বাংলা নিউজ > ময়দান > আইপিএল ২০২০ > KKR vs KXIP: প্লে-অফে কি উঠতে পারবে? পঞ্জাবকে ঠিক করার সুযোগ দিল KKR
উড়ে গেল কলকাতা নাইট রাইডার্স। (আইপিএলের যাবতীয় আপডেট, লাইভ স্কোর দেখুন এখানে)
KKR vs KXIP লাইভ আপডেটস:
- গুরুত্বপূর্ণ ম্যাচে উড়ে গেল কেকেআর। তার সৌজন্য ১২ ম্যাচ শেষে লিগ টেবিলের পঞ্চম স্থানে নেমে গেলেন নাইটরা। নেট রানরেটের বিচারে চতুর্থ স্থানে থাকল পঞ্জাব। সেই নেট রানরেটের পার্থক্য এতটাই বেশি যে কেকেআরের পক্ষে তা ধরা কার্যত অসম্ভব। অর্থাৎ সোজা ভাষায় বললে এবার কেকেআর প্লে-অফে উঠতে পারবে কিনা, তা নির্ধারণ করার সুযোগ করে দিলেন দীনেশ কার্তিকরা।
- টানা পাঁচ ম্যাচে জিতল পঞ্জাব। আট উইকেটে জিতল তারা। সাত বল থাকতেই অনায়াসে জয় তুলে নিলেন কে এল রাহুলের ছেলেরা।
- অবশেষে উইকেট পড়ল কিংস ইলেভন পঞ্জাবের। আউট হলেন কে এল রাহুল। নির্বাচকরা যে তাঁকে ভারতীয় দলে সুযোগ দিয়ে ভুল করেননি, তা প্রমাণ করলেন বরুণ চক্রবর্তী। বলের গতি বেশি ছিল। বল স্পিন করে। তা রাহুলের প্যাডে লাগে। যত সময় যাচ্ছে ভালো হচ্ছেন বরুণ। ডিআরএস নেওয়ার জন্য মনদীপের সঙ্গে আলোচনা করলেন রাহুল। নিলেন না রাহুল। ৮ ওভারে স্কোর এক উইকেটে ৪৭ রান। রাহুল করলেন ২৫ বলে ২৮ রান।
- প্রথম ৬ ওভারে বিনা উইকেটে ৩৬ রান তুলল পঞ্জাব। ষষ্ঠ ওভার করলেন বরুণ চক্রবর্তী। যিনি অষ্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের দলে জায়গা পেয়েছেন। কে এল রাহুল করেছেন ১৬ বলে ১৯ রান। মনদীপ সিং করেছেন ২০ বলে ১৭ রান।
- গিল-মর্গ্যানের সঙ্গে লড়লেন ফার্গুসন, কলকাতার বাকিরা পুরোপুরি ব্যর্থ
- প্রথম বলেই কেকেআর খেলোয়াড়দের মানসিকতার প্রমাণ মিলল। প্যাট কামিন্সের প্রথম বলে বাউন্ডারি ফল ধরতে পারলেন না প্রসিধ কৃষ্ণা। এক রানের পরিবর্তে হল চার রান।
- অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি সিরিজে সুযোগ বরুণ চক্রবর্তীর, আছেন মায়াঙ্ক-সঞ্জু
- ব্যাটিংয়ের জন্য উইকেট যে একেবারে খারাপ ছিল না, তা প্রমাণ করেছিলেন মর্গ্যান ও শুভমন। এমনকী ফার্গুসনও দেখালেন। কিন্তু কেকেআর ব্যাটসম্যানদের ব্যর্থ হওয়ার জন্য কোনও কারণের প্রয়োজন হয় না। তিনজন ছাড়া কারোর রান দুই সংখ্যা পৌঁছাল না।
- সেই ব্যাটিং বিপর্যয়। ইয়ন মর্গ্যান, শুভমন গিল ছাড়া দাঁড়াতে পারলেন না কেউ। তাও শেষের দিকে কিছুটা খেললেন লকি ফার্গুসন। তাঁদের সৌজন্যে ১৪৯ রান তুলল কেকেআর। শুভমন গিল করলেন ৪৫ বলে ৫৭ রান। মর্গ্যান করেছেন ২৫ বলে ৪০ রান। ১৩ বলে ২৪ রানে অপরাজিত লকি।
- ৫০ রান পূরণ করলেন শুভমন গিল।
- কমলেশ নাগরকোটি এলেন। তাও প্যাট কামিন্সের আগে পাঠানো হল। কামিন্সকে স্পিন থেকে বাঁচাতে? দেখা যাক, সেই সিদ্ধান্ত খাটে কিনা। তবে এবার দায়িত্ব নিতে হবে শুভমনকে।
- আজ আর ব্যাট হাতে কামাল করতে পারলেন না সুনীল নারিন। ৬ রান করেই ফিরলেন প্যাভিলিয়নে। ওয়াইড বলের জন্য অতিরিক্ত বল করতে হয়েছিল জর্ডনকে। সেই বলেই আউট হলেন। অফস্টাম্পের বাইরে ঢিমেগতির বল ছিল। বল টেনে মারতে গিয়ে ব্যাটের কাণায় লাগল নারিনের। তা স্টাম্পে লাগল।
