকেট উপহার দিলেও ধারাবাহিকতা বজায় রাখতে পারল না কলকাতা নাইট রাইডার্স। কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে শারজায় পুনরায় গড়পড়তা ব্যাটিং কেকেআরের।
শুরু থেকেই ধারাবাহিকভাবে উইকেট হারানোর মাশুল দিয়ে কেকেআর নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৪৯ রানে আটকে যায়।
(আইপিএলের লাইভ আপডেট ও লাইভ স্কোর জানতে ক্লিক করুন এখানে।)
শুভমন গিল দলের হয়ে সর্বোচ্চ ৫৭ রান করে শামির বলে আউট হন। ৪৫ বলের ইনিংসে গিল ৩টি চার ও ৪টি ছক্কা মারেন। মর্গ্যান করেন ২৫ বলে ৪০ রান। তিনি ৫টি চার ও ২টি ছক্কা মারেন। এছাড়া ফার্গুসন ৩টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১৩ বলে ২৪ রান করে অপরাজিত থাকেন।
কেকেআরের বাকিরা ব্যাট হাতে পুরোপুরি ব্যর্থ। কেউই দু'অঙ্কের রানে পৌঁছতে পারেননি। খাতা খুলতে পারেননি নীতিশ রানা, দীনেশ কার্তিক ও প্রসিদ্ধ কৃষ্ণা। রাহুল ত্রিপাঠী ৭ রান করে আউট হন। সুনীল নারিন ও কমলেশ নাগারকোটি উভয়েই ৬ রান করে যোগদান রাখেন। কামিন্স ১ ও বরুণ চক্রবর্তী ২ রান করে উইকেট দেন।
মহম্মদ শামি ৩টি উইকেট নেন। ক্রিস জর্জন ও রবি বিষ্ণোই ২টি করে উইকেট দখল করেন। ১টি করে উইকেট পকেটে পুরেছেন গ্লেন ম্যাক্সওয়েল ও মুরুগান অশ্বিন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।