আগামী ৩১ মার্চ থেকে শুরু হতে চলেছে ইন্ডিয়ান প্রিমিয়র লিগ। ভারতীয় বোর্ডের তরফ থেকে প্রায় সব রকম প্রস্তুতি সারা হয়ে গিয়েছে। আইপিএলের দল গুলি নিজেদের মতো প্রস্তুতিও শুরু করে দিয়েছে। বর্তমানে ভারতীয় দল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলছে। তারপর ওয়ানডে সিরিজ খেলে নিজেদের আইপিএলের দলের সঙ্গে যোগ দেবেন ক্রিকেটাররা। বিদেশি ক্রিকেটাররাও জাতীয় দলের হয়ে খেলছেন। যথা সময়ে তারাও যোগ দেবেন নিজেদের ফ্র্যাঞ্চাইজিতে।
আইপিএলকে ত্রুটিমুক্ত করার চেষ্টা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। কোনও না কোনও বছর কিছু না কিছু বিতর্ক দেখা যায় এই আইপিএলকে ঘিরে। বিভিন্ন সময় আম্পায়ারিং নিয়ে প্রশ্ন উঠেছে। আম্পায়ারদের ভুল সিদ্ধান্তে ম্যাচের ফলাফলে প্রভাব পড়তে দেখা গিয়েছে। স্বাভাবিক ভাবেই একাধিকবার আম্পায়ারিং নিয়ে প্রশ্ন ওঠে।
তবে এবারের আইপিএলে আম্পায়ারদের প্যানেলে জায়গা পেলেন বাংলার অভিজিৎ ভট্টাচার্য। ঘরোয়া মরশুমে টি-টোয়েন্টি ম্যাচ খেলানোর অভিজ্ঞতা রয়েছে তার। ১৯টি টি-টোয়েন্টি ম্যাচ খেলিয়েছেন তিনি। লিস্ট ‘এ’ ম্যাচ পরিচালনা করেছেন সাতটি। এবার তাঁকে বিশ্ব ক্রিকেটের অন্যতম জনপ্রিয় লিগ আইপিএলে আম্পায়ারিং করতে দেখা যেতে পারে। বাংলা থেকে দ্বিতীয় আম্পায়ার হিসেবে উঠে এসেছেন তিনি। এর আগে বাংলা থেকে প্রেমদ্বীপ চট্টোপাধ্যায় প্রথম আম্পায়ার হিসেবে আইপিএলের ম্যাচ পরিচালনা করেছেন।
করোনার পর ফের হোম অ্যাওয়ে ভিত্তিতে আইপিএল চালু হতে চলেছে এই বছর। দলগুলি নিজেদের ঘরের মাঠে খেলার সুবিধা পাবে। এ ও বি দুই গ্রুপে খেলা পরিচালনা করা হবে। এই বছর আইপিএলে প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে গতবারের চ্যাম্পিয়ন গুজরাট টাইটানস ও চেন্নাই সুপার কিংস। প্রথমবার অংশগ্রহণ করেই আইপিএলের খেতাব জয় করে নেয় হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন গুজরাট। এই মরশুমেও সেই খেতাব ধরে রাখতে চাইবে গুজরাট। অন্যদিকে আইপিএলের সবচেয়ে সফল দল চেন্নাই সুপার কিংস গতবারের ব্যর্থতা মুছে ফেলে শুরু থেকেই ঝাঁপাবে বলে মনে করা হচ্ছে।