বাংলা নিউজ > ময়দান > IPL 2021 Auction: দিলীপ দোশির মন্ত্রে দৌড়ে ৪২-এর নয়ন, বয়স্কতম হিসেবে নিলামে থাকছে নাম

IPL 2021 Auction: দিলীপ দোশির মন্ত্রে দৌড়ে ৪২-এর নয়ন, বয়স্কতম হিসেবে নিলামে থাকছে নাম

দিলীপ দোশির পুত্র নয়ন দোশি। (ফাইল ছবি, সৌজন্য টুইটার)

'তুমি এটা সত্যিই করতে পার', বাবার মন্ত্রে উদ্বুদ্ধ নয়ন দোশি।

শুভব্রত মুখার্জি

আইপিএল যে শুধু নবীনদের মঞ্চ, নয় সেই মঞ্চে সুযোগ পেলে যে কামাল করে দেখানো সম্ভব, তা অনেক আগেই রাজস্থান রয়্যালসের জার্সিতে দেখিয়ে দিয়েছেন চল্লিশোর্ধ্ব স্পিনার প্রবীণ তাম্বে। তাঁর পথের পথিক কি হতে পারবেন চল্লিশোর্ধ্ব স্পিনার! হ্যাঁ, এরকম একটি সম্ভাবনা তৈরি হয়েছে এবারের আইপিএলের মিনি নিলামকে ঘিরে। আগামী ১৮ ফেব্রুয়ারি চেন্নাইয়ের নিলামের হাতুড়ির নীচে থাকা একটি নামকে ঘিরে ইতিমধ্যেই তৈরি হয়েছে নতুন করে উন্মাদনা। তিনি প্রাক্তন ভারতীয় ক্রিকেটার দিলীপ দোশির পুত্র নয়ন দোশি। ৪২ বছরের স্পিনার নয়ন দোশি ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে নিয়মিত মুখ। তিনি এবার আইপিএলে খেলার উদ্দেশে নিজের নাম নথিভুক্ত করেন।

ডার্বিশায়ার, সারে, সৌরাষ্ট্রের হয়ে প্রতিনিধিত্ব করা নয়ন ২০১০ এবং ২০১১ মরসুমে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি) দলের হয়ে খেলেছেন। তিনি জানিয়েছেন, বাবা দিলীপ দোশির অনুপ্রেরণার ফলেই তার এই ৪২ বছরে ক্রিকেটে 'প্রত্যাবর্তনের' চেষ্টা। আইপিএল মিনি নিলামের জন্য ১,০৯৭ জন ক্রিকেটার তাঁদের নাম নথিভুক্ত করেছেন। হিসেব নিকেশ অনুযায়ী, ৬১ জন ক্রিকেটারের ভাগ্য খুলতে পারে চেন্নাইয়ে আসন্ন আইপিএলের মিনি নিলামে। নিলামে ৪২ বছরের সিনিয়র দোশি দল পেলে আইপিএলে নয়া নজির তৈরি হবে। মিনি আইপিএল নিলামে সবচেয়ে বেশি বয়সের ক্রিকেটার নয়ন। তাঁর বাবা সৌরাষ্ট্রের পাশাপাশি বাংলার হয়েও দীর্ঘদিন খেলেছেন। নয়নের জন্ম নটিংহ্যামে।

আইপিএলে নিজের সেরাটা দিতেও প্রস্তুত নয়ন । তিনি বলেছেন, 'ক্রিকেট ভালোবাসি। আইপিএলের আসরে নিজেকে প্রমাণ করতে চাই। আমি সবসময় বাবার সামনে বল করতে ভালোবাসি। কেমন পারফর্ম করছি সেটার সেরা বিচারক আমার বাবা। ২০২০ সালের জানুয়ারিতেই ঠিক করি আইপিএলে খেলার চেষ্টা চালাব। বাবার তত্ত্বাবধানে অনুশীলনও করেছি। কোথাও খামতি থাকলে বাবা আমাকে গাইড করেন কোনটা করার দরকার নেই সে ব্যাপারে। তবে আমায় দেখে রীতিমতো খুশি হয়েছেন। বলেছেন, তুমি এটা সত্যিই করতে পার। তাঁকে খুশি করার জন্য আমি ঠিকঠাক কিছু করছি।'

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

বক্স অফিসে পরপর আসছে পুরোনো ছবি, কিন্তু কেন? কারণ জানিয়ে সঞ্জয় গুপ্ত বললেন... ‘কত কষ্ট করে সন্দীপ কাকার বাবা-মা…’, ডাক্তারি লাটে উঠছে জলদি, খোঁচা জিতুর ওরা করলে লিলা, আর আমরা করলেই বিলা! পিচ বিতর্কে সমালোচকদের ধুয়ে দিলেন গম্ভীর… প্রতিটি পেজারে ৩ গ্রাম বিস্ফোরক, কোডবার্তা আসতেই ব্লাস্ট! এতদিন সেফ ভাবত জঙ্গিরা ‘‌জুনিয়র ডাক্তাররা যা করছেন সেটা কিন্তু বাড়াবাড়ি’‌, হুঁশিয়ারি বিধায়ক অসিতের আগামিকাল কেমন কাটবে আপনার? কোনও ভালো খবর পাবেন? জানুন ১৯ সেপ্টেম্বরের রাশিফল আর ‘ডাক্তার’ নন সন্দীপ ঘোষ, রেজিস্ট্রেশন বাতিল করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল বাংলাদেশের অনুরোধ সত্ত্বেও মার্কিন মুলুকে মোদী-ইউনুস বৈঠক সম্ভব নয় বানভাসী পরিস্থিতি দেখতে গিয়ে জলে পড়ে গেলেন সাংসদ–বিধায়করা, বীরভূমে দুর্ঘটনা চলন্ত ট্রেনেই ঘুঙুর বাজিয়ে পৌষালি কার জন্য 'তোমায় হৃদমাঝারে রাখিব' গাইলেন?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.