- ছয়ে এলেন সুনীল নারিন। কেকেআরকে এগিয়ে যাওয়ার একমাত্র ভরসা শুভমন গিল। তাঁকে কমপক্ষে ১৯ ওভার পর্যন্ত থাকতে হবে।
- বড় শট মারতে গিয়ে আউট হলেন মর্গ্যান। সেই ওভারে ৯ রান এসেছিল। তারপর রবি বিষ্ণোইয়ের বলে স্লগ সুইপ মারতে গিয়ে ডিপ ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগে মুরুগান অশ্বিনের হাতে ধরা পড়লেন। ২৫ বলে করলেন ৪০ রান। কেকেআরের স্কোর চার উইকেটে ৯১ রান।
- বাংলার ঘরের ছেলে শামি জোরালো ধাক্কা দিলেন কলকাতা শিবিরে
- নবম ওভারে মাত্র ২ রান দিলেন ক্রিস জর্ডন। ৯ ওভারে কেকেআরের স্কোর ২ উইকেটে ৮২ রান।
- পাওয়ার প্লে'র শেষ ২ ওভারে পালটা আক্রমণে হাঁটল কেকেআর। তার সৌজন্য ৬ ওভারে কেকেআরের স্কোর দাঁড়াল তিন উইকেটে ৫৪ রান। ষষ্ঠ ওভারে শামি দিলেন ২১ রান। শেষ ২ বলে দুটি ছক্কা মারলেন শুভমন। তার মধ্যে শেষ ছক্কাটি স্টেডিয়ামের ছাদে পড়ল। ১৭ বলে ২৬ রান করেছেন শুভমন। ১২ বলে ২৯ রান করেছেন মর্গ্যান।
- ৫ ওভারে কেকেআরের স্কোর ৩ উইকেটে ৩৩ রান। ১৫ বলে ১৪ রানে অপরাজিত শুভমন। আট বলে ১১ বল করেছেন মর্গ্যান।
- পাঁচ নামলেন ইয়ন মর্গ্যান। সঠিক সিদ্ধান্ত কেকেআরের।
- কী দুর্দান্ত ওভার শামির! এক ওভারে এক রান দিয়ে ২ উইকেট নিলেন।
- ৩০০ তম টি-টোয়েন্টি ম্যাচেও ব্যর্থ হলেন দীনেশ কার্তিক। রাহুলের মতো কার্যত একই জায়গায় বল পড়ল। তা কার্তিকের ব্যাটে লেগে কে এল রাহুলের হাতে জমা পড়ল। সঙ্গে সঙ্গে ডিআরএস নিলেন। কিন্তু দেখে মনেও হচ্ছে না, প্যাডে লেগেছে বলে মনে হচ্ছে না। আম্পায়ারও বললেন, বল ব্যাটের কাছ দিয়ে যাওয়ার সময় স্পাইক ধরা পড়ল। আউট কার্তিক। ২ ওভারে কেকেআরের স্কোর ৩ উইকেটে ১০ রান। কার্তিক শুধু শূন্যে রানে আউট হলেন না। ডিআরএসও নষ্ট করলেন।
- আবারও ব্যর্থ টপ অর্ডার। এবার আউট হলেন রাহুল ত্রিপাঠী। তবে উইকেটের সম্পূর্ণ কৃতিত্ব মহম্মদ শামির। অফস্টাম্পের বাইরের লাইনে বল পড়ে শেষবেলায় সামান্য সুইং হয়। তা ব্যাটের কাণায় লেগে কে এল রাহুলের হাতে জমা পড়ে। ১.৪ ওভারে কেকেআরের স্কোর ২ উইকেটে ১০ রান।
- প্রথম ওভারে কেকেআরের স্কোর এক উইকেটে ৯ রান।
- ১২ ম্যাচ পরও ওপেনিং জুটিতে ৫০ তুলতে পারল না কেকেআর।
- প্রথম বলেই আউট নীতিশ রানা। ম্যাক্সওয়েলের বল একেবারেরই ভালো নয়। লেগ সাইডের বাজে বলে প্যাভিলিয়নে ফিরলেন রানা। ০.২ ওভারে কেকেআরের স্কোর এক উইকেটে এক রান। চার মারা বল ছিল।
- ওপেনিংয়ে নেমেছেন শুভমন গিল এবং নীতিশ রানা। বল হাতে গ্লেন ম্যাক্সওয়েল।
- এখনও ফিট হননি আন্দ্রে রাসেল। কলকাতা নাইট রাইডার্সের প্রথম একাদশ : শুভমন গিল, সুনীল নারিন, রাহুল ত্রিপাঠী, নীতিশ রানা, ইয়ন মর্গ্যান, দীনেশ কার্তিক, প্যাট কামিন্স, লকি ফার্গুসন, কমলেশ নাগারকোটি, প্রসিধ কৃষ্ণা এবং বরুণ চক্রবর্তী।
টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিল কিংস ইলেভন পঞ্জাব। প্রথমে ব্যাট করবে কেকেআর।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